নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেষ মিনিট পর্যন্ত মেরিনার ইয়াংস এগিয়ে ৩-২ গোলে। ম্যাচটা জয় বা ড্র হলেই নিশ্চিত হবে মেরিনার্সের দ্বিতীয় লিগ শিরোপা। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে যখন লিগ জয়ের স্বপ্ন দেখছে মেরিনার্স তখনই জ্বলে উঠলেন খোরশেদুর রহমান। শেষ মিনিটে তাঁর জোড়া গোলে ৪-৩ গোলের রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে আবাহনী।
আবাহনীর এই জয়ে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রিমিয়ার ডিভিশন হকি লিগের শিরোপার লড়াই। লিগের প্রথম হারে ১৪ ম্যাচে মেরিনার্সের পয়েন্ট এখন ৩৯। ১৫ ম্যাচে সমান পয়েন্ট আবাহনীরও। লিগে মেরিনার্স তাদের শেষ ম্যাচ খেলবে মোহামেডানের বিপক্ষে। সেই ম্যাচে জয়-ড্র পেলেই চলবে মেরিনার্সের। আর হেরে গেলে মোহামেডান-মেরিনার্স আর আবাহনীর পয়েন্ট সমান ৩৯ হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে তিন দল প্লে-অফে খেলবে একে অপরের বিপক্ষে।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ সপ্তম মিনিটে বৃত্তের বাইরে থেকে বিয়র্ন কেলারমানের হিট সরাসরি ঠিকানা খুঁজে পেলে গোল দেন রেফারি। কিন্তু প্রশ্ন ওঠে কেলারমানের শট বৃত্তের ভেতর থাকা রোমান সরকারের স্টিক ছুঁয়েছিল কিনা। রিভিউয়ে দেখা যায় রোমানের স্টিক স্পর্শ করেনি বল। বাতিল হয় গোল। এই সিদ্ধান্তের জেরে খেলা বন্ধ থাকে আধ ঘণ্টারও বেশি সময়। পুনরায় খেলা শুরুর পরপরই পেনাল্টি স্ট্রোক থেকে আবাহনীকে এগিয়ে নেন কেলারমান।
পঞ্চদশ মিনিটের পেনাল্টি কর্নার থেকে সমতায় ফিরে মেরিনার্স। মিলন হোসেনের পুশ সুখজিৎ সিং স্টপ করার পর সোহানুর রহমান সোহানের হিট জাল খুঁজে নেয়। তিন মিনিট পর পেনাল্টি কর্নারে থেকে সরাসরি গোল না পেলেও ওই আক্রমণ থেকে ব্যবধান বাড়ান সোহানুর।
২৫তম মিনিটে মরিস আলফন্সের গোলে সমতায় ফিরে আবাহনী। কিন্তু একটু পরই প্রতিপক্ষের স্বস্তি কেড়ে নেয় মেরিনার্স। পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূরণ করেন সোহানুর।
সমতা ফেরাতে মরিয়া আবাহনী শেষ ১৫ মিনিটে করেছে একের পর এক আক্রমণ। খেলার অন্তিম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোলও করেন ফরোয়ার্ড খোরশেদুর রহমান। খেলা শেষ হতে বাকি যখন বাকি মাত্র দুই সেকেন্ড তখন আবারও পেনাল্টি কর্নার পায় আকাশি-নীলরা। সেই পেনাল্টি কর্নার থেকে আবারও গোল করে মেরিনার্সের অপেক্ষা বাড়ান খোরশেদুর রহমান।
শেষ মিনিট পর্যন্ত মেরিনার ইয়াংস এগিয়ে ৩-২ গোলে। ম্যাচটা জয় বা ড্র হলেই নিশ্চিত হবে মেরিনার্সের দ্বিতীয় লিগ শিরোপা। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে যখন লিগ জয়ের স্বপ্ন দেখছে মেরিনার্স তখনই জ্বলে উঠলেন খোরশেদুর রহমান। শেষ মিনিটে তাঁর জোড়া গোলে ৪-৩ গোলের রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে আবাহনী।
আবাহনীর এই জয়ে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রিমিয়ার ডিভিশন হকি লিগের শিরোপার লড়াই। লিগের প্রথম হারে ১৪ ম্যাচে মেরিনার্সের পয়েন্ট এখন ৩৯। ১৫ ম্যাচে সমান পয়েন্ট আবাহনীরও। লিগে মেরিনার্স তাদের শেষ ম্যাচ খেলবে মোহামেডানের বিপক্ষে। সেই ম্যাচে জয়-ড্র পেলেই চলবে মেরিনার্সের। আর হেরে গেলে মোহামেডান-মেরিনার্স আর আবাহনীর পয়েন্ট সমান ৩৯ হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে তিন দল প্লে-অফে খেলবে একে অপরের বিপক্ষে।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ সপ্তম মিনিটে বৃত্তের বাইরে থেকে বিয়র্ন কেলারমানের হিট সরাসরি ঠিকানা খুঁজে পেলে গোল দেন রেফারি। কিন্তু প্রশ্ন ওঠে কেলারমানের শট বৃত্তের ভেতর থাকা রোমান সরকারের স্টিক ছুঁয়েছিল কিনা। রিভিউয়ে দেখা যায় রোমানের স্টিক স্পর্শ করেনি বল। বাতিল হয় গোল। এই সিদ্ধান্তের জেরে খেলা বন্ধ থাকে আধ ঘণ্টারও বেশি সময়। পুনরায় খেলা শুরুর পরপরই পেনাল্টি স্ট্রোক থেকে আবাহনীকে এগিয়ে নেন কেলারমান।
পঞ্চদশ মিনিটের পেনাল্টি কর্নার থেকে সমতায় ফিরে মেরিনার্স। মিলন হোসেনের পুশ সুখজিৎ সিং স্টপ করার পর সোহানুর রহমান সোহানের হিট জাল খুঁজে নেয়। তিন মিনিট পর পেনাল্টি কর্নারে থেকে সরাসরি গোল না পেলেও ওই আক্রমণ থেকে ব্যবধান বাড়ান সোহানুর।
২৫তম মিনিটে মরিস আলফন্সের গোলে সমতায় ফিরে আবাহনী। কিন্তু একটু পরই প্রতিপক্ষের স্বস্তি কেড়ে নেয় মেরিনার্স। পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূরণ করেন সোহানুর।
সমতা ফেরাতে মরিয়া আবাহনী শেষ ১৫ মিনিটে করেছে একের পর এক আক্রমণ। খেলার অন্তিম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোলও করেন ফরোয়ার্ড খোরশেদুর রহমান। খেলা শেষ হতে বাকি যখন বাকি মাত্র দুই সেকেন্ড তখন আবারও পেনাল্টি কর্নার পায় আকাশি-নীলরা। সেই পেনাল্টি কর্নার থেকে আবারও গোল করে মেরিনার্সের অপেক্ষা বাড়ান খোরশেদুর রহমান।
দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সাগরিকা। বাংলাদেশের মেয়েরা আবারও জিতেছেন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। হ্যাটট্রিকের প্রথম গোল ও জয় সাগরিকা উৎসর্গ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ব্যক্তিদের প্রতি।
৬ ঘণ্টা আগেআত্মবিশ্বাস নাকি জেদ—কোনটি বেশি কাজ করছিল মোসাম্মত সাগরিকার। জেদকে এগিয়ে রাখলে মন্দ হবে না। কারণ, নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ফেরার ম্যাচেও প্রতিপক্ষ নেপাল। প্রতিশোধের মঞ্চে নেপালকে একাই গুঁড়িয়ে দিলেন সাগরিকা। হ্যাটট্রিকসহ ৪ গোল করে বাংলাদেশকে ভাসালেন শি
৮ ঘণ্টা আগেসমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
৯ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
১২ ঘণ্টা আগে