সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতের পর নিজের পেটে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন অভি ধর (২৭) নামের এক যুবক। এ ঘটনায় স্ত্রী জ্যোতিকা সূত্রধরের (২৩) মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার রাত ৯টায় উপজেলার পৌর সদরের প্রেমতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়। নিহত জ্যোতিকা প্রেমতলা এলাকার রামচন্দ্র সূত্রধরের মেয়ে।
স্থানীয়রা জানান, উচ্চমাধ্যমিকের ছাত্রী জ্যোতিকা সূত্রধরের সঙ্গে মুঠোফোনে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে বাঁশখালী এলাকার যুবক অভি ধরের। দুই বছর আগে তাঁরা দুজনে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন। এই বিয়ে তাঁদের কারও পরিবার মেনে না নেওয়ায় তাঁরা চট্টগ্রামের একটি ভাড়া ঘরে বসবাস করছিলেন। অভি স্ত্রীকে আশ্বাস দিয়েছিলেন অল্প সময়ের মধ্যেই তাঁর পরিবারকে বুঝিয়ে জ্যোতিকাকে নিজ বাড়িতে তুলে নেবেন। কিন্তু বাস্তবে তাঁর পরিবার মেনে না নেওয়ায় জ্যোতিকে বাড়িতে নিতে পারেননি। এ নিয়ে জ্যোতির সঙ্গে অভির কলহ চরম আকার ধারণ করলে জ্যোতি অভিকে ছেড়ে নিজের বাপের বাড়িতে চলে আসেন। জ্যোতি চলে আসার পর থেকে অভি বারবার তাঁকে বুঝিয়ে আবারও ভাড়া বাসায় নিয়ে যেতে চেষ্টা করলেও জ্যোতি তাতে রাজি হননি। একপর্যায়ে বুধবার রাতে জ্যোতির বাপের বাড়িতে এসে তাঁকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে অভির উপর্যুপরি ছুরিকাঘাতে স্ত্রী জ্যোতি গুরুতর আহত হন। এরপর অভি নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।
ঘটনার পর জ্যোতির পরিবার ও এলাকাবাসী দুজনকেই উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জ্যোতিকে মৃত ঘোষণা করেন এবং অভির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চমেক হাসপাতালে স্থানান্তর করেন।
জ্যোতির বাবা রামচন্দ্র সূত্রধর বলেন, `মেয়ের ওপর অভিমান করে তাঁরা দীর্ঘদিন যোগাযোগ রাখেননি। সম্প্রতি তাঁরা জ্যোতি ও অভির বিয়ে মেনে নিয়েছিলেন। কিন্তু অভির পরিবার মোটা অঙ্কের যৌতুক দাবি করায় তাঁরা মেয়েকে আনুষ্ঠানিকভাবে শ্বশুরবাড়িতে পাঠাতে পারেননি। এ নিয়ে অভির সঙ্গে অভিমান করে জ্যোতি কিছুদিন আগে আমাদের বাড়িতে চলে আসে। কিন্তু গতকাল রাতে অভি জ্যোতিকে ফিরিয়ে নিতে এলে সে যেতে অসম্মতি জানায়। এ সময় উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভি জ্যোতিকে উপর্যুপরি ছুরিকাঘাত করে এবং নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করে।'
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, জ্যোতির মরদেহের সুরতহাল তৈরি করা শেষে ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে জ্যোতির বাবা বাদী হয়ে অভিকে আসামি করে হত্যা মামলা করেছেন। ছুরিকাঘাতে আহত অভির অবস্থাও সংকটাপন্ন। তিনি পুলিশি হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতের পর নিজের পেটে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন অভি ধর (২৭) নামের এক যুবক। এ ঘটনায় স্ত্রী জ্যোতিকা সূত্রধরের (২৩) মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার রাত ৯টায় উপজেলার পৌর সদরের প্রেমতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়। নিহত জ্যোতিকা প্রেমতলা এলাকার রামচন্দ্র সূত্রধরের মেয়ে।
স্থানীয়রা জানান, উচ্চমাধ্যমিকের ছাত্রী জ্যোতিকা সূত্রধরের সঙ্গে মুঠোফোনে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে বাঁশখালী এলাকার যুবক অভি ধরের। দুই বছর আগে তাঁরা দুজনে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন। এই বিয়ে তাঁদের কারও পরিবার মেনে না নেওয়ায় তাঁরা চট্টগ্রামের একটি ভাড়া ঘরে বসবাস করছিলেন। অভি স্ত্রীকে আশ্বাস দিয়েছিলেন অল্প সময়ের মধ্যেই তাঁর পরিবারকে বুঝিয়ে জ্যোতিকাকে নিজ বাড়িতে তুলে নেবেন। কিন্তু বাস্তবে তাঁর পরিবার মেনে না নেওয়ায় জ্যোতিকে বাড়িতে নিতে পারেননি। এ নিয়ে জ্যোতির সঙ্গে অভির কলহ চরম আকার ধারণ করলে জ্যোতি অভিকে ছেড়ে নিজের বাপের বাড়িতে চলে আসেন। জ্যোতি চলে আসার পর থেকে অভি বারবার তাঁকে বুঝিয়ে আবারও ভাড়া বাসায় নিয়ে যেতে চেষ্টা করলেও জ্যোতি তাতে রাজি হননি। একপর্যায়ে বুধবার রাতে জ্যোতির বাপের বাড়িতে এসে তাঁকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে অভির উপর্যুপরি ছুরিকাঘাতে স্ত্রী জ্যোতি গুরুতর আহত হন। এরপর অভি নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।
ঘটনার পর জ্যোতির পরিবার ও এলাকাবাসী দুজনকেই উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জ্যোতিকে মৃত ঘোষণা করেন এবং অভির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চমেক হাসপাতালে স্থানান্তর করেন।
জ্যোতির বাবা রামচন্দ্র সূত্রধর বলেন, `মেয়ের ওপর অভিমান করে তাঁরা দীর্ঘদিন যোগাযোগ রাখেননি। সম্প্রতি তাঁরা জ্যোতি ও অভির বিয়ে মেনে নিয়েছিলেন। কিন্তু অভির পরিবার মোটা অঙ্কের যৌতুক দাবি করায় তাঁরা মেয়েকে আনুষ্ঠানিকভাবে শ্বশুরবাড়িতে পাঠাতে পারেননি। এ নিয়ে অভির সঙ্গে অভিমান করে জ্যোতি কিছুদিন আগে আমাদের বাড়িতে চলে আসে। কিন্তু গতকাল রাতে অভি জ্যোতিকে ফিরিয়ে নিতে এলে সে যেতে অসম্মতি জানায়। এ সময় উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভি জ্যোতিকে উপর্যুপরি ছুরিকাঘাত করে এবং নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করে।'
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, জ্যোতির মরদেহের সুরতহাল তৈরি করা শেষে ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে জ্যোতির বাবা বাদী হয়ে অভিকে আসামি করে হত্যা মামলা করেছেন। ছুরিকাঘাতে আহত অভির অবস্থাও সংকটাপন্ন। তিনি পুলিশি হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেচট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের বিরুদ্ধে নিজ ক্ষমতার বাইরে গিয়ে এবং সরকারি নীতিমালার তোয়াক্কা না করে সরকারি খাস জায়গা পাঁচ বছরের জন্য বন্দোবস্ত দিয়েছেন। ১০০ টাকার স্ট্যাম্পে একটি অস্থায়ী ভাড়ানামা চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে সরকারি এই জায়গা দেওয়া হয়েছে।
২৩ মিনিট আগেযশোরে সাম্প্রতিক সময়ে খুনাখুনির পাশাপাশি চুরি-ছিনতাই বেড়ে গেছে। এমনকি প্রকাশ্যে দিনদুপুরে ঘটছে খুনের ঘটনা। সর্বশেষ এক দিনের ব্যবধানে দুটি হত্যাকাণ্ড ঘটে গেছে। এ নিয়ে গত মে থেকে ১৩ আগস্ট পর্যন্ত প্রায় সাড়ে ৩ মাসে ২৩ জন হত্যার শিকার হয়েছেন। এ ছাড়া রাত নামলেই ছিনতাই ও চুরি হচ্ছে অহরহ।
১ ঘণ্টা আগে