ফিরলেন, খেললেন আবার টেস্টকে বিদায় জানালেন মঈন আলী। বেন স্টোকসের অনুরোধে অবসর ভেঙে অ্যাশেজ দিয়ে টেস্টে ফিরেছিলেন মঈন। কিন্তু ফেরাকে আর দীর্ঘায়িত করলেন না ইংল্যান্ড অলরাউন্ডার। দেড় মাসের মধ্যে এবার চিরদিনের জন্য বিদায় বললেন ইংল্যান্ড অলরাউন্ডার।
গতকাল মর্যাদাপূর্ণ সিরিজটি শেষ হওয়ার পরেই বিদায় জানান মঈন। যেন নিজের দায়িত্ব শেষ করেছেন তিনি। ওভাল টেস্টে অবশ্য ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ অবদানই রেখেছেন। চতুর্থ ইনিংসে তাঁর নেওয়া ৩ উইকেট দলকে জয়ের ভিত গড়ে দিয়েছে। সঙ্গে দুই ইনিংস মিলিয়ে কার্যকর ৬৩ রান। এতে করে সিরিজ ২-২ সমতায় শেষ হয়েছে।
স্টুয়ার্ট ব্রডের দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানার দিনে টেস্টকে এবার চিরদিনের জন্য বিদায় জানিয়েছেন মঈন। বিদায় নিয়ে মজাও করেছেন তিনি। স্কাই স্পোর্টসকে তিনি বলেছেন, ‘জানি আমার কাজ শেষ। স্টোকসি আবার আমাকে মেসেজ (ফেরার মেসেজ) পাঠালে তা ডিলিট করে দেব। ফেরাটা উপভোগ করেছি এবং এভাবে শেষ করতে পারাটা দারুণ কিছু।’
৬৮ টেস্টের ক্যারিয়ারে ৩০৯৪ রানের পাশাপাশি বোলিংয়ে ২০৪ উইকেট নিয়েছেন মঈন। টেস্টের ড্রেসিংরুম আবারও শেয়ার করতে পেরে তিনি দারুণ খুশি। সেটিও আবার জয় দিয়ে। ৩৬ বছর বয়সী তারকা বলেছেন, ‘ফেরাটা দুর্দান্ত ছিল। যখন স্টোকসি আমাকে মেসেজ (ফেরার বার্তা) করেছিল তখন কিছুটা হতবাক হয়েছিলাম। তবে হ্যাঁ বলার পর পুরোপুরি খেলার মধ্যে ছিলাম। স্টোকসি এবং বাজের (ম্যাককালাম) অধীনে খেলতে পারার অভিজ্ঞতা অবিশ্বাস্য এবং এটি পছন্দ করেছি। বাকি জীবনে কখনো ভুলব না। হ্যাঁ বলতে পেরে আমি ভীষণ খুশি।’
ফিরলেন, খেললেন আবার টেস্টকে বিদায় জানালেন মঈন আলী। বেন স্টোকসের অনুরোধে অবসর ভেঙে অ্যাশেজ দিয়ে টেস্টে ফিরেছিলেন মঈন। কিন্তু ফেরাকে আর দীর্ঘায়িত করলেন না ইংল্যান্ড অলরাউন্ডার। দেড় মাসের মধ্যে এবার চিরদিনের জন্য বিদায় বললেন ইংল্যান্ড অলরাউন্ডার।
গতকাল মর্যাদাপূর্ণ সিরিজটি শেষ হওয়ার পরেই বিদায় জানান মঈন। যেন নিজের দায়িত্ব শেষ করেছেন তিনি। ওভাল টেস্টে অবশ্য ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ অবদানই রেখেছেন। চতুর্থ ইনিংসে তাঁর নেওয়া ৩ উইকেট দলকে জয়ের ভিত গড়ে দিয়েছে। সঙ্গে দুই ইনিংস মিলিয়ে কার্যকর ৬৩ রান। এতে করে সিরিজ ২-২ সমতায় শেষ হয়েছে।
স্টুয়ার্ট ব্রডের দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানার দিনে টেস্টকে এবার চিরদিনের জন্য বিদায় জানিয়েছেন মঈন। বিদায় নিয়ে মজাও করেছেন তিনি। স্কাই স্পোর্টসকে তিনি বলেছেন, ‘জানি আমার কাজ শেষ। স্টোকসি আবার আমাকে মেসেজ (ফেরার মেসেজ) পাঠালে তা ডিলিট করে দেব। ফেরাটা উপভোগ করেছি এবং এভাবে শেষ করতে পারাটা দারুণ কিছু।’
৬৮ টেস্টের ক্যারিয়ারে ৩০৯৪ রানের পাশাপাশি বোলিংয়ে ২০৪ উইকেট নিয়েছেন মঈন। টেস্টের ড্রেসিংরুম আবারও শেয়ার করতে পেরে তিনি দারুণ খুশি। সেটিও আবার জয় দিয়ে। ৩৬ বছর বয়সী তারকা বলেছেন, ‘ফেরাটা দুর্দান্ত ছিল। যখন স্টোকসি আমাকে মেসেজ (ফেরার বার্তা) করেছিল তখন কিছুটা হতবাক হয়েছিলাম। তবে হ্যাঁ বলার পর পুরোপুরি খেলার মধ্যে ছিলাম। স্টোকসি এবং বাজের (ম্যাককালাম) অধীনে খেলতে পারার অভিজ্ঞতা অবিশ্বাস্য এবং এটি পছন্দ করেছি। বাকি জীবনে কখনো ভুলব না। হ্যাঁ বলতে পেরে আমি ভীষণ খুশি।’
নারী কাবাডি বিশ্বকাপের জন্য আজ দুপুর দেড়টায় সংবাদ সম্মেলেনে দল ঘোষণা করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কিন্তু বিকেল তিনটার পর শুনল বিশ্বকাপ স্থগিতের খবর। এনিয়ে দ্বিতীয়বার পেছাল বিশ্বকাপের সূচি।
২৫ মিনিট আগেফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
৪৪ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
২ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগে