ক্রীড়া ডেস্ক, ঢাকা
ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লামেই ইতিহাস গড়লেন এমা রাদুকানো। সবচেয়ে কম বয়সে ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেছেন এই ব্রিটিশ তরুণী। গতকাল বুধবার শেষ ষোলোর লড়াইয়ে সরাসরি সেটে ৬-৩, ৬-৪ গেমে এমা হারিয়েছেন বেলিন্ডা বেনসিচকে।
এ বছরই উইম্বলডন দিয়ে গ্র্যান্ড স্লামে অভিষেক হয়েছিল এমার। ইউএস ওপেন তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। কাল ম্যাচের আগে নারী বাছাইয়ে এমার অবস্থান ছিল ১৫০ নম্বরে। অল্প দিনের এই ক্যারিয়ার নিয়েই ইউএস ওপেনে এখন পর্যন্ত চমক দেখিয়ে যাচ্ছেন ১৮ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে কাল এমার প্রতিপক্ষ ছিল এই কদিন আগেই অলিম্পিকে সোনা জেতা বেলিন্ডা বেনসিচ। সুইস তারকা বেনসিচ আছেন বাছাইয়ের ১১ নম্বরে। শেষ ষোলোর লড়াইয়ে নামার আগে তাই নামে-ভারে সব দিক দিয়েই এগিয়ে ছিলেন ২৪ বছর বয়সী সুইস তারকা।
প্রতিপক্ষ নামে-ভারে এগিয়ে থাকলেও খেলায় সেটি বুঝতে দেননি এমা। ফ্ল্যাশিং মিডোসে কাল যে ঝড় তুললেন, সেই ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেছেন বেনসিচ। সরাসরি সেটে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন অলিম্পিক চ্যাম্পিয়নকে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছেন এমা। প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি। কোয়ার্টার ফাইনালের এই জয়ে শুধু সেমিফাইনালেই পৌঁছাননি, গড়েছেন আরও এক কীর্তি। এখন পর্যন্ত ইউএস ওপেনে একটি সেটও হারেননি এমা। তাঁর দাপুটে পারফরম্যান্সে বাছাইয়ের ১০০ ধাপ এগিয়ে ৫০ নম্বরে উঠে এসেছেন এমা।
তিন দিন আগেই ১৮ পেরিয়ে ১৯-এ পা দেওয়া লেইলাহ ফার্নান্দেজও কম বয়সে সেমিফাইনালে উঠে ভেঙেছিলেন ২০০৫ সালে গড়া মারিয়া শারাপোভার রেকর্ড। চার দিনের মাথায় সেই রেকর্ড ভেঙে নতুন এক কীর্তি গড়লেন এমা। জয়ের পর উচ্ছ্বসিত এমা বলেন, ‘এ পর্যন্ত আসতে পেরে আমি দারুণ খুশি। বেলিন্ডা একজন দুর্দান্ত প্রতিপক্ষ এবং ভালো ছন্দে আছেন। তাঁর বলের গতি আমাকে বারবার দ্বিধায় ফেলছিল, তাই আমি দ্রুত পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছি।’ মানিয়ে নিয়েই তো শেষ চারে জায়গা করে নিলেন এবার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল এমার প্রতিপক্ষ মারিয়া সাক্কারি।
ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লামেই ইতিহাস গড়লেন এমা রাদুকানো। সবচেয়ে কম বয়সে ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেছেন এই ব্রিটিশ তরুণী। গতকাল বুধবার শেষ ষোলোর লড়াইয়ে সরাসরি সেটে ৬-৩, ৬-৪ গেমে এমা হারিয়েছেন বেলিন্ডা বেনসিচকে।
এ বছরই উইম্বলডন দিয়ে গ্র্যান্ড স্লামে অভিষেক হয়েছিল এমার। ইউএস ওপেন তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। কাল ম্যাচের আগে নারী বাছাইয়ে এমার অবস্থান ছিল ১৫০ নম্বরে। অল্প দিনের এই ক্যারিয়ার নিয়েই ইউএস ওপেনে এখন পর্যন্ত চমক দেখিয়ে যাচ্ছেন ১৮ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে কাল এমার প্রতিপক্ষ ছিল এই কদিন আগেই অলিম্পিকে সোনা জেতা বেলিন্ডা বেনসিচ। সুইস তারকা বেনসিচ আছেন বাছাইয়ের ১১ নম্বরে। শেষ ষোলোর লড়াইয়ে নামার আগে তাই নামে-ভারে সব দিক দিয়েই এগিয়ে ছিলেন ২৪ বছর বয়সী সুইস তারকা।
