Ajker Patrika

সীতাকুণ্ডে স্মার্ট ক্লাস পরিদর্শনে শিক্ষাসচিব

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৭: ১২
সীতাকুণ্ডে স্মার্ট ক্লাস পরিদর্শনে শিক্ষাসচিব

পৌর সদরের সীতাকুণ্ড থানা সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম। গত বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক ড. মো. শফিকুল ইসলাম, জেলা সহকারী শিক্ষা অফিসার মো. কফিল উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে তিনি পরিদর্শনে যান।

এ সময় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার (এলজিইডি) মো. গোলাম মোস্তফা, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মো রাশেদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুচ্ছোফা প্রমুখ উপস্থিত ছিলেন।

সচিব প্রথমে উপজেলা পর্যায়ে সীতাকুণ্ড থানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত একমাত্র স্মার্ট ক্লাসরুমে যান। আধুনিক সুযোগ-সুবিধার এ ক্লাসরুমের বেঞ্চে বসেই তিনি শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে পাঠদান পদ্ধতিসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এরপর শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি।

শিক্ষাসচিব দেয়ালে প্রদর্শিত শিক্ষক পরিচিতিসহ শিক্ষার্থীদের নানা সৃজনশীল কর্মকাণ্ড দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় বিদ্যালয়ের নানা সমস্যা এবং সার্বিক পরিস্থিতি তুলে ধরেন প্রধান শিক্ষক সুলতানা ইয়াসমিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত