Ajker Patrika

সোনার দৌড়ে থেমে গেলেন ভারতের সিন্ধু

আপডেট : ৩১ জুলাই ২০২১, ২২: ১৫
সোনার দৌড়ে থেমে গেলেন ভারতের সিন্ধু

শুরুটা ভালোই করেছিলেন পি ভি সিন্ধু, তবে ধরে রাখতে পারলেন না। আর তাতেই অলিম্পিকের ফাইনালে পৌঁছানো হলো না এই ভারতীয় শাটলারের।

টোকিও অলিম্পিকে শেষ চারের লড়াইয়ে বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা চাইনিজ তাইপেইয়ের তাই জু ইংয়ের কাছে হেরেছেন সিন্ধু। ম্যাচের ফল  ১২-২১ ও ১৮-২১। রোববার ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে খেলতে নামবেন সিন্ধু।

সরাসরি গেমে ম্যাচ শেষ হলেও রিও অলিম্পিকে রৌপ্য জয়ী সিন্ধুকে হারাতে বেশ বেগ পেতে হয়েছে জু ইংকে। শুক্রবার জাপানের আকানে ইয়ামাগুচিকে ২১-১৩, ২২-২০ হারিয়ে শেষ চারে উঠেছিলেন সিন্ধু। এরপরই সিন্ধুকে ঘিরে সোনা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল  ভারত।

সোনা জেতার স্বপ্ন ভেঙে গেলেও ব্রোঞ্জ জয়ের সম্ভাবনা এখনো টিকে আছে সিন্ধুর। রোববার ব্রোঞ্জ জিততে পারলে দ্বিতীয় ভারতীয় হিসেবে অলিম্পিকে এককভাবে ২টি পদক জয়ের অনন্য কীর্তি গড়বে তিনি। এর আগে ভারতীয় বক্সার সুশীল কুমার এই কীর্তি গড়েছিলেন। ২০০৮ ও ২০১২ অলিম্পিকেও যথাক্রমে ব্রোঞ্জ ও রৌপ্য পদক জিতেছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত