অলিম্পিকে নতুন গতিদানব ইতালির লেমন্ত মার্সেল জ্যাকবস। ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে উসাইন বোল্টের রেখে যাওয়া সাম্রাজ্যের দখল নিয়েছেন তিনি। পাশাপাশি প্রথম ইতালিয়ান হিসেবে ১০০ মিটারে অলিম্পিক সোনা জিতলেন জ্যাকবস।
দৌড় শেষ করতে জ্যাকব সময় নিয়েছেন ৯.৮০ সেকেন্ড। এই ইভেন্টে রূপা জিতেছেন ফ্রেদ কের্লি। তাঁর সময় লেগেছে ৯.৮৪ সেকেন্ড। ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন কানাডার আন্দ্রে ডি গ্রাসে। অলিম্পিক ফাইনালে পদক জেতা তিনজনেরই এটি ছিল ব্যক্তিগত সেরা সময়।
২০১৮ সাল পর্যন্ত জ্যাকবস অবশ্য ছিলেন লং-জাম্প খেলোয়াড়। এরপর স্প্রিন্টার হিসেবে আত্মপ্রকাশ ঘটে তাঁর। এখন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইতিহাসেও নিজের নামটাও খোদাই করে নিলেন তিনি।
অলিম্পিকে বরাবরই আকর্ষণের কেন্দ্রে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্ট। আগের তিন অলিম্পিক আসরে এই ইভেন্টে দাপট দেখিয়ে নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গিয়েছিলেন কিংবদন্তি উসাইন বোল্ট।
বোল্টের অবসরের পর থেকেই আলোচনায় ছিল নতুন গতিদানব কে হচ্ছেন–তা নিয়ে। জ্যামাইকা থেকে সেই রাজ্য এখন ইতালির দখলে গেল। এরপরও একটি জায়গায় এখনো বোল্টের সাম্রাজ্য অক্ষত আছে। এই দৌড়ে সময়ের দিক থেকে কেউই এখনো বোল্টকে পেছনে ফেলতে পারেননি। ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে বোল্ট রেস শেষ করেছিলেন রেকর্ড ৯.৫৮ সেকেন্ডে।
অলিম্পিকে নতুন গতিদানব ইতালির লেমন্ত মার্সেল জ্যাকবস। ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে উসাইন বোল্টের রেখে যাওয়া সাম্রাজ্যের দখল নিয়েছেন তিনি। পাশাপাশি প্রথম ইতালিয়ান হিসেবে ১০০ মিটারে অলিম্পিক সোনা জিতলেন জ্যাকবস।
দৌড় শেষ করতে জ্যাকব সময় নিয়েছেন ৯.৮০ সেকেন্ড। এই ইভেন্টে রূপা জিতেছেন ফ্রেদ কের্লি। তাঁর সময় লেগেছে ৯.৮৪ সেকেন্ড। ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন কানাডার আন্দ্রে ডি গ্রাসে। অলিম্পিক ফাইনালে পদক জেতা তিনজনেরই এটি ছিল ব্যক্তিগত সেরা সময়।
২০১৮ সাল পর্যন্ত জ্যাকবস অবশ্য ছিলেন লং-জাম্প খেলোয়াড়। এরপর স্প্রিন্টার হিসেবে আত্মপ্রকাশ ঘটে তাঁর। এখন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইতিহাসেও নিজের নামটাও খোদাই করে নিলেন তিনি।
অলিম্পিকে বরাবরই আকর্ষণের কেন্দ্রে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্ট। আগের তিন অলিম্পিক আসরে এই ইভেন্টে দাপট দেখিয়ে নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গিয়েছিলেন কিংবদন্তি উসাইন বোল্ট।
বোল্টের অবসরের পর থেকেই আলোচনায় ছিল নতুন গতিদানব কে হচ্ছেন–তা নিয়ে। জ্যামাইকা থেকে সেই রাজ্য এখন ইতালির দখলে গেল। এরপরও একটি জায়গায় এখনো বোল্টের সাম্রাজ্য অক্ষত আছে। এই দৌড়ে সময়ের দিক থেকে কেউই এখনো বোল্টকে পেছনে ফেলতে পারেননি। ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে বোল্ট রেস শেষ করেছিলেন রেকর্ড ৯.৫৮ সেকেন্ডে।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১৩৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ দল। শুরুতে দ্রুত উইকেট হারালেও জাকের আলী অনিকের ফিফটি ও শেখ মেহেদীর কার্যকর এক ইনিংসের সৌজন্যে লড়াইয়ের স্কোর গড়ে তারা। শেষ বলে আউট হওয়ার আগে ৪৮ বলে ৫৫ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছেন জাকের। ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয় বাংল
১৩ মিনিট আগেহোটেলের লবিতে ঢুকতেই চোখে পড়ল বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে কোথাও বেরিয়ে পড়ছেন নারী দলের কোচ পিটার বাটলার। সাংবাদিকদের দেখে মাঝখানে অবশ্য দাঁড়িয়েছিলেন। কিন্তু কুশল বিনিময়ের পর আর কোনো দেরি করেননি।
১৯ মিনিট আগেবেঁচে থাকলে আগামী ১ আগস্ট ৫৬ বছরে পা রাখতেন গ্রাম থর্প। দীর্ঘসময় বিষণ্নতায় ভোগার পর গত বছর মুক্তি পেতে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। তবে তাঁকে এখনো ভোলেনি ইংল্যান্ড ও তাঁর দল সারে। চলতি ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টে প্রয়াত এই ব্যাটারকে তাঁর ৫৬তম জন্মদিনে স্মরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগেমিরপুরে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। তবে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সফরকারী বোলারদের তোপেরমুখে রীতিমতো কাঁপছে স্বাগতিকেরা। পাওয়ার-প্লেতে বাংলাদেশ হারিয়েছে ৪ উইকেট। স্কোরে জমা করেছে ২৯ রান।
১ ঘণ্টা আগে