ক্রীড়া ডেস্ক
সাকিব আল হাসান আবারও ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছেন। টি-টোয়েন্টি হোক বা টি-টেন—ইনিংস বড় করতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন তিনি। এবার ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান নামে টি-টেন টুর্নামেন্টে শুরু হয়েছে সাকিবের রানখরা।
কেমান দ্বীপপুঞ্জের জিমি পাওয়েল ওভালে গত রাতে মায়ামি ব্লেজ খেলেছে বোকা র্যালটন ট্রেলব্লেজার্সের বিপক্ষে। তবে এই ম্যাচে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। ১২০ বলের খেলায় মাত্র ২০ বল খেলা হয়েছে। শেষ পর্যন্ত মায়ামি ব্লেজ-বোকা র্যালটন ট্রেলব্লেজার্স ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
টস জিতে গত রাতে আগে ব্যাটিং নিয়েছেন মায়ামি ব্লেজ অধিনায়ক অ্যাঞ্জেলো পেরেরা। এ ম্যাচেও ওপেনিংয়ে নেমেছেন সাকিব। এবার ৪ বলে করেছেন ২ রান। একটা পর্যায়ে মায়ামির স্কোর হয়েছে ৩.২ ওভারে ২ উইকেটে ২৬ রান। তখনই মুষলধারে নামে বৃষ্টি। যখন বৃষ্টি থামার নামই নিচ্ছে না, ম্যাচ এই অবস্থাতেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। মায়ামির আরেক ওপেনার টম ও’কলোনেল ১১ বলে ১৫ রান করেন। বোকা র্যালটন ট্রেলব্লেজার্সের কার্লোস ব্রাথওয়েট, জশ কান দুজনেই একটি করে উইকেট পেয়েছেন।
৬ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের পয়েন্ট তালিকায় সবার ওপরে ক্যারিবিয়ান টাইগার্স। ১০, ৭, ৬ ও ৪ পয়েন্ট নিয়ে দুই, তিন ও চারে কেমান বে স্টিংরেজ, বোকা র্যালটন ট্রেলব্লেজার্স, ভেগাস ভাইকিংস ও গ্র্যান্ড ক্যানিয়ন ফ্যালকনস। মায়ামি ৩ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে অবস্থান করছে। সাত দলের মধ্যে ৭ নম্বরে থাকা ফ্লোরিডা লায়নসের পয়েন্ট ২। মায়ামি, ফ্লোরিডা দুটি দলই ছয়টি করে ম্যাচ খেলেছে। সাকিব এবারের ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানে ৫ ম্যাচে করেছেন ৫২ রান। বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট।
সাকিব আল হাসান আবারও ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছেন। টি-টোয়েন্টি হোক বা টি-টেন—ইনিংস বড় করতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন তিনি। এবার ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান নামে টি-টেন টুর্নামেন্টে শুরু হয়েছে সাকিবের রানখরা।
কেমান দ্বীপপুঞ্জের জিমি পাওয়েল ওভালে গত রাতে মায়ামি ব্লেজ খেলেছে বোকা র্যালটন ট্রেলব্লেজার্সের বিপক্ষে। তবে এই ম্যাচে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। ১২০ বলের খেলায় মাত্র ২০ বল খেলা হয়েছে। শেষ পর্যন্ত মায়ামি ব্লেজ-বোকা র্যালটন ট্রেলব্লেজার্স ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
টস জিতে গত রাতে আগে ব্যাটিং নিয়েছেন মায়ামি ব্লেজ অধিনায়ক অ্যাঞ্জেলো পেরেরা। এ ম্যাচেও ওপেনিংয়ে নেমেছেন সাকিব। এবার ৪ বলে করেছেন ২ রান। একটা পর্যায়ে মায়ামির স্কোর হয়েছে ৩.২ ওভারে ২ উইকেটে ২৬ রান। তখনই মুষলধারে নামে বৃষ্টি। যখন বৃষ্টি থামার নামই নিচ্ছে না, ম্যাচ এই অবস্থাতেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। মায়ামির আরেক ওপেনার টম ও’কলোনেল ১১ বলে ১৫ রান করেন। বোকা র্যালটন ট্রেলব্লেজার্সের কার্লোস ব্রাথওয়েট, জশ কান দুজনেই একটি করে উইকেট পেয়েছেন।
৬ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের পয়েন্ট তালিকায় সবার ওপরে ক্যারিবিয়ান টাইগার্স। ১০, ৭, ৬ ও ৪ পয়েন্ট নিয়ে দুই, তিন ও চারে কেমান বে স্টিংরেজ, বোকা র্যালটন ট্রেলব্লেজার্স, ভেগাস ভাইকিংস ও গ্র্যান্ড ক্যানিয়ন ফ্যালকনস। মায়ামি ৩ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে অবস্থান করছে। সাত দলের মধ্যে ৭ নম্বরে থাকা ফ্লোরিডা লায়নসের পয়েন্ট ২। মায়ামি, ফ্লোরিডা দুটি দলই ছয়টি করে ম্যাচ খেলেছে। সাকিব এবারের ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানে ৫ ম্যাচে করেছেন ৫২ রান। বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট।
মিরপুরে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। তবে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সফরকারী বোলারদের তোপেরমুখে রীতিমতো কাঁপছে স্বাগতিকেরা। পাওয়ার-প্লেতে বাংলাদেশ হারিয়েছে ৪ উইকেট। স্কোরে জমা করেছে ২৯ রান।
৩৩ মিনিট আগেউত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসের পর খেলার শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করেছে বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটার, ম্যাচ অফিশিয়াল, সাংবাদিক ও গ্যালারির দর্শকেরা
১ ঘণ্টা আগেসিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ দল। আজ মিরপুরে দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের দারুণ সুযোগ স্বাগতিকদের সামনে। লিটনরা যদি জিততে পারেন আজ, তাহলে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার
২ ঘণ্টা আগেসূচি অনুযায়ী বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই মিরপুরে হয়েছে বৃষ্টি। তবে মিরপুর শেরেবাংলায় যথাসময়ে ম্যাচ আয়োজন করা যাবে।
৪ ঘণ্টা আগে