Ajker Patrika

স্ত্রীকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১১: ৫৬
স্ত্রীকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা

চট্টগ্রামের সীতাকুণ্ডে জ্যোতিকা সূত্রধর (২৩) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। অভিযোগ রয়েছে, স্বামী অভি ধর (২৭) তাঁকে খুন করেন। পরে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

গত বুধবার রাত ৯টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের প্রেমতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের হাসপাতালে নিয়ে যায় এবং পুলিশকে খবর দেয়।

পুলিশ জ্যোতিকার মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জ্যোতিকা প্রেমতলা এলাকার রাম চন্দ্র সূত্রধরের মেয়ে।

স্থানীয় বাসিন্দা জানান, দুই বছর আগে প্রেম করে পালিয়ে বিয়ে করেন জ্যোতিকা ও বাঁশখালী এলাকার অভি। বিয়েটি তাঁদের পরিবার মেনে নেয়নি। তাই তাঁরা বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। অভি আশ্বাস দিয়েছিলেন অল্প সময়ের মধ্যেই পরিবারকে বুঝিয়ে জ্যোতিকাকে নিজ বাড়িতে তুলবেন। কিন্তু পরিবার মেনে না নেওয়ায় স্ত্রীকে বাড়িতে নিতে পারেননি। এ নিয়ে তাঁদের কলহ শুরু হয়। জ্যোতিকা অভিমান করে বাবার বাড়িতে চলে যান। পরে জ্যোতিকাকে অনেকবার বলার পরও আর ভাড়া বাসায় ফিরতে রাজি হয়নি। বিষয়টি নিয়ে গত বুধবার দুজনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে স্ত্রীর পেটে ছুরিকাঘাত করেন অভি। পরে নিজে আত্মহত্যার চেষ্টা করেন।

ঘটনার পর জ্যোতিকার পরিবার ও প্রতিবেশীরা দুজনকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জ্যোতিকাকে মৃত ঘোষণা করেন। আর আশঙ্কাজনক অবস্থায় অভিকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

জ্যোতির বাবা রাম চন্দ্র সূত্রধর বলেন, ‘মেয়ের ওপর অভিমান করে তাঁরা দীর্ঘদিন যোগাযোগ রাখেননি। সম্প্রতি তাঁরা জ্যোতিকা ও অভির বিয়ে মেনে নিয়েছিলেন। কিন্তু অভির পরিবার মোটা অঙ্কের যৌতুক দাবি করে। এ জন্য তাঁরা মেয়েকে আনুষ্ঠানিকভাবে শ্বশুর বাড়িতে পাঠাতে পারেননি। এ নিয়ে অভির সঙ্গে অভিমান করে জ্যোতিকা কিছুদিন আগে আমাদের বাড়িতে চলে আসেন। গত বুধবার রাতে অভি জ্যোতিকাকে ফিরিয়ে নিতে আসেন। এতে আমার মেয়ে অসম্মতি জানান। এ সময় তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডার শুরু