মাঠে হুটহাট পশুপাখি ঢুকে পড়া নতুন কোনো ঘটনা নয়। এমনকি অনেক সময় দীর্ঘক্ষণ খেলা বন্ধও রাখতে হয়। এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) মাঠে হঠাৎ করে ঢুকে পড়েছে সাপ।
কলম্বোর প্রেমাদাসায় গতকাল এলপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল গল টাইটানস ও ডাম্বুলা অরা। গলের দেওয়া ১৮১ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল ডাম্বুলা। ইনিংসের পঞ্চম ওভারে বোলিং করতে এসেছিলেন গলের হয়ে খেলা সাকিব আল হাসান। তখনই মাঠে সাপ ঢুকে পড়ে। মাঠে সাপের চলাফেরার ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। সাপ দেখে দিনেশ কার্তিকের যেন নিদাহাস ট্রফির কথা মনে পড়ে যায়। ২০১৮ নিদাহাস ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দল নাগিন ড্যান্স করে ভাইরাল হয়েছিল। সাপের ছবি স্ক্রিনশট নিয়ে কার্তিক গতকাল টুইট করেছেন, ‘নাগিন ফিরে এসেছে। আমি ভেবেছিলাম এটা বাংলাদেশে হয়েছে।’ ক্যাপশন শেষে হাসির ইমোজি জুড়ে দিয়েছেন তিনি। নাগিন ড্যান্স, নিদাহাস ট্রফি-এই দুটো ছবি হ্যাশট্যাগ দিয়েছেন ভারতের এই উইকেটরক্ষক ব্যাটার।
চতুর্থ আম্পায়ারের চেষ্টার গতকাল মাঠ ছাড়ে সাপ। এরপর বোলিং চালিয়ে যান সাকিব। মাঠে সাপ ঢোকার এই ভিডিও পোস্ট দিয়ে রসিকতা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে গতকাল দেরী করেনি শ্রীলঙ্কা ক্রিকেট। শ্রীলঙ্কা ক্রিকেট তাদের ফেসবুক পেজে ক্যাপশন দিয়েছে, ‘এই যে, আগন্তুক। আপনার পরিচয়পত্র কোথায়? এমনকি শ্রীলঙ্কান বন্য প্রাণীও এলপিএল না দেখে থাকতে পারল না।’ গল-ডাম্বুলার ম্যাচটি বেশ রোমাঞ্চ ছড়িয়েছিল। সুপার ওভারে গড়ানো ম্যাচে জিতেছিল গল।
মাঠে হুটহাট পশুপাখি ঢুকে পড়া নতুন কোনো ঘটনা নয়। এমনকি অনেক সময় দীর্ঘক্ষণ খেলা বন্ধও রাখতে হয়। এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) মাঠে হঠাৎ করে ঢুকে পড়েছে সাপ।
কলম্বোর প্রেমাদাসায় গতকাল এলপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল গল টাইটানস ও ডাম্বুলা অরা। গলের দেওয়া ১৮১ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল ডাম্বুলা। ইনিংসের পঞ্চম ওভারে বোলিং করতে এসেছিলেন গলের হয়ে খেলা সাকিব আল হাসান। তখনই মাঠে সাপ ঢুকে পড়ে। মাঠে সাপের চলাফেরার ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। সাপ দেখে দিনেশ কার্তিকের যেন নিদাহাস ট্রফির কথা মনে পড়ে যায়। ২০১৮ নিদাহাস ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দল নাগিন ড্যান্স করে ভাইরাল হয়েছিল। সাপের ছবি স্ক্রিনশট নিয়ে কার্তিক গতকাল টুইট করেছেন, ‘নাগিন ফিরে এসেছে। আমি ভেবেছিলাম এটা বাংলাদেশে হয়েছে।’ ক্যাপশন শেষে হাসির ইমোজি জুড়ে দিয়েছেন তিনি। নাগিন ড্যান্স, নিদাহাস ট্রফি-এই দুটো ছবি হ্যাশট্যাগ দিয়েছেন ভারতের এই উইকেটরক্ষক ব্যাটার।
চতুর্থ আম্পায়ারের চেষ্টার গতকাল মাঠ ছাড়ে সাপ। এরপর বোলিং চালিয়ে যান সাকিব। মাঠে সাপ ঢোকার এই ভিডিও পোস্ট দিয়ে রসিকতা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে গতকাল দেরী করেনি শ্রীলঙ্কা ক্রিকেট। শ্রীলঙ্কা ক্রিকেট তাদের ফেসবুক পেজে ক্যাপশন দিয়েছে, ‘এই যে, আগন্তুক। আপনার পরিচয়পত্র কোথায়? এমনকি শ্রীলঙ্কান বন্য প্রাণীও এলপিএল না দেখে থাকতে পারল না।’ গল-ডাম্বুলার ম্যাচটি বেশ রোমাঞ্চ ছড়িয়েছিল। সুপার ওভারে গড়ানো ম্যাচে জিতেছিল গল।
নারী কাবাডি বিশ্বকাপের জন্য আজ দুপুর দেড়টায় সংবাদ সম্মেলেনে দল ঘোষণা করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কিন্তু বিকেল তিনটার পর শুনল বিশ্বকাপ স্থগিতের খবর। এনিয়ে দ্বিতীয়বার পেছাল বিশ্বকাপের সূচি।
২৫ মিনিট আগেফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
৪৪ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
২ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগে