তরুণ চক্রবর্তী, কলকাতা
বহুদিন আগে দুর্ঘটনায় কাটা পড়েছে কাজল দের দুই হাতের পাঞ্জা। তবু দমে যাননি তিনি। প্রবল ইচ্ছাশক্তিতে ভারতের ত্রিপুরা রাজ্যের কাজল দে চালিয়ে যাচ্ছেন টেবিল টেনিস। শুধু নিজেই খেলছেন না, শেখাচ্ছেন অন্যদেরও।
কাটা হাতেই ব্যাট বেঁধে সবাইকে অবাক করে দিয়ে টেবিল টেনিস খেলে আসছেন দীর্ঘ সময় ধরে। রাজধানীর আগরতলার নেতাজি সুভাষ ক্লাবে প্রতিদিন নিয়ম করে অনুশীলন করেন এই খেলোয়াড়।
ছোটবেলা থেকেই খেলাপাগল কাজল। পরিবহন দপ্তরে পেশাগত দায়িত্বটুকু বাদ দিলে খেলাধুলা নিয়েই তাঁর স্বপ্ন। একসময় কাজল স্বপ্ন দেখতেন অলিম্পিকে খেলার। তবে সেই স্বপ্ন তাঁর পূরণ হয়নি। পরে চেয়েছিলেন প্রতিবন্ধীদের অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। ত্রিপুরার কাজলের সেই ইচ্ছাও পূরণ হয়নি। তবে হাল ছাড়েননি কাজল।
রাজ্যস্তরের বহু প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন কাটা হাতে খেলেই। টেবিল টেনিস নিয়ে নিজের স্বপ্নের কথাও জানিয়েছেন কাজল। তিনি বলেছেন, ‘খেলাধুলা ভালোবাসি ছোট থেকেই। হাত নেই তো কী হয়েছে, খেলছি তো। অনেক স্বপ্ন ছিল। কিন্তু পূরণ হয়নি। তবু অনুশীলন চালিয়ে যাচ্ছি। আর তৈরি করছি ছোটদের।’
কাজলের স্বপ্ন এখন ছোটদের নিয়েই। তাঁর হাতে তৈরি খুদে টেবিল টেনিস খেলোয়াড়েরা রাজ্যস্তর ডিঙিয়ে জাতীয় স্তরেও প্রতিভার ঝলক দেখাচ্ছে। কাজলের বিশ্বাস, একদিন তাঁর শিষ্যরা আন্তর্জাতিক স্তরেও সাফল্য পাবে।
ত্রিপুরার কাজল যেন প্রতিদিন প্রমাণ করে যাচ্ছেন শারীরিক অক্ষমতাকে মানসিক শক্তি দিয়ে কীভাবে সহজেই হারানো যায়। ত্রিপুরার সাবেক ক্রিকেটার মনিময় রায়ের মতে, যেকোনো ক্রীড়াপ্রেমীর কাছে কাজল একটা উদাহরণ। প্রতিবন্ধী বলেই শুধু নয়, টিটি প্লেয়ার হিসেবেও তিনি অত্যন্ত দক্ষ। কোচ হিসেবে কাজলের দক্ষতা তো এরই মধ্যে প্রমাণিত!
বহুদিন আগে দুর্ঘটনায় কাটা পড়েছে কাজল দের দুই হাতের পাঞ্জা। তবু দমে যাননি তিনি। প্রবল ইচ্ছাশক্তিতে ভারতের ত্রিপুরা রাজ্যের কাজল দে চালিয়ে যাচ্ছেন টেবিল টেনিস। শুধু নিজেই খেলছেন না, শেখাচ্ছেন অন্যদেরও।
কাটা হাতেই ব্যাট বেঁধে সবাইকে অবাক করে দিয়ে টেবিল টেনিস খেলে আসছেন দীর্ঘ সময় ধরে। রাজধানীর আগরতলার নেতাজি সুভাষ ক্লাবে প্রতিদিন নিয়ম করে অনুশীলন করেন এই খেলোয়াড়।
ছোটবেলা থেকেই খেলাপাগল কাজল। পরিবহন দপ্তরে পেশাগত দায়িত্বটুকু বাদ দিলে খেলাধুলা নিয়েই তাঁর স্বপ্ন। একসময় কাজল স্বপ্ন দেখতেন অলিম্পিকে খেলার। তবে সেই স্বপ্ন তাঁর পূরণ হয়নি। পরে চেয়েছিলেন প্রতিবন্ধীদের অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। ত্রিপুরার কাজলের সেই ইচ্ছাও পূরণ হয়নি। তবে হাল ছাড়েননি কাজল।
রাজ্যস্তরের বহু প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন কাটা হাতে খেলেই। টেবিল টেনিস নিয়ে নিজের স্বপ্নের কথাও জানিয়েছেন কাজল। তিনি বলেছেন, ‘খেলাধুলা ভালোবাসি ছোট থেকেই। হাত নেই তো কী হয়েছে, খেলছি তো। অনেক স্বপ্ন ছিল। কিন্তু পূরণ হয়নি। তবু অনুশীলন চালিয়ে যাচ্ছি। আর তৈরি করছি ছোটদের।’
কাজলের স্বপ্ন এখন ছোটদের নিয়েই। তাঁর হাতে তৈরি খুদে টেবিল টেনিস খেলোয়াড়েরা রাজ্যস্তর ডিঙিয়ে জাতীয় স্তরেও প্রতিভার ঝলক দেখাচ্ছে। কাজলের বিশ্বাস, একদিন তাঁর শিষ্যরা আন্তর্জাতিক স্তরেও সাফল্য পাবে।
ত্রিপুরার কাজল যেন প্রতিদিন প্রমাণ করে যাচ্ছেন শারীরিক অক্ষমতাকে মানসিক শক্তি দিয়ে কীভাবে সহজেই হারানো যায়। ত্রিপুরার সাবেক ক্রিকেটার মনিময় রায়ের মতে, যেকোনো ক্রীড়াপ্রেমীর কাছে কাজল একটা উদাহরণ। প্রতিবন্ধী বলেই শুধু নয়, টিটি প্লেয়ার হিসেবেও তিনি অত্যন্ত দক্ষ। কোচ হিসেবে কাজলের দক্ষতা তো এরই মধ্যে প্রমাণিত!
কদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
৩ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
৩ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
৪ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
৫ ঘণ্টা আগে