Ajker Patrika

মানসিক অবসাদের আঁধারে ডুবেছেন তাঁরা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৪: ১৬
Thumbnail image

মহামারিতে মানসিক অবসাদে ভোগার ঘটনা ঘটছে বেশি। সম্প্রতি সিমোন বাইলস, নাওমি ওসাকার মতো বড় তারকারা অবসাদে ভুগেছেন। এ তালিকায় সর্বশেষ সংযোজন বেন স্টোকস। বিশ্বকাপজয়ী ইংলিশ অলরাউন্ডার ক্রিকেট থেকে অর্নিদিষ্টকালের জন্য বিরতি নিয়েছেন।

বেন স্টোকস
ক্রিকেট

ক্রীড়াজগতে অবসাদে ভুগে বিরতিতে যাওয়া সর্বশেষ নামটি বেন স্টোকস। পরশু ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক স্টোকস অনির্দিষ্ট সময়ের জন্য ক্রিকেট থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মানসিক স্বাস্থ্যের ওপর অধিক গুরুত্ব দিয়ে বিরতি নিয়েছেন এই অলরাউন্ডার। তবে স্টোকসই মানসিক অবসাদে ভোগা একমাত্র ইংলিশ ক্রিকেটার নন।

মার্কাস ট্রেসকোথিক, জোনাথন ট্রট ও লিয়াম প্লাংকেটের মতো ক্রিকেটাররাও এর আগে অবসাদে ভোগার কথা বলেছিলেন। এই অবসাদেই মূলত শেষ হয়ে গিয়েছিল ট্রেসকোথিকের ক্যারিয়ার। বিরাট কোহলি, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের মতো ক্রিকেট তারকারাও বিভিন্ন সময় মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে কথা বলেছেন। 

সিমোন বাইলস
জিমন্যাস্টিকস

অলিম্পিকের আগে সবচেয়ে বড় তারকা হিসেবে বারবার সামনে আসছিল সিমোন বাইলসের নাম। এরই মধ্যে নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে যাওয়া বাইলসের লক্ষ্য ছিল টোকিও অলিম্পিক দিয়ে নিজেকে ছাড়িয়ে যাওয়ার।

জিমন্যাস্টিকের উজ্জ্বল এই তারকা মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে সরে দাঁড়ান দলীয় ইভেন্ট থেকে। ব্যক্তিগত অল অ্যারাউন্ড ফাইনাল থেকেও নিজেকে সরিয়ে নেন বাইলস। এ ধারাবাহিকতায় গতকাল জানানো হয়, ব্যক্তিগত আরও দুটি ইভেন্টে নামবেন না তিনি।

অলিম্পিকের এবারের আসরে বাইলস আর নামতে পারবেন কি না সেটিও নিশ্চিত নয়। আগে থেকেই অবশ্য অবসাদে ভোগার ইঙ্গিত দিয়েছিলেন বাইলস। বলেছিলেন, ‘মনে হচ্ছে গোটা পৃথিবীর ভার আমার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে!’ 

নাওমি ওসাকা
টেনিস

সাম্প্রতিক সময়ে অবসাদে ভুগে বিরতি নিয়েছিলেন টেনিস তারকা নাওমি ওসাকাও। মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে ফ্রেঞ্চ ওপেনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা না বলার সিদ্ধান্ত নেন ওসাকা। এতে ১৩ লাখ টাকা জরিমানা গুনতে হয় ওসাকাকে। এরপর টেনিস থেকেই অনির্দিষ্টকালের জন্য বিরতিতে যান ওসাকা।

এই ঘটনার পর তীব্র সমালোচনার মুখে পড়ে গ্র্যান্ড স্লাম কর্তৃপক্ষ। ক্রীড়া জগতের ভেতর-বাইরের অনেক তারকা এ সময় ওসাকার পাশে দাঁড়ান। তবে মানসিক স্বাস্থ্যের উন্নতি না হওয়ায় উইম্বলডন থেকেও নিজেকে সরিয়ে নেন ওসাকা।

পরে নিজ দেশে অলিম্পিক দিয়ে আবার কোর্টে ফেরেন চার গ্র্যান্ড স্ল্যামজয়ী ওসাকা। তবে অলিম্পিকের মঞ্চে বেশি দূর এগোতে পারেননি ওসাকা। তৃতীয় রাউন্ডে হেরে বিদায় নিয়েছেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত