Ajker Patrika

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত, আহত ১

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৪: ৩৯
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত, আহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যান ও মাছবাহী পিকআপের সংঘর্ষে পথচারী শিশুসহ দুজন নিহত হয়েছে। এ ছাড়া শিশুটির পিতা মিন্টু মিয়া (৩২) গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকাল সোয়া ৮টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর বাজারের হাজেরা হ্যাভেন গার্ডেনের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির পরিদর্শক মো. আমীর ফারুক। 

দুর্ঘটনায় নিহতেরা হলেন, বাগেরহাট জেলার চিতলমারী থানার বড়গুলি এলাকার আহত মন্টু শেখের শিশুপুত্র সিয়াম (৮) ও চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার মেহেদীনগর এলাকার আলমগীরের পুত্র মেহেদী হাসান জনি (১৮)। নিহত জনি বারৈয়ারহাট বাজারের চান্দিনা মাছের আড়তের কর্মচারী। 

প্রত্যক্ষদর্শী অশোক দাস জানান, সকালে পৌর সদরের উত্তর বাজার এলাকায় মহাসড়কের পাশে মাছবাহী পিকআপটি দাঁড়িয়ে ছিল। এ সময় রাস্তা পারাপারের জন্য আট বছর বয়সী শিশু সিয়ামকে নিয়ে পিকআপের সামনে দাঁড়িয়ে ছিলেন তাঁর পিতা মিন্টু মিয়া। হঠাৎ ঢাকামুখী একটি মালবাহী কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপকে ধাক্কা দেয়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সিয়াম ও জনির মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন মিন্টু মিয়া। 

হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. আমীর ফারুক জানান, দুর্ঘটনায় নিহত পথচারী শিশুসহ দুজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহাসড়ক থেকে কাভার্ড ভ্যান ও মাছবাহী পিকআপ সরিয়ে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত