Ajker Patrika

স্ত্রীকে ছুরিকাঘাতের পর নিজের পেটে ছুরি চালান অভি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৩: ২৫
স্ত্রীকে ছুরিকাঘাতের পর নিজের পেটে ছুরি চালান অভি

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতের পর নিজের পেটে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন অভি ধর (২৭) নামের এক যুবক। এ ঘটনায় স্ত্রী জ্যোতিকা সূত্রধরের (২৩) মৃত্যু হয়েছে। 

গতকাল বুধবার রাত ৯টায় উপজেলার পৌর সদরের প্রেমতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়। নিহত জ্যোতিকা প্রেমতলা এলাকার রামচন্দ্র সূত্রধরের মেয়ে। 

স্থানীয়রা জানান, উচ্চমাধ্যমিকের ছাত্রী জ্যোতিকা সূত্রধরের সঙ্গে মুঠোফোনে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে বাঁশখালী এলাকার যুবক অভি ধরের। দুই বছর আগে তাঁরা দুজনে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন। এই বিয়ে তাঁদের কারও পরিবার মেনে না নেওয়ায় তাঁরা চট্টগ্রামের একটি ভাড়া ঘরে বসবাস করছিলেন। অভি স্ত্রীকে আশ্বাস দিয়েছিলেন অল্প সময়ের মধ্যেই তাঁর পরিবারকে বুঝিয়ে জ্যোতিকাকে নিজ বাড়িতে তুলে নেবেন। কিন্তু বাস্তবে তাঁর পরিবার মেনে না নেওয়ায় জ্যোতিকে বাড়িতে নিতে পারেননি। এ নিয়ে জ্যোতির সঙ্গে অভির কলহ চরম আকার ধারণ করলে জ্যোতি অভিকে ছেড়ে নিজের বাপের বাড়িতে চলে আসেন। জ্যোতি চলে আসার পর থেকে অভি বারবার তাঁকে বুঝিয়ে আবারও ভাড়া বাসায় নিয়ে যেতে চেষ্টা করলেও জ্যোতি তাতে রাজি হননি। একপর্যায়ে বুধবার রাতে জ্যোতির বাপের বাড়িতে এসে তাঁকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে অভির উপর্যুপরি ছুরিকাঘাতে স্ত্রী জ্যোতি গুরুতর আহত হন। এরপর অভি নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। 

ঘটনার পর জ্যোতির পরিবার ও এলাকাবাসী দুজনকেই উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জ্যোতিকে মৃত ঘোষণা করেন এবং অভির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চমেক হাসপাতালে স্থানান্তর করেন। 

জ্যোতির বাবা রামচন্দ্র সূত্রধর বলেন, `মেয়ের ওপর অভিমান করে তাঁরা দীর্ঘদিন যোগাযোগ রাখেননি। সম্প্রতি তাঁরা জ্যোতি ও অভির বিয়ে মেনে নিয়েছিলেন। কিন্তু অভির পরিবার মোটা অঙ্কের যৌতুক দাবি করায় তাঁরা মেয়েকে আনুষ্ঠানিকভাবে শ্বশুরবাড়িতে পাঠাতে পারেননি। এ নিয়ে অভির সঙ্গে অভিমান করে জ্যোতি কিছুদিন আগে আমাদের বাড়িতে চলে আসে। কিন্তু গতকাল রাতে অভি জ্যোতিকে ফিরিয়ে নিতে এলে সে যেতে অসম্মতি জানায়। এ সময় উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভি জ্যোতিকে উপর্যুপরি ছুরিকাঘাত করে এবং নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করে।' 

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, জ্যোতির মরদেহের সুরতহাল তৈরি করা শেষে ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে জ্যোতির বাবা বাদী হয়ে অভিকে আসামি করে হত্যা মামলা করেছেন। ছুরিকাঘাতে আহত অভির অবস্থাও সংকটাপন্ন। তিনি পুলিশি হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত