Ajker Patrika

হঠাৎ বাংলাদেশের কথা মনে পড়ল কার্তিকের 

হঠাৎ বাংলাদেশের কথা মনে পড়ল কার্তিকের 

মাঠে হুটহাট পশুপাখি ঢুকে পড়া নতুন কোনো ঘটনা নয়। এমনকি অনেক সময় দীর্ঘক্ষণ খেলা বন্ধও রাখতে হয়। এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) মাঠে হঠাৎ করে ঢুকে পড়েছে সাপ।

কলম্বোর প্রেমাদাসায় গতকাল এলপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল গল টাইটানস ও ডাম্বুলা অরা। গলের দেওয়া ১৮১ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল ডাম্বুলা। ইনিংসের পঞ্চম ওভারে বোলিং করতে এসেছিলেন গলের হয়ে খেলা সাকিব আল হাসান। তখনই মাঠে সাপ ঢুকে পড়ে। মাঠে সাপের চলাফেরার ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। সাপ দেখে দিনেশ কার্তিকের যেন নিদাহাস ট্রফির কথা মনে পড়ে যায়। ২০১৮ নিদাহাস ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দল নাগিন ড্যান্স করে ভাইরাল হয়েছিল। সাপের ছবি স্ক্রিনশট নিয়ে কার্তিক গতকাল টুইট করেছেন, ‘নাগিন ফিরে এসেছে। আমি ভেবেছিলাম এটা বাংলাদেশে হয়েছে।’ ক্যাপশন শেষে হাসির ইমোজি জুড়ে দিয়েছেন তিনি। নাগিন ড্যান্স, নিদাহাস ট্রফি-এই দুটো ছবি হ্যাশট্যাগ দিয়েছেন ভারতের এই উইকেটরক্ষক ব্যাটার।

চতুর্থ আম্পায়ারের চেষ্টার গতকাল মাঠ ছাড়ে সাপ। এরপর বোলিং চালিয়ে যান সাকিব। মাঠে সাপ ঢোকার এই ভিডিও পোস্ট দিয়ে রসিকতা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে গতকাল দেরী করেনি শ্রীলঙ্কা ক্রিকেট। শ্রীলঙ্কা ক্রিকেট তাদের ফেসবুক পেজে ক্যাপশন দিয়েছে, ‘এই যে, আগন্তুক। আপনার পরিচয়পত্র কোথায়? এমনকি শ্রীলঙ্কান বন্য প্রাণীও এলপিএল না দেখে থাকতে পারল না।’  গল-ডাম্বুলার ম্যাচটি বেশ রোমাঞ্চ ছড়িয়েছিল। সুপার ওভারে গড়ানো ম্যাচে জিতেছিল গল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত