নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজকের সকালে সাফল্যের হাসিতে হাসল বাংলাদেশ। মাত্র কয়েক মিনিট আগেই দেশের হয়ে ইতিহাস গড়েছেন দিয়া সিদ্দিকী, বিউটি রায়, নাসরিন আক্তাররা। নারীদের পথ ধরে সাফল্য এল ছেলেদের রিকার্ভ দলীয় ইভেন্টেও। কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।
দিনের শুরুতে ভিয়েতনামের নারীদের ৫-৩ সেট পয়েন্টে হারান দিয়া-বিউটি-নাসরিনরা। প্রথম দুই সেটে স্বাগতিকদের পরিষ্কার আধিপত্য। ৫১ ও ৫৭ স্কোরে এই দুই সেট জিতে নেন দিয়ারা। তৃতীয় সেটে খেই হারালেও বাংলাদেশ ঘুরে দাঁড়ায় পরে সেটেই। তাতেই ইতিহাস।
দিয়াদের পরের ম্যাচেই তির-ধনুক নিয়ে লড়াইয়ে নামেন রোমান সানা-হাকিম আহমেদ রুবেল-রাম কৃষ্ণ সাহারা। বাংলাদেশের তিন তিরন্দাজের কাছে পাত্তাই পাননি কাজাখ তিরন্দাজরা। ৬-২ সেট পয়েন্টের বড় ব্যবধানে এশিয়ান আর্চারিতে দ্বিতীয় ব্রোঞ্জ জিতে নেয় বাংলাদেশ।
গতকালকেই রিকার্ভ মিশ্র দ্বৈত ইভেন্টের ফাইনালে বাংলাদেশকে তুলেছিলেন দিয়া-রুবেল জুটি। সেই আত্মবিশ্বাসটাই আজকে ব্রোঞ্জ জয়ে পথ দেখিয়েছে বলে হাসি মুখে বললেন দিয়া, ' আমাদের তিনজনের একেকজনের প্রতি বিশ্বাস ছিল। অনেক খুশি যে এশিয়ান চ্যাম্পিয়নশিপের মতো আসরে এই প্রথম ব্রোঞ্জ মেডেল এল। আমরা মিক্সড ইভেন্টের ফাইনালে উঠেছি এবং এখন তিনজনের হাতেই পদক উঠল।'
চেষ্টা গার্ডে সমস্যা নিয়েও বাংলাদেশকে পদক এনে দেওয়ার লড়াইয়ে লড়েছেন বিউটি রায়। সাফল্যের ভাগটা দিলেন কোচ মার্টিন ফ্রেডরিখকেও, ' যখন অনুশীলন করছিলাম তখন আমার চেষ্টা গার্ডে সমস্যা হচ্ছিল। কোচের দিকে তাকিয়ে ছিলাম। কোচ বললেন ভয় পাওয়ার কিছু নেই। এখনো সময় আছে। আত্মবিশ্বাসটা কোচের কাছ থেকেই আমরা পাই, কোচ সাহস না দিলে আমরা সাহস হারিয়ে ফেলি। কোচের মুখ দেখলেই আসলে আমরা বুঝতে পারি যে ভালো করব আর সাফল্য।'
আজকের সকালে সাফল্যের হাসিতে হাসল বাংলাদেশ। মাত্র কয়েক মিনিট আগেই দেশের হয়ে ইতিহাস গড়েছেন দিয়া সিদ্দিকী, বিউটি রায়, নাসরিন আক্তাররা। নারীদের পথ ধরে সাফল্য এল ছেলেদের রিকার্ভ দলীয় ইভেন্টেও। কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।
দিনের শুরুতে ভিয়েতনামের নারীদের ৫-৩ সেট পয়েন্টে হারান দিয়া-বিউটি-নাসরিনরা। প্রথম দুই সেটে স্বাগতিকদের পরিষ্কার আধিপত্য। ৫১ ও ৫৭ স্কোরে এই দুই সেট জিতে নেন দিয়ারা। তৃতীয় সেটে খেই হারালেও বাংলাদেশ ঘুরে দাঁড়ায় পরে সেটেই। তাতেই ইতিহাস।
দিয়াদের পরের ম্যাচেই তির-ধনুক নিয়ে লড়াইয়ে নামেন রোমান সানা-হাকিম আহমেদ রুবেল-রাম কৃষ্ণ সাহারা। বাংলাদেশের তিন তিরন্দাজের কাছে পাত্তাই পাননি কাজাখ তিরন্দাজরা। ৬-২ সেট পয়েন্টের বড় ব্যবধানে এশিয়ান আর্চারিতে দ্বিতীয় ব্রোঞ্জ জিতে নেয় বাংলাদেশ।
গতকালকেই রিকার্ভ মিশ্র দ্বৈত ইভেন্টের ফাইনালে বাংলাদেশকে তুলেছিলেন দিয়া-রুবেল জুটি। সেই আত্মবিশ্বাসটাই আজকে ব্রোঞ্জ জয়ে পথ দেখিয়েছে বলে হাসি মুখে বললেন দিয়া, ' আমাদের তিনজনের একেকজনের প্রতি বিশ্বাস ছিল। অনেক খুশি যে এশিয়ান চ্যাম্পিয়নশিপের মতো আসরে এই প্রথম ব্রোঞ্জ মেডেল এল। আমরা মিক্সড ইভেন্টের ফাইনালে উঠেছি এবং এখন তিনজনের হাতেই পদক উঠল।'
চেষ্টা গার্ডে সমস্যা নিয়েও বাংলাদেশকে পদক এনে দেওয়ার লড়াইয়ে লড়েছেন বিউটি রায়। সাফল্যের ভাগটা দিলেন কোচ মার্টিন ফ্রেডরিখকেও, ' যখন অনুশীলন করছিলাম তখন আমার চেষ্টা গার্ডে সমস্যা হচ্ছিল। কোচের দিকে তাকিয়ে ছিলাম। কোচ বললেন ভয় পাওয়ার কিছু নেই। এখনো সময় আছে। আত্মবিশ্বাসটা কোচের কাছ থেকেই আমরা পাই, কোচ সাহস না দিলে আমরা সাহস হারিয়ে ফেলি। কোচের মুখ দেখলেই আসলে আমরা বুঝতে পারি যে ভালো করব আর সাফল্য।'
বাংলাদেশের জার্সিতে সাত বছর আগে সবশেষ খেলেছেন নাসির হোসেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটেও মাঝে ১৫ মাস নিষিদ্ধ ছিলেন তিনি। কিন্তু নাসিরের পারফরম্যান্সে তাতে মোটেও ভাটা পড়েনি। ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডারের কাছ থেকে তরুণ আকবর আলী শিখেছেন অনেক কিছু শিখেছেন।
৩৬ মিনিট আগেমারনাস লাবুশেনকে বাদ দিয়ে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচক প্যানেল। ফিরতেও বেশি সময় লাগল না তারকা ব্যাটারের। ক্যামেরুন গ্রিনের ইনজুরিতে দলে ডাক পেলেন লাবুশেন।
১ ঘণ্টা আগেটেস্ট থেকে ওয়ানডে, ওয়ানডে থেকে টি-টোয়েন্টি, টি-টোয়েন্টি থেকে টি-টেন—১৪৮ বছরের ইতিহাসে ক্রিকেটের সংস্করণের বদলটা হয়েছে এভাবেই। যদি টি-টেন এখনো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। এবার টেস্ট টোয়েন্টি নামে নতুন এক সংস্করণ চলে থাকবে।
২ ঘণ্টা আগেটি-টোয়েন্টি সিরিজে দারুণ খেললেও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ন্যক্কারজনক পারফরম্যান্স করেছে। আফগানদের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাটিং লাইনআপ ধসে পড়েছে তাসের ঘরের মতো। সেই সিরিজের পর পরশু রাতে দেশে ফিরে ভক্ত-সমর্থকদের রোষানলে পড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
৪ ঘণ্টা আগে