Ajker Patrika

আবারও ব্যর্থ সাকিব, এবার মায়ামির ম্যাচ পরিত্যক্ত

ক্রীড়া ডেস্ক    
ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছেন সাকিব আল হাসান। ছবি: ফেসবুক
ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছেন সাকিব আল হাসান। ছবি: ফেসবুক

সাকিব আল হাসান আবারও ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছেন। টি-টোয়েন্টি হোক বা টি-টেন—ইনিংস বড় করতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন তিনি। এবার ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান নামে টি-টেন টুর্নামেন্টে শুরু হয়েছে সাকিবের রানখরা।

কেমান দ্বীপপুঞ্জের জিমি পাওয়েল ওভালে গত রাতে মায়ামি ব্লেজ খেলেছে বোকা র‍্যালটন ট্রেলব্লেজার্সের বিপক্ষে। তবে এই ম্যাচে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। ১২০ বলের খেলায় মাত্র ২০ বল খেলা হয়েছে। শেষ পর্যন্ত মায়ামি ব্লেজ-বোকা র‍্যালটন ট্রেলব্লেজার্স ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

টস জিতে গত রাতে আগে ব্যাটিং নিয়েছেন মায়ামি ব্লেজ অধিনায়ক অ্যাঞ্জেলো পেরেরা। এ ম্যাচেও ওপেনিংয়ে নেমেছেন সাকিব। এবার ৪ বলে করেছেন ২ রান। একটা পর্যায়ে মায়ামির স্কোর হয়েছে ৩.২ ওভারে ২ উইকেটে ২৬ রান। তখনই মুষলধারে নামে বৃষ্টি। যখন বৃষ্টি থামার নামই নিচ্ছে না, ম্যাচ এই অবস্থাতেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। মায়ামির আরেক ওপেনার টম ও’কলোনেল ১১ বলে ১৫ রান করেন। বোকা র‍্যালটন ট্রেলব্লেজার্সের কার্লোস ব্রাথওয়েট, জশ কান দুজনেই একটি করে উইকেট পেয়েছেন।

৬ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের পয়েন্ট তালিকায় সবার ওপরে ক্যারিবিয়ান টাইগার্স। ১০, ৭, ৬ ও ৪ পয়েন্ট নিয়ে দুই, তিন ও চারে কেমান বে স্টিংরেজ, বোকা র‍্যালটন ট্রেলব্লেজার্স, ভেগাস ভাইকিংস ও গ্র্যান্ড ক্যানিয়ন ফ্যালকনস। মায়ামি ৩ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে অবস্থান করছে। সাত দলের মধ্যে ৭ নম্বরে থাকা ফ্লোরিডা লায়নসের পয়েন্ট ২। মায়ামি, ফ্লোরিডা দুটি দলই ছয়টি করে ম্যাচ খেলেছে। সাকিব এবারের ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানে ৫ ম্যাচে করেছেন ৫২ রান। বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত