২০১২ অলিম্পিক ফুটবলের ফাইনালে ব্রাজিলকে হারিয়ে সোনা জিতেছিল মেক্সিকো। ৯ বছর পর টোকিও অলিম্পিকে ব্রাজিলের সামনে সুযোগ ছিল সেই হারের ক্ষতে প্রলেপ দেওয়ার। সেমিফাইনালে মেক্সিকোকে টাইব্রেকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দারুণভাবেই সেই শোধ নিয়েছে দানি আলভেসের দল।
কাশিমা সকার স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ব্রাজিলের এই জয় অবশ্য সহজে আসেনি। ম্যাচের নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর অতিরিক্ত সময়েও ম্যাচের ডেডলক ভাঙতে পারেনি কোনো দল। পরে পেনাল্টি শুটআউটে ৪-১ গোলে ম্যাচ জেতে ব্রাজিল।
ম্যাচের শুরু থেকেই বল দখলের সঙ্গে আক্রমণেও এগিয়ে ছিল ব্রাজিল। তবে কখনো মেক্সিকান গোলকিপার গিলেরমো ওচোয়ার দৃঢ়তায়, আবার কখনো নিজেদের ব্যর্থতায় গোল মুখ খুলতে পারেনি ব্রাজিল। সুযোগ কাজে লাগাতে পারেনি মেক্সিকোও। শেষ পর্যন্ত গোলশূন্য ম্যাচ গড়ায় টাইব্রেকে।
টাইব্রেকে ব্রাজিলের হয়ে গোল করেছেন অধিনায়ক আলভেস, মার্তিনেল্লি, গুইমারায়েজ ও রেইনার। বিপরীতে মেক্সিকোর এদুয়ার্দো আগুইয়োর শট গোলকিপার সান্তোস ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন। গোল করতে ব্যর্থ হন হোয়ান ভাসকেজও। আর কার্লোস রদ্রিগেজ লক্ষ্যভেদ করলেও ততক্ষণে ম্যাচের ফল নিশ্চিত হয়ে গেছে। ৪-১ গোলে এই জয়ে টানা তিন বার অলিম্পিকের ফাইনালে উঠল ব্রাজিল।
২০১৬ রিও অলিম্পিকের পর ব্রাজিলের সামনে আবারও অলিম্পিকে সোনা জয়ের হাতছানি। দ্বিতীয় সেমিফাইনালে জাপান-স্পেনের মধ্যে জয়ী দলের বিপক্ষে ফাইনালে সোনা জয়ের লড়াইয়ে নামবে ব্রাজিল।
২০১২ অলিম্পিক ফুটবলের ফাইনালে ব্রাজিলকে হারিয়ে সোনা জিতেছিল মেক্সিকো। ৯ বছর পর টোকিও অলিম্পিকে ব্রাজিলের সামনে সুযোগ ছিল সেই হারের ক্ষতে প্রলেপ দেওয়ার। সেমিফাইনালে মেক্সিকোকে টাইব্রেকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দারুণভাবেই সেই শোধ নিয়েছে দানি আলভেসের দল।
কাশিমা সকার স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ব্রাজিলের এই জয় অবশ্য সহজে আসেনি। ম্যাচের নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর অতিরিক্ত সময়েও ম্যাচের ডেডলক ভাঙতে পারেনি কোনো দল। পরে পেনাল্টি শুটআউটে ৪-১ গোলে ম্যাচ জেতে ব্রাজিল।
ম্যাচের শুরু থেকেই বল দখলের সঙ্গে আক্রমণেও এগিয়ে ছিল ব্রাজিল। তবে কখনো মেক্সিকান গোলকিপার গিলেরমো ওচোয়ার দৃঢ়তায়, আবার কখনো নিজেদের ব্যর্থতায় গোল মুখ খুলতে পারেনি ব্রাজিল। সুযোগ কাজে লাগাতে পারেনি মেক্সিকোও। শেষ পর্যন্ত গোলশূন্য ম্যাচ গড়ায় টাইব্রেকে।
টাইব্রেকে ব্রাজিলের হয়ে গোল করেছেন অধিনায়ক আলভেস, মার্তিনেল্লি, গুইমারায়েজ ও রেইনার। বিপরীতে মেক্সিকোর এদুয়ার্দো আগুইয়োর শট গোলকিপার সান্তোস ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন। গোল করতে ব্যর্থ হন হোয়ান ভাসকেজও। আর কার্লোস রদ্রিগেজ লক্ষ্যভেদ করলেও ততক্ষণে ম্যাচের ফল নিশ্চিত হয়ে গেছে। ৪-১ গোলে এই জয়ে টানা তিন বার অলিম্পিকের ফাইনালে উঠল ব্রাজিল।
২০১৬ রিও অলিম্পিকের পর ব্রাজিলের সামনে আবারও অলিম্পিকে সোনা জয়ের হাতছানি। দ্বিতীয় সেমিফাইনালে জাপান-স্পেনের মধ্যে জয়ী দলের বিপক্ষে ফাইনালে সোনা জয়ের লড়াইয়ে নামবে ব্রাজিল।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১৩৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ দল। শুরুতে দ্রুত উইকেট হারালেও জাকের আলী অনিকের ফিফটি ও শেখ মেহেদীর কার্যকর এক ইনিংসের সৌজন্যে লড়াইয়ের স্কোর গড়ে তারা। শেষ বলে আউট হওয়ার আগে ৪৮ বলে ৫৫ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছেন জাকের। ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয় বাংল
৩ মিনিট আগেহোটেলে লবিতে ঢুকতেই চোখে পড়লো বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে কোথাও বেরিয়ে পড়ছেন নারী দলের কোচ পিটার বাটলার। সাংবাদিকদের দেখে মাঝখানে অবশ্য দাঁড়িয়েছিলেন। কিন্তু কুশল বিনিময়ের পর আর কোনো দেরি করেননি।
৯ মিনিট আগেবেঁচে থাকলে আগামী ১ আগস্ট ৫৬ বছরে পা রাখতেন গ্রাম থর্প। দীর্ঘসময় বিষণ্নতায় ভোগার পর গত বছর মুক্তি পেতে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। তবে তাঁকে এখনো ভোলেনি ইংল্যান্ড ও তাঁর দল সারে। চলতি ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টে প্রয়াত এই ব্যাটারকে তাঁর ৫৬তম জন্মদিনে স্মরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
২০ মিনিট আগেমিরপুরে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। তবে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সফরকারী বোলারদের তোপেরমুখে রীতিমতো কাঁপছে স্বাগতিকেরা। পাওয়ার-প্লেতে বাংলাদেশ হারিয়েছে ৪ উইকেট। স্কোরে জমা করেছে ২৯ রান।
১ ঘণ্টা আগে