Ajker Patrika

অনুষ্ঠানেই সীমাবদ্ধ ইঁদুর নিধন অভিযান

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১১: ৫২
অনুষ্ঠানেই সীমাবদ্ধ ইঁদুর নিধন অভিযান

সারা দেশের মতো চট্টগ্রামের সীতাকুণ্ডে মাসব্যাপী চলছে ইঁদুর নিধন অভিযান। ইঁদুর নিধনকে ঘিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হলেও সেটি উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে সীমাবদ্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, এখন পর্যন্ত উপজেলার কোনো কৃষককে ইঁদুর নিধনের ফাঁদ কিংবা উপকরণ দেওয়া হয়নি। ফসলের মাঠে ইঁদুর নিধনে কোনো পদক্ষেপ বা কর্মসূচি নেয়নি উপজেলা কৃষি অফিস।

উপজেলা কৃষি অফিস থেকে জানানো হয়, উপজেলার কৃষকদের সচেতন করতে এ ইঁদুর নিধন অভিযান পালন করা হচ্ছে। পর্যাপ্ত বরাদ্দ না থাকায় ইঁদুর নিধনে প্রয়োজনীয় উপকরণ বিতরণ সম্ভব হচ্ছে না। তবে সরকারি নির্দেশনায় সচেতনতা বৃদ্ধিতে মাসব্যাপী এ অভিযান চালানো হচ্ছে।

মাসব্যাপী চলা ইঁদুর নিধন অভিযানকে হাস্যকর মন্তব্য করে মাহামুদাবাদ এলাকার কৃষক এরশাদ বলেন, শুধু অফিসে বসে অনুষ্ঠান করলে মাঠের ইঁদুর নিধন হবে না। ইঁদুর নিধনে প্রয়োজনীয় উপকরণ বিতরণের পাশাপাশি মাঠপর্যায়ে গিয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিতে হবে।

বাঁশবাড়িয়া এলাকার এক কৃষক বলেন, আউশের মাঠে ইঁদুরের উপদ্রবে তাঁর ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল। এবার আমন ধানের জমিতেও হানা দিয়েছে ইঁদুর। তিনি বলেন, ফসলের মাঠে ইঁদুর নিধনে কোনো পদক্ষেপ বা কর্মসূচি নেয়নি উপজেলা কৃষি অফিস।

স্থানীয় কৃষকেরা বলছেন, সরকারি ব্যবস্থাপনা ছাড়া কৃষকদের পক্ষে ইঁদুর নিধন সম্ভব না। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান তাঁরা।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘মাসব্যাপী ইঁদুর নিধন অভিযানে সরকার যে বরাদ্দ দেয়, সেটি প্রয়োজনের তুলনায় একবারেই যৎসামান্য। এ বরাদ্দ থেকে কৃষকের মধ্যে উপকরণ বিতরণ সম্ভব না।’

কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ আজকের পত্রিকাকে আরও বলেন, ‘তবুও আমরা চেষ্টা করছি। কৃষকদের ইঁদুর নিধনে কৌশল শিখিয়ে দিচ্ছি। এ ছাড়া কৃষককে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত