Ajker Patrika

সীতাকুণ্ডে ১৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১১: ৫৩
সীতাকুণ্ডে ১৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৯ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১৫ প্রার্থী। এঁদের মধ্যে একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। আর বাকিরা সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্য প্রার্থী।

নির্বাচনে দায়িত্বে থাকা তিন কর্মকর্তা কামরুল হাসান, রকর চাকমা ও হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। তাঁরা জানান, গত মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। ইউপি নির্বাচন থেকে কয়েকজন মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থী না থাকায় ১৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে পাঁচজন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাঁরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন—সৈয়দপুর ইউপিতে মো. তাজুল ইসলাম নিজামী, মুরাদপুরে এস এম রেজাউল করিম বাহার, কুমিরায় মোরশেদ হোসেন চৌধুরী, সোনাইছড়িতে মনির আহমেদ ও ভাটিয়ারীতে নাজিম উদ্দিন।

এ ছাড়া সাধারণ সদস্য পদে সৈয়দপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম নিজামী, বারৈয়ারঢালার ৭ নম্বর ওয়ার্ডে রফিউজ্জামান, মুরাদপুরের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী ইকবাল হোসেন, সোনাইছড়ির ৭ নম্বর ওয়ার্ডে বাবুল মিয়া ও ভাটিয়ারীর ৭ নম্বর ওয়ার্ডে মাইন উদ্দিন।

সংরক্ষিত নারী সদস্য পদে সৈয়দপুরে খালেদা আক্তার শিপু, বারৈয়ারঢালায় জোৎস্না আরা বেগম, নারগিস বিনতে ইসলাম, মুরাদপুরে রেজিয়া সুলতানা, সোনাইছড়িতে ফাতেমা বেগম ও কুমিরায় মনোয়ারা বেগম ও ফাতেমা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৬ জন নির্বাচিত হলেও এখনো চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৪০০ প্রার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত