Ajker Patrika

ওয়ার্নারদের সঙ্গে বিতর্কে জড়িয়ে শাস্তি পেলেন এমসিসির তিন সদস্য 

ওয়ার্নারদের সঙ্গে বিতর্কে জড়িয়ে শাস্তি পেলেন এমসিসির তিন সদস্য 

অ্যাশেজে মাঠে ও বাইরে উত্তেজনা ছড়াবে, সেটাই স্বাভাবিক। তেমনটাই হয়েছিল গত অ্যাশেজে। লর্ডস টেস্টে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সঙ্গে বাগ্-বিতণ্ডায় জড়ান মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) কয়েকজন। অজি ক্রিকেটারদের সঙ্গে এমন আচরণের জন্য এবার শাস্তি পাচ্ছেন এমসিসির তিন সদস্য।

সফরকারীদের সঙ্গে এমন কুৎসিত আচরণের জন্য একজনকে বহিষ্কার এবং দুজনকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গতকাল খবরটি নিশ্চিত করেছে এএফপি।

গত ০২ জুলাই লন্ডন গ্রাউন্ডে লর্ডস টেস্টের পঞ্চম ও শেষ দিনে ইংলিশ ব্যাটার-উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর বিতর্কিত রানআউটের পর সফরকারী খেলোয়াড়েরা প্যাভিলিয়নে ফেরার সময় এমসিসি সদস্যরা তাঁদের কটুকথা বলেন, দুই পক্ষই জড়িয়ে পড়ে বিবাদে।

বল ডেড হয়েছে ভেবে স্ট্রাইক প্রান্তে থাকা বেয়ারস্টো ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন আনমনে। সেই সুযোগে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি বল স্টাম্পে ছুড়ে মারেন। ইংলিশ ব্যাটারকে এভাবে আউট করাটা মেনে নিতে পারেননি ইংলিশ সমর্থকেরা। তাৎক্ষণিকভাবে সেটির প্রতিক্রিয়া দেখান তারা। সফরকারী ক্রিকেটাররা বিবাদে জড়ান লর্ডসের প্যাভিলিয়নে, যেটা আবার এমসিসির হেডকোয়ার্টারও। অজিরা যখন মধ্যাহ্নভোজের জন্য ড্রেসিংরুমে ফিরছিলেন ওই সময় ঘটে এই ঘটনা।

টেলিভিশন ক্যামেরায় দেখা যায়, দুই অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারকে উদ্দেশ্য করে কিছু বলছেন এমসিসির সদস্যরা। দুই পক্ষকে বেশ উত্তেজিত দেখা যায়। যেটাকে এমসিসি জানিয়েছে, এটি ক্লাবের জন্য অত্যন্ত বিব্রতকর ঘটনা এবং ক্রিকেট স্পিরিটের পরিপন্থী। পূর্ণ তদন্তের সাপেক্ষে দ্রুত নিষিদ্ধ করা হয় এই তিন সদস্যকে।

অ্যাশেজের লর্ডসের এই ঘটনা অবশ্য খেলোয়াড় ও ক্রিকেটারদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এই বিতর্কে যোগ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত