সেরা খেলোয়াড় রোমান-মাবিয়া-শিলা, সেরা ক্রীড়া সংস্থা বিসিবি
প্রায় ৩০ বছর পর দেওয়া হলো জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের নামে নতুন করে প্রবর্তিত হয়েছে পুরস্কারটি। এবার শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের সেরা খেলোয়াড় হয়েছেন তিরন্দাজ রোমান সানা, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও সাঁতারু মাহফুজা খাতুন শিলা।