নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের মিক্সড বা দ্বৈত ইভেন্টের ফাইনালে উঠেছেন হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী জুটি। সেমিফাইনালে আজ ভারতকে টাইব্রেকে হারিয়ে কোরিয়ার সঙ্গে আগামী শুক্রবার ফাইনাল খেলবে বাংলাদেশ। এশিয়ান চ্যাম্পিয়নশিপের আসরে এটাই বাংলাদেশের প্রথম ফাইনাল।
আর্মি স্টেডিয়ামে রিকার্ভ মিক্সড ইভেন্টের সেমিফাইনালে ভারতের অঙ্কিতা ভক্ত ও কপিলকে ৫-৪ সেট পয়েন্টে হারান রুবেল ও দিয়া। অথচ ভারতের দুই প্রতিপক্ষের কাছে প্রথম সেটে হেরেছিলেন রুবেল-দিয়া। প্রথম সেটে রুবেল-দিয়ার স্কোর ছিল ৩৭। অঙ্কিতা-কপিল স্কোর ছিল ৪০।
দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ান রুবেল-দিয়া জুটি। দুই সেটে বাংলাদেশের স্কোর ছিল ৩৭ ও ৩৮। ভারত এ দুই সেটে স্কোর করে ৩৬ করে। চতুর্থ সেটে স্কোর সমান হলেই ম্যাচ জিতে যেত বাংলাদেশ। কিন্তু হেরে বসেন রুবেল-দিয়া।
পঞ্চম সেটে ভারতকে আর সুযোগই দেননি বাংলাদেশের দুই তিরন্দাজ। দুজনেই করেছেন ১০-১০ স্কোর। শুরুতে রুবেল করেন ১০। ভারতেরও স্কোর ছিল ১০। ভারতের দ্বিতীয় তির ছিল ৯-এর ঘরে। শেষে দিয়ার তির ১০-এর ঘরে পড়তেই উল্লাসে ভাসে বাংলাদেশ। নিশ্চিত হয় এশিয়ান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম পদকও।
মিক্সড ইভেন্টে ভারতকে হারিয়ে ছেলেদের দলীয় ইভেন্টে হারের প্রতিশোধ নিলেন দিয়া-রুবেল। রিকার্ভ পুরুষ ইভেন্টে বাই পেয়ে আজ কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও রাম কৃষ্ণ সাহারা। কোয়ার্টার ফাইনালে ৬-০ সেটে উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে সেমিতে ভারতকে প্রতিপক্ষ হিসেবে পায় বাংলাদেশ।
সেমিফাইনালে ৪-৪ সেটে ড্রয়ের পর টাইব্রেকে কপাল পোড়ে বাংলাদেশের। টাইব্রেকে দুই দলের স্কোর সমান ২৭ হলেও ভারতের তিরন্দাজদের তির কাছাকাছি দূরত্বে হওয়ায় হেরে বসেন রোমানরা
আগামীকাল সকালে ব্রোঞ্জের জন্য লড়বে দিয়া সিদ্দিকী, বিউটি রায় ও নাসরিন আক্তারদের নিয়ে গড়া নারী রিকার্ভ দলও। কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানকে ৫-৩ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠলেও কোরিয়ার কাছে ৬-০ সেটে বসেন বাংলাদেশের নারী তিরন্দাজরা। ব্রোঞ্জের লড়াইয়ে ভিয়েতনামের বিপক্ষে লড়বেন দিয়ারা। ব্রোঞ্জের জন্য লড়বেন কম্পাউন্ড দলীয় ইভেন্টে বাংলাদেশের পুরুষ তিরন্দাজরাও।
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের মিক্সড বা দ্বৈত ইভেন্টের ফাইনালে উঠেছেন হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী জুটি। সেমিফাইনালে আজ ভারতকে টাইব্রেকে হারিয়ে কোরিয়ার সঙ্গে আগামী শুক্রবার ফাইনাল খেলবে বাংলাদেশ। এশিয়ান চ্যাম্পিয়নশিপের আসরে এটাই বাংলাদেশের প্রথম ফাইনাল।
আর্মি স্টেডিয়ামে রিকার্ভ মিক্সড ইভেন্টের সেমিফাইনালে ভারতের অঙ্কিতা ভক্ত ও কপিলকে ৫-৪ সেট পয়েন্টে হারান রুবেল ও দিয়া। অথচ ভারতের দুই প্রতিপক্ষের কাছে প্রথম সেটে হেরেছিলেন রুবেল-দিয়া। প্রথম সেটে রুবেল-দিয়ার স্কোর ছিল ৩৭। অঙ্কিতা-কপিল স্কোর ছিল ৪০।
দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ান রুবেল-দিয়া জুটি। দুই সেটে বাংলাদেশের স্কোর ছিল ৩৭ ও ৩৮। ভারত এ দুই সেটে স্কোর করে ৩৬ করে। চতুর্থ সেটে স্কোর সমান হলেই ম্যাচ জিতে যেত বাংলাদেশ। কিন্তু হেরে বসেন রুবেল-দিয়া।
পঞ্চম সেটে ভারতকে আর সুযোগই দেননি বাংলাদেশের দুই তিরন্দাজ। দুজনেই করেছেন ১০-১০ স্কোর। শুরুতে রুবেল করেন ১০। ভারতেরও স্কোর ছিল ১০। ভারতের দ্বিতীয় তির ছিল ৯-এর ঘরে। শেষে দিয়ার তির ১০-এর ঘরে পড়তেই উল্লাসে ভাসে বাংলাদেশ। নিশ্চিত হয় এশিয়ান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম পদকও।
মিক্সড ইভেন্টে ভারতকে হারিয়ে ছেলেদের দলীয় ইভেন্টে হারের প্রতিশোধ নিলেন দিয়া-রুবেল। রিকার্ভ পুরুষ ইভেন্টে বাই পেয়ে আজ কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও রাম কৃষ্ণ সাহারা। কোয়ার্টার ফাইনালে ৬-০ সেটে উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে সেমিতে ভারতকে প্রতিপক্ষ হিসেবে পায় বাংলাদেশ।
সেমিফাইনালে ৪-৪ সেটে ড্রয়ের পর টাইব্রেকে কপাল পোড়ে বাংলাদেশের। টাইব্রেকে দুই দলের স্কোর সমান ২৭ হলেও ভারতের তিরন্দাজদের তির কাছাকাছি দূরত্বে হওয়ায় হেরে বসেন রোমানরা
আগামীকাল সকালে ব্রোঞ্জের জন্য লড়বে দিয়া সিদ্দিকী, বিউটি রায় ও নাসরিন আক্তারদের নিয়ে গড়া নারী রিকার্ভ দলও। কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানকে ৫-৩ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠলেও কোরিয়ার কাছে ৬-০ সেটে বসেন বাংলাদেশের নারী তিরন্দাজরা। ব্রোঞ্জের লড়াইয়ে ভিয়েতনামের বিপক্ষে লড়বেন দিয়ারা। ব্রোঞ্জের জন্য লড়বেন কম্পাউন্ড দলীয় ইভেন্টে বাংলাদেশের পুরুষ তিরন্দাজরাও।
চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের কাছে হারের ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি বার্সেলোনার। কিন্তু দুয়ারে কড়া নাড়ছে লিগ শিরোপা। হতাশ হয়ে বসে থাকলে তো আর চলবে না। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাই উজ্জীবিত দেখা গেল তাদের। নয়তো ১৪ মিনিটে দুই গোলে পিছিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস খুব কম দলেরই থাকে। বারুদে ঠ
২ ঘণ্টা আগেপ্রথমার্ধ শেষে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়াটা মনে করিয়ে দিচ্ছিল আগের ম্যাচের কথা। ঠিক একই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে সেদিন বাংলাদেশকে রুখে দিয়েছিল মালদ্বীপ। ভুটান অবশ্য আজ এর পুনরাবৃত্তি করতে পারেনি। তাদের ৩-০ গোলে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
৬ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এ সংস্করণে বাংলাদেশ দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। তবে সাম্প্রতিক ব্যাট হাতে ছন্দে নেই এ উইকেটরক্ষক-ব্যাটার। ব্যাটে রান না থাকলেও তাঁর কাঁধেই নেতৃত্বের আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাটিং নিয়ে প্রশ্ন থাকলেও লিটনের নেতৃত্বগুণ ও কৌশলী
৬ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশের কাছে ম্যাচটি ছিল ধবলধোলাই এড়ানোর মিশন। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।
৭ ঘণ্টা আগে