Ajker Patrika

ধর্ষণ মামলায় আটক জহির আজীবন নিষিদ্ধ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ২৩: ২৪
ধর্ষণ মামলায় আটক জহির আজীবন নিষিদ্ধ 

টোকিও অলিম্পিকে অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন জহির রায়হান। বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার ছয় মাসের মধ্যেই কালো অধ্যায়ে নাম উঠে গেছে এই অ্যাথলেটের। 

ধর্ষণ মামলায় কারাগারে যাওয়া এবং বিনা অনুমতিতে প্রশিক্ষন শিবিরে অনুপস্থিত থাকায় টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করা অ্যাথলেট জহির রায়হানকে অর্নিদিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। আজ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ এনে ২০১৯ সালে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে জহিরের বিরুদ্ধে মামলা করেন এক নারী অ্যাথলেট। উচ্চতর আদালত থেকে জামিন নিয়ে গত পরশু বুধবার আদালতে আত্মসমর্পণ করেছিলেন জহির কিন্তু তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত। 

আজ রাতে ফেডারেশনের এক বিবৃতিতে জানানো হয়নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে যাওয়া এবং বিনা অনুমতিতে প্রশিক্ষন শিবিরে অনুপস্থিত থাকায় জহির রায়হান নৈতিক স্খলন, শৃঙ্খলা ভঙ্গ করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কোনোরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না জহির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত