ক্রীড়া ডেস্ক
সেমিফাইনালের মতো ফাইনালের শুরুতেও দৌড়ে এগিয়ে ছিলেন শেলি-অ্যান ফ্রেজার। তাঁর ঠিক পাশের লেনে জ্যামাইকান সতীর্থ এলেইন থম্পসন-হেরাহ লেগে ছিলেন ঠিক আঠার মতো! ৭০ মিটার পর্যন্ত দুই স্প্রিন্টারের টেক্কা চলল সমান সমান। শেষ ৩০ মিটারে এসে নিজের খেল দেখালেন থম্পসন-হেরাহ। ৩৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ধরে রাখলেন নিজের সাম্রাজ্যও।
গতকাল পর্যন্ত নারীদের ১০০ মিটার স্প্রিন্টে অলিম্পিক রেকর্ডটা নিজের দখলে রেখেছিলেন আমেরিকান স্প্রিন্টার ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নার। ১৯৮৮ সিউল অলিম্পিকে তাঁর গড়া ১০.৬২ সেকেন্ডের রেকর্ড টিকে ছিল ৩৩ বছর। ১০.৬১ সেকেন্ড সময়ে সেই রেকর্ড ভেঙে ১০০ মিটার স্প্রিন্টে আবারও সোনা জিতেছেন এলেইন থম্পসন-হেরাহ। অলিম্পিক রেকর্ড হারালেও ফ্লোরেন্সের ১০.৪৯ সেকেন্ডে গড়া বিশ্ব রেকর্ড ৩৩ বছর ধরে অক্ষত। ১৯৮৮ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এই রেকর্ড গড়েছিলেন আমেরিকান স্প্রিন্টার।
অলিম্পিক স্টেডিয়ামে আজ ১০০ মিটার স্প্রিন্টে তিন পদকের সবই গেছে জ্যামাইকানদের দখলে। ১০.৭৪ সেকেন্ডে রুপা জিতেছেন শেলি-অ্যান ফ্রেজার। ১০.৭৬ সেকেন্ডে ব্রোঞ্জ জিতেছেন আরেক জ্যামাইকান শেরিকা জ্যাকসন।
অথচ রেকর্ড ভেঙে সোনা জিতবেন এমনটা হয়তো নিজেও কল্পনা করতে পারেননি থম্পসন-হেরাহ। পাঁচ বছর ধরে ভুগছেন গোড়ালির চোটে। আজও সেই চোট নিয়েই খেলেছেন। ২০১৯ দোহা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গিয়েছিলেন এই চোটের কারণেই। বছরের শুরুতে জ্যামাইকান অলিম্পিক ট্রায়ালে শেলি-অ্যান ফ্রেজারের পেছনে থেকে হয়েছিলেন তৃতীয়। নিজেদের দেশেই হয়েছেন সমালোচনার শিকার।
সোনা জয়ের পর সেসব সমালোচনাকে অনুপ্রেরণা বলছেন থম্পসন-হেরাহ। বিবিসি স্পোর্টসকে বলেছেন, ‘আমি সামনে পেছনে চোটে ভুগছি। আমাকে নিয়ে করা সব সমালোচনাই আমার চোখে পড়েছে। এসব সমালোচনা-হারকে আমি আমার অনুপ্রেরণা হিসেবেই মেনেছি।’
সেমিফাইনালের মতো ফাইনালের শুরুতেও দৌড়ে এগিয়ে ছিলেন শেলি-অ্যান ফ্রেজার। তাঁর ঠিক পাশের লেনে জ্যামাইকান সতীর্থ এলেইন থম্পসন-হেরাহ লেগে ছিলেন ঠিক আঠার মতো! ৭০ মিটার পর্যন্ত দুই স্প্রিন্টারের টেক্কা চলল সমান সমান। শেষ ৩০ মিটারে এসে নিজের খেল দেখালেন থম্পসন-হেরাহ। ৩৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ধরে রাখলেন নিজের সাম্রাজ্যও।
গতকাল পর্যন্ত নারীদের ১০০ মিটার স্প্রিন্টে অলিম্পিক রেকর্ডটা নিজের দখলে রেখেছিলেন আমেরিকান স্প্রিন্টার ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নার। ১৯৮৮ সিউল অলিম্পিকে তাঁর গড়া ১০.৬২ সেকেন্ডের রেকর্ড টিকে ছিল ৩৩ বছর। ১০.৬১ সেকেন্ড সময়ে সেই রেকর্ড ভেঙে ১০০ মিটার স্প্রিন্টে আবারও সোনা জিতেছেন এলেইন থম্পসন-হেরাহ। অলিম্পিক রেকর্ড হারালেও ফ্লোরেন্সের ১০.৪৯ সেকেন্ডে গড়া বিশ্ব রেকর্ড ৩৩ বছর ধরে অক্ষত। ১৯৮৮ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এই রেকর্ড গড়েছিলেন আমেরিকান স্প্রিন্টার।
অলিম্পিক স্টেডিয়ামে আজ ১০০ মিটার স্প্রিন্টে তিন পদকের সবই গেছে জ্যামাইকানদের দখলে। ১০.৭৪ সেকেন্ডে রুপা জিতেছেন শেলি-অ্যান ফ্রেজার। ১০.৭৬ সেকেন্ডে ব্রোঞ্জ জিতেছেন আরেক জ্যামাইকান শেরিকা জ্যাকসন।
অথচ রেকর্ড ভেঙে সোনা জিতবেন এমনটা হয়তো নিজেও কল্পনা করতে পারেননি থম্পসন-হেরাহ। পাঁচ বছর ধরে ভুগছেন গোড়ালির চোটে। আজও সেই চোট নিয়েই খেলেছেন। ২০১৯ দোহা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গিয়েছিলেন এই চোটের কারণেই। বছরের শুরুতে জ্যামাইকান অলিম্পিক ট্রায়ালে শেলি-অ্যান ফ্রেজারের পেছনে থেকে হয়েছিলেন তৃতীয়। নিজেদের দেশেই হয়েছেন সমালোচনার শিকার।
সোনা জয়ের পর সেসব সমালোচনাকে অনুপ্রেরণা বলছেন থম্পসন-হেরাহ। বিবিসি স্পোর্টসকে বলেছেন, ‘আমি সামনে পেছনে চোটে ভুগছি। আমাকে নিয়ে করা সব সমালোচনাই আমার চোখে পড়েছে। এসব সমালোচনা-হারকে আমি আমার অনুপ্রেরণা হিসেবেই মেনেছি।’
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
২ ঘণ্টা আগে