ক্রীড়া ডেস্ক
ফিরলেন, খেললেন আবার টেস্টকে বিদায় জানালেন মঈন আলী। বেন স্টোকসের অনুরোধে অবসর ভেঙে অ্যাশেজ দিয়ে টেস্টে ফিরেছিলেন মঈন। কিন্তু ফেরাকে আর দীর্ঘায়িত করলেন না ইংল্যান্ড অলরাউন্ডার। দেড় মাসের মধ্যে এবার চিরদিনের জন্য বিদায় বললেন ইংল্যান্ড অলরাউন্ডার।
গতকাল মর্যাদাপূর্ণ সিরিজটি শেষ হওয়ার পরেই বিদায় জানান মঈন। যেন নিজের দায়িত্ব শেষ করেছেন তিনি। ওভাল টেস্টে অবশ্য ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ অবদানই রেখেছেন। চতুর্থ ইনিংসে তাঁর নেওয়া ৩ উইকেট দলকে জয়ের ভিত গড়ে দিয়েছে। সঙ্গে দুই ইনিংস মিলিয়ে কার্যকর ৬৩ রান। এতে করে সিরিজ ২-২ সমতায় শেষ হয়েছে।
স্টুয়ার্ট ব্রডের দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানার দিনে টেস্টকে এবার চিরদিনের জন্য বিদায় জানিয়েছেন মঈন। বিদায় নিয়ে মজাও করেছেন তিনি। স্কাই স্পোর্টসকে তিনি বলেছেন, ‘জানি আমার কাজ শেষ। স্টোকসি আবার আমাকে মেসেজ (ফেরার মেসেজ) পাঠালে তা ডিলিট করে দেব। ফেরাটা উপভোগ করেছি এবং এভাবে শেষ করতে পারাটা দারুণ কিছু।’
৬৮ টেস্টের ক্যারিয়ারে ৩০৯৪ রানের পাশাপাশি বোলিংয়ে ২০৪ উইকেট নিয়েছেন মঈন। টেস্টের ড্রেসিংরুম আবারও শেয়ার করতে পেরে তিনি দারুণ খুশি। সেটিও আবার জয় দিয়ে। ৩৬ বছর বয়সী তারকা বলেছেন, ‘ফেরাটা দুর্দান্ত ছিল। যখন স্টোকসি আমাকে মেসেজ (ফেরার বার্তা) করেছিল তখন কিছুটা হতবাক হয়েছিলাম। তবে হ্যাঁ বলার পর পুরোপুরি খেলার মধ্যে ছিলাম। স্টোকসি এবং বাজের (ম্যাককালাম) অধীনে খেলতে পারার অভিজ্ঞতা অবিশ্বাস্য এবং এটি পছন্দ করেছি। বাকি জীবনে কখনো ভুলব না। হ্যাঁ বলতে পেরে আমি ভীষণ খুশি।’
ফিরলেন, খেললেন আবার টেস্টকে বিদায় জানালেন মঈন আলী। বেন স্টোকসের অনুরোধে অবসর ভেঙে অ্যাশেজ দিয়ে টেস্টে ফিরেছিলেন মঈন। কিন্তু ফেরাকে আর দীর্ঘায়িত করলেন না ইংল্যান্ড অলরাউন্ডার। দেড় মাসের মধ্যে এবার চিরদিনের জন্য বিদায় বললেন ইংল্যান্ড অলরাউন্ডার।
গতকাল মর্যাদাপূর্ণ সিরিজটি শেষ হওয়ার পরেই বিদায় জানান মঈন। যেন নিজের দায়িত্ব শেষ করেছেন তিনি। ওভাল টেস্টে অবশ্য ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ অবদানই রেখেছেন। চতুর্থ ইনিংসে তাঁর নেওয়া ৩ উইকেট দলকে জয়ের ভিত গড়ে দিয়েছে। সঙ্গে দুই ইনিংস মিলিয়ে কার্যকর ৬৩ রান। এতে করে সিরিজ ২-২ সমতায় শেষ হয়েছে।
স্টুয়ার্ট ব্রডের দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানার দিনে টেস্টকে এবার চিরদিনের জন্য বিদায় জানিয়েছেন মঈন। বিদায় নিয়ে মজাও করেছেন তিনি। স্কাই স্পোর্টসকে তিনি বলেছেন, ‘জানি আমার কাজ শেষ। স্টোকসি আবার আমাকে মেসেজ (ফেরার মেসেজ) পাঠালে তা ডিলিট করে দেব। ফেরাটা উপভোগ করেছি এবং এভাবে শেষ করতে পারাটা দারুণ কিছু।’
৬৮ টেস্টের ক্যারিয়ারে ৩০৯৪ রানের পাশাপাশি বোলিংয়ে ২০৪ উইকেট নিয়েছেন মঈন। টেস্টের ড্রেসিংরুম আবারও শেয়ার করতে পেরে তিনি দারুণ খুশি। সেটিও আবার জয় দিয়ে। ৩৬ বছর বয়সী তারকা বলেছেন, ‘ফেরাটা দুর্দান্ত ছিল। যখন স্টোকসি আমাকে মেসেজ (ফেরার বার্তা) করেছিল তখন কিছুটা হতবাক হয়েছিলাম। তবে হ্যাঁ বলার পর পুরোপুরি খেলার মধ্যে ছিলাম। স্টোকসি এবং বাজের (ম্যাককালাম) অধীনে খেলতে পারার অভিজ্ঞতা অবিশ্বাস্য এবং এটি পছন্দ করেছি। বাকি জীবনে কখনো ভুলব না। হ্যাঁ বলতে পেরে আমি ভীষণ খুশি।’
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৮ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
২০ ঘণ্টা আগে