প্রতিপক্ষ নামে-ভারে এগিয়ে থাকলেও খেলায় সেটি বুঝতে দেননি এমা। ফ্ল্যাশিং মিডোসে কাল যে ঝড় তুললেন, সেই ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেছেন বেনসিচ। সরাসরি সেটে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন অলিম্পিক চ্যাম্পিয়নকে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছেন এমা। প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি। কোয়ার্টার ফাইনালের এই জয়ে শুধু সেমিফাইনালেই পৌঁছাননি, গড়েছেন আরও এক কীর্তি। এখন পর্যন্ত ইউএস ওপেনে একটি সেটও হারেননি এমা। তাঁর দাপুটে পারফরম্যান্সে বাছাইয়ের ১০০ ধাপ এগিয়ে ৫০ নম্বরে উঠে এসেছেন এমা।
তিন দিন আগেই ১৮ পেরিয়ে ১৯-এ পা দেওয়া লেইলাহ ফার্নান্দেজও কম বয়সে সেমিফাইনালে উঠে ভেঙেছিলেন ২০০৫ সালে গড়া মারিয়া শারাপোভার রেকর্ড। চার দিনের মাথায় সেই রেকর্ড ভেঙে নতুন এক কীর্তি গড়লেন এমা। জয়ের পর উচ্ছ্বসিত এমা বলেন, ‘এ পর্যন্ত আসতে পেরে আমি দারুণ খুশি। বেলিন্ডা একজন দুর্দান্ত প্রতিপক্ষ এবং ভালো ছন্দে আছেন। তাঁর বলের গতি আমাকে বারবার দ্বিধায় ফেলছিল, তাই আমি দ্রুত পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছি।’ মানিয়ে নিয়েই তো শেষ চারে জায়গা করে নিলেন এবার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল এমার প্রতিপক্ষ মারিয়া সাক্কারি।
আগের রাতে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেটাই ব্যবধান কমানোর সুযোগ এনে দেয় বার্সেলোনার জন্য। হান্সি ফ্লিকের দল অবশ্য সেটা হাতছাড়া করেনি। লা লিগায় দেপোর্তিভো আলাভেসকে আজ ১-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন রবার্ট লেভানডফস্কি।
৭ ঘণ্টা আগেবিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে সন্দেহভাজন হিসেবে এনামুল হক বিজয়কে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেল সংবাদ প্রচার করে। বিজয় সেটিকে ভুল সংবাদ দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী যুবায়ের মোহাম্মদ আওরঙ্গজেবের মাধ্যমে ওই চ্যানেল এবং সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছেন। আজ বিজয় নিজেই সামাজিক যোগাযো
৮ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে মাথায় আঘাত পেয়েছিলেন শিভাম দুবে। তাঁর কনকাশন-সাব হিসেবে খেলানো হয় হারশিত রানাকে। পরে বিতর্কের বিষয় হয়ে ওঠে দুবের জায়গায় হারশিতকে খেলানো নিয়ে। বিতর্ক হওয়াটাও স্বাভাবিক—দুবে একজন ব্যাটিং অলরাউন্ডার, বিপরীতে হারশিত পাকা পেসার।
৮ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও, আইপিএলে এখনো পরিচিত মুখ মহেন্দ্র সিং ধোনি। আসন্ন মৌসুমেও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাবেন তিনি। তবে তার ক্রিকেট পরবর্তী ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা জানালেন, অবসরের পর ধোনিকে রাজনীতিতে দেখার প্রত্
৯ ঘণ্টা আগে