ফিরলেন, খেললেন আবার টেস্টকে বিদায় জানালেন মঈন আলী। বেন স্টোকসের অনুরোধে অবসর ভেঙে অ্যাশেজ দিয়ে টেস্টে ফিরেছিলেন মঈন। কিন্তু ফেরাকে আর দীর্ঘায়িত করলেন না ইংল্যান্ড অলরাউন্ডার। দেড় মাসের মধ্যে এবার চিরদিনের জন্য বিদায় বললেন ইংল্যান্ড অলরাউন্ডার।
গতকাল মর্যাদাপূর্ণ সিরিজটি শেষ হওয়ার পরেই বিদায় জানান মঈন। যেন নিজের দায়িত্ব শেষ করেছেন তিনি। ওভাল টেস্টে অবশ্য ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ অবদানই রেখেছেন। চতুর্থ ইনিংসে তাঁর নেওয়া ৩ উইকেট দলকে জয়ের ভিত গড়ে দিয়েছে। সঙ্গে দুই ইনিংস মিলিয়ে কার্যকর ৬৩ রান। এতে করে সিরিজ ২-২ সমতায় শেষ হয়েছে।
স্টুয়ার্ট ব্রডের দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানার দিনে টেস্টকে এবার চিরদিনের জন্য বিদায় জানিয়েছেন মঈন। বিদায় নিয়ে মজাও করেছেন তিনি। স্কাই স্পোর্টসকে তিনি বলেছেন, ‘জানি আমার কাজ শেষ। স্টোকসি আবার আমাকে মেসেজ (ফেরার মেসেজ) পাঠালে তা ডিলিট করে দেব। ফেরাটা উপভোগ করেছি এবং এভাবে শেষ করতে পারাটা দারুণ কিছু।’
৬৮ টেস্টের ক্যারিয়ারে ৩০৯৪ রানের পাশাপাশি বোলিংয়ে ২০৪ উইকেট নিয়েছেন মঈন। টেস্টের ড্রেসিংরুম আবারও শেয়ার করতে পেরে তিনি দারুণ খুশি। সেটিও আবার জয় দিয়ে। ৩৬ বছর বয়সী তারকা বলেছেন, ‘ফেরাটা দুর্দান্ত ছিল। যখন স্টোকসি আমাকে মেসেজ (ফেরার বার্তা) করেছিল তখন কিছুটা হতবাক হয়েছিলাম। তবে হ্যাঁ বলার পর পুরোপুরি খেলার মধ্যে ছিলাম। স্টোকসি এবং বাজের (ম্যাককালাম) অধীনে খেলতে পারার অভিজ্ঞতা অবিশ্বাস্য এবং এটি পছন্দ করেছি। বাকি জীবনে কখনো ভুলব না। হ্যাঁ বলতে পেরে আমি ভীষণ খুশি।’
ফিরলেন, খেললেন আবার টেস্টকে বিদায় জানালেন মঈন আলী। বেন স্টোকসের অনুরোধে অবসর ভেঙে অ্যাশেজ দিয়ে টেস্টে ফিরেছিলেন মঈন। কিন্তু ফেরাকে আর দীর্ঘায়িত করলেন না ইংল্যান্ড অলরাউন্ডার। দেড় মাসের মধ্যে এবার চিরদিনের জন্য বিদায় বললেন ইংল্যান্ড অলরাউন্ডার।
গতকাল মর্যাদাপূর্ণ সিরিজটি শেষ হওয়ার পরেই বিদায় জানান মঈন। যেন নিজের দায়িত্ব শেষ করেছেন তিনি। ওভাল টেস্টে অবশ্য ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ অবদানই রেখেছেন। চতুর্থ ইনিংসে তাঁর নেওয়া ৩ উইকেট দলকে জয়ের ভিত গড়ে দিয়েছে। সঙ্গে দুই ইনিংস মিলিয়ে কার্যকর ৬৩ রান। এতে করে সিরিজ ২-২ সমতায় শেষ হয়েছে।
স্টুয়ার্ট ব্রডের দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানার দিনে টেস্টকে এবার চিরদিনের জন্য বিদায় জানিয়েছেন মঈন। বিদায় নিয়ে মজাও করেছেন তিনি। স্কাই স্পোর্টসকে তিনি বলেছেন, ‘জানি আমার কাজ শেষ। স্টোকসি আবার আমাকে মেসেজ (ফেরার মেসেজ) পাঠালে তা ডিলিট করে দেব। ফেরাটা উপভোগ করেছি এবং এভাবে শেষ করতে পারাটা দারুণ কিছু।’
৬৮ টেস্টের ক্যারিয়ারে ৩০৯৪ রানের পাশাপাশি বোলিংয়ে ২০৪ উইকেট নিয়েছেন মঈন। টেস্টের ড্রেসিংরুম আবারও শেয়ার করতে পেরে তিনি দারুণ খুশি। সেটিও আবার জয় দিয়ে। ৩৬ বছর বয়সী তারকা বলেছেন, ‘ফেরাটা দুর্দান্ত ছিল। যখন স্টোকসি আমাকে মেসেজ (ফেরার বার্তা) করেছিল তখন কিছুটা হতবাক হয়েছিলাম। তবে হ্যাঁ বলার পর পুরোপুরি খেলার মধ্যে ছিলাম। স্টোকসি এবং বাজের (ম্যাককালাম) অধীনে খেলতে পারার অভিজ্ঞতা অবিশ্বাস্য এবং এটি পছন্দ করেছি। বাকি জীবনে কখনো ভুলব না। হ্যাঁ বলতে পেরে আমি ভীষণ খুশি।’
৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ জেলা। ৩ দিনের ম্যাচে কুমিল্লা জেলাকে ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
২ ঘণ্টা আগেভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়া-নেইমারদের নতুন কোচ কে? এই প্রশ্নে শেষ হয়ে আসছে অপেক্ষার পালা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে নাম ঘোষণা করতে পারে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
২ ঘণ্টা আগেপাসপোর্ট হাতে পাওয়ার মাত্র একদিনের ভেতরই ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়ে গেলেন সমিত সোম। তাই বাংলাদেশের জার্সিতে খেলতে আর বাধা নেই তাঁর। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে এএফসি এশিয়া কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়ার
৩ ঘণ্টা আগেকানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশের পাসপোর্টও হাতে পেয়েছেন সোমিত সোম। বাকি রইল শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। সেটি পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তাঁর। এর মধ্যেই সোমিত পেয়েছেন আরেকটি সুখবর। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়
৩ ঘণ্টা আগে