Ajker Patrika

নিষিদ্ধ হলেন দ্রুততম মানব ইসমাইল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২৩: ০১
নিষিদ্ধ হলেন দ্রুততম মানব ইসমাইল

এক বছরের জন্য নিষিদ্ধ হলেন দেশের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে এই শাস্তি দিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। 

গত ২ অক্টোবর থেকে আগামী এক বছরের জন্য ঘরোয়া ও আন্তর্জাতিক সব রকমের প্রতিযোগিতায় নিষিদ্ধ থাকবেন ইসমাইল। সর্বশেষ টোকিও অলিম্পিকের জন্য অ্যাথলেটিকসে বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে তিনজনকে বাছাই করা হয়েছিল। সেই তালিকায় ইসমাইল ও দ্রুততম মানবী শিরিন আক্তারের সঙ্গে ছিলেন জহির রায়হান। 

শেষ পর্যন্ত ফেডারেশন থেকে জহিরকেই চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছিল। কিন্তু এই বাছাই প্রক্রিয়া নিয়ে ওই সময় প্রশ্ন তোলেন ইসমাইল। সেটারই শাস্তি পেতে হলো দেশের এই দ্রুততম মানবের। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু বিষয়টি নিশ্চিত করেছেন। 

মন্টু বলেছেন, 'শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে নিষিদ্ধ করা হয়েছে। তাঁকে শোকজ করা হয়েছিল। সবকিছু যাচাই-বাছাই করে তদন্ত কমিটির প্রস্তাবনা অনুযায়ী এই শাস্তি দেওয়া হয়েছে।' 

শাস্তির ব্যাপারে আপিল করার সুযোগ থাকছে ইসমাইলের সামনে। কাল-পরশু ফেডারেশনে চিঠি পাঠাবে নৌবাহিনী। শাস্তির খবর শুনে ইসমাইল নিজেও বলেছেন, 'আমি কী কথা বলেছি, কী করেছি সেটা সবাই জানেন। নৌবাহিনীর পক্ষ থেকেও আমাকে বলা হয়েছে, তারা আমার ব্যাপারে ইতিবাচক। আমার বাহিনীর পক্ষ থেকে চিঠি দুই-এক দিনের মধ্যেই পৌঁছে যাবে।'  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত