পোলট্রি খামারিদের মাথায় হাত
চলতি বছরের জুন মাসের শুরুতে মুরগি খামারের দুটি শেডে প্রায় তিন হাজার বাচ্চা তোলেন চট্টগ্রামের সীতাকুণ্ডের ভায়েরখীল এলাকার মো. সিরাজুদ্দৌলা। মুরগির বাচ্চা, খাবার, ওষুধ ও শ্রমিকদের মজুরি বাবদ তাঁর খরচ হয় ৩ লাখ ৫০ হাজার টাকা। কিন্তু মুরগি বিক্রয় উপযোগী হওয়ার পর হঠাৎই দুটি শেডে দেখা দেয় রানীক্ষেত রোগ। আক