সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে জ্যোতিকা সূত্রধর (২৩) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। অভিযোগ রয়েছে, স্বামী অভি ধর (২৭) তাঁকে খুন করেন। পরে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
গত বুধবার রাত ৯টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের প্রেমতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের হাসপাতালে নিয়ে যায় এবং পুলিশকে খবর দেয়।
পুলিশ জ্যোতিকার মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জ্যোতিকা প্রেমতলা এলাকার রাম চন্দ্র সূত্রধরের মেয়ে।
স্থানীয় বাসিন্দা জানান, দুই বছর আগে প্রেম করে পালিয়ে বিয়ে করেন জ্যোতিকা ও বাঁশখালী এলাকার অভি। বিয়েটি তাঁদের পরিবার মেনে নেয়নি। তাই তাঁরা বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। অভি আশ্বাস দিয়েছিলেন অল্প সময়ের মধ্যেই পরিবারকে বুঝিয়ে জ্যোতিকাকে নিজ বাড়িতে তুলবেন। কিন্তু পরিবার মেনে না নেওয়ায় স্ত্রীকে বাড়িতে নিতে পারেননি। এ নিয়ে তাঁদের কলহ শুরু হয়। জ্যোতিকা অভিমান করে বাবার বাড়িতে চলে যান। পরে জ্যোতিকাকে অনেকবার বলার পরও আর ভাড়া বাসায় ফিরতে রাজি হয়নি। বিষয়টি নিয়ে গত বুধবার দুজনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে স্ত্রীর পেটে ছুরিকাঘাত করেন অভি। পরে নিজে আত্মহত্যার চেষ্টা করেন।
ঘটনার পর জ্যোতিকার পরিবার ও প্রতিবেশীরা দুজনকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জ্যোতিকাকে মৃত ঘোষণা করেন। আর আশঙ্কাজনক অবস্থায় অভিকে চমেক হাসপাতালে পাঠানো হয়।
জ্যোতির বাবা রাম চন্দ্র সূত্রধর বলেন, ‘মেয়ের ওপর অভিমান করে তাঁরা দীর্ঘদিন যোগাযোগ রাখেননি। সম্প্রতি তাঁরা জ্যোতিকা ও অভির বিয়ে মেনে নিয়েছিলেন। কিন্তু অভির পরিবার মোটা অঙ্কের যৌতুক দাবি করে। এ জন্য তাঁরা মেয়েকে আনুষ্ঠানিকভাবে শ্বশুর বাড়িতে পাঠাতে পারেননি। এ নিয়ে অভির সঙ্গে অভিমান করে জ্যোতিকা কিছুদিন আগে আমাদের বাড়িতে চলে আসেন। গত বুধবার রাতে অভি জ্যোতিকাকে ফিরিয়ে নিতে আসেন। এতে আমার মেয়ে অসম্মতি জানান। এ সময় তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডার শুরু হয়। একপর্যায়ে অভি জ্যোতিকাকে ছুরিকাঘাত করেন নিজের আত্মহত্যার চেষ্টা করেন।’
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, এ ঘটনায় রাতে জ্যোতির বাবা বাদী হয়ে অভিকে আসামি করে মামলা করেছেন। অভি এখন পুলিশি হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে জ্যোতিকা সূত্রধর (২৩) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। অভিযোগ রয়েছে, স্বামী অভি ধর (২৭) তাঁকে খুন করেন। পরে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
গত বুধবার রাত ৯টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের প্রেমতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের হাসপাতালে নিয়ে যায় এবং পুলিশকে খবর দেয়।
পুলিশ জ্যোতিকার মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জ্যোতিকা প্রেমতলা এলাকার রাম চন্দ্র সূত্রধরের মেয়ে।
স্থানীয় বাসিন্দা জানান, দুই বছর আগে প্রেম করে পালিয়ে বিয়ে করেন জ্যোতিকা ও বাঁশখালী এলাকার অভি। বিয়েটি তাঁদের পরিবার মেনে নেয়নি। তাই তাঁরা বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। অভি আশ্বাস দিয়েছিলেন অল্প সময়ের মধ্যেই পরিবারকে বুঝিয়ে জ্যোতিকাকে নিজ বাড়িতে তুলবেন। কিন্তু পরিবার মেনে না নেওয়ায় স্ত্রীকে বাড়িতে নিতে পারেননি। এ নিয়ে তাঁদের কলহ শুরু হয়। জ্যোতিকা অভিমান করে বাবার বাড়িতে চলে যান। পরে জ্যোতিকাকে অনেকবার বলার পরও আর ভাড়া বাসায় ফিরতে রাজি হয়নি। বিষয়টি নিয়ে গত বুধবার দুজনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে স্ত্রীর পেটে ছুরিকাঘাত করেন অভি। পরে নিজে আত্মহত্যার চেষ্টা করেন।
ঘটনার পর জ্যোতিকার পরিবার ও প্রতিবেশীরা দুজনকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জ্যোতিকাকে মৃত ঘোষণা করেন। আর আশঙ্কাজনক অবস্থায় অভিকে চমেক হাসপাতালে পাঠানো হয়।
জ্যোতির বাবা রাম চন্দ্র সূত্রধর বলেন, ‘মেয়ের ওপর অভিমান করে তাঁরা দীর্ঘদিন যোগাযোগ রাখেননি। সম্প্রতি তাঁরা জ্যোতিকা ও অভির বিয়ে মেনে নিয়েছিলেন। কিন্তু অভির পরিবার মোটা অঙ্কের যৌতুক দাবি করে। এ জন্য তাঁরা মেয়েকে আনুষ্ঠানিকভাবে শ্বশুর বাড়িতে পাঠাতে পারেননি। এ নিয়ে অভির সঙ্গে অভিমান করে জ্যোতিকা কিছুদিন আগে আমাদের বাড়িতে চলে আসেন। গত বুধবার রাতে অভি জ্যোতিকাকে ফিরিয়ে নিতে আসেন। এতে আমার মেয়ে অসম্মতি জানান। এ সময় তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডার শুরু হয়। একপর্যায়ে অভি জ্যোতিকাকে ছুরিকাঘাত করেন নিজের আত্মহত্যার চেষ্টা করেন।’
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, এ ঘটনায় রাতে জ্যোতির বাবা বাদী হয়ে অভিকে আসামি করে মামলা করেছেন। অভি এখন পুলিশি হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