রোমাঞ্চ, বিতর্ক, উত্তাপ—কী নেই এবারের অ্যাশেজে। বিশেষ করে লন্ডনে এসব ঘটনা বেশিই ঘটছে। আলোচিত ঘটনাগুলো হচ্ছে লন্ডনের ভেন্যুগুলোতে।
লন্ডনের ওভালে আজ অ্যাশেজের পঞ্চম টেস্টের শেষ দিনের খেলা চলছে। গত পরশু (তৃতীয় দিন) গ্যালারিতে ক্রিকেটার-দর্শকের হালকা কথা কাটাকাটি হয়েছে। দ্বিতীয় ইনিংসের ৯ উইকেটে ৩৮৯ রানের খেলা তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। সেদিন ম্যাচ শেষে গ্যালারিতে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। মারনাস লাবুশেনকে উদ্দেশ্য করে এক ইংলিশ দর্শককে বলতে শোনা গেছে, ‘আপনি বোরিং (বিরক্তিকর)।’
কথাটা কানে এলে দাঁড়িয়ে যান লাবুশেন। অস্ট্রেলিয়ার এই ব্যাটার পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি কি কিছু বলেছেন?’ লাবুশেনের পেছনে ছিলেন উসমান খাজা। দর্শক ও লাবুশেনের মাঝে হস্তক্ষেপ করেন খাজা এবং অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার দর্শককে শান্ত হতে বলেন। অস্ট্রেলিয়ার এক সাংবাদিক পিটার ম্যাককরমিকের ভিডিওতে দেখা গেছে সেদিনের ঘটনা।
এর আগে লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট বেশ উত্তাপ ছড়িয়েছিল। লাঞ্চের আগে জনি বেয়ারস্টোর স্টাম্পিং আউট নিয়ে শুরু হয় বিতর্ক। এরপর লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদ্দেশ্য করে লর্ডসের গ্যালারি থেকে এসেছে দুয়োধ্বনি। যার রেশ বজায় থেকেছে লর্ডসের লং রুমেও। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, এমসিসির সদস্যদের সঙ্গে খাজা ও ডেভিড ওয়ার্নারের কথা কাটাকাটি হয়েছে। এমসিসির তিন সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।
রোমাঞ্চ, বিতর্ক, উত্তাপ—কী নেই এবারের অ্যাশেজে। বিশেষ করে লন্ডনে এসব ঘটনা বেশিই ঘটছে। আলোচিত ঘটনাগুলো হচ্ছে লন্ডনের ভেন্যুগুলোতে।
লন্ডনের ওভালে আজ অ্যাশেজের পঞ্চম টেস্টের শেষ দিনের খেলা চলছে। গত পরশু (তৃতীয় দিন) গ্যালারিতে ক্রিকেটার-দর্শকের হালকা কথা কাটাকাটি হয়েছে। দ্বিতীয় ইনিংসের ৯ উইকেটে ৩৮৯ রানের খেলা তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। সেদিন ম্যাচ শেষে গ্যালারিতে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। মারনাস লাবুশেনকে উদ্দেশ্য করে এক ইংলিশ দর্শককে বলতে শোনা গেছে, ‘আপনি বোরিং (বিরক্তিকর)।’
কথাটা কানে এলে দাঁড়িয়ে যান লাবুশেন। অস্ট্রেলিয়ার এই ব্যাটার পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি কি কিছু বলেছেন?’ লাবুশেনের পেছনে ছিলেন উসমান খাজা। দর্শক ও লাবুশেনের মাঝে হস্তক্ষেপ করেন খাজা এবং অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার দর্শককে শান্ত হতে বলেন। অস্ট্রেলিয়ার এক সাংবাদিক পিটার ম্যাককরমিকের ভিডিওতে দেখা গেছে সেদিনের ঘটনা।
এর আগে লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট বেশ উত্তাপ ছড়িয়েছিল। লাঞ্চের আগে জনি বেয়ারস্টোর স্টাম্পিং আউট নিয়ে শুরু হয় বিতর্ক। এরপর লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদ্দেশ্য করে লর্ডসের গ্যালারি থেকে এসেছে দুয়োধ্বনি। যার রেশ বজায় থেকেছে লর্ডসের লং রুমেও। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, এমসিসির সদস্যদের সঙ্গে খাজা ও ডেভিড ওয়ার্নারের কথা কাটাকাটি হয়েছে। এমসিসির তিন সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।
নারী কাবাডি বিশ্বকাপের জন্য আজ দুপুর দেড়টায় সংবাদ সম্মেলেনে দল ঘোষণা করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কিন্তু বিকেল তিনটার পর শুনল বিশ্বকাপ স্থগিতের খবর। এনিয়ে দ্বিতীয়বার পেছাল বিশ্বকাপের সূচি।
২৫ মিনিট আগেফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
৪৪ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
২ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগে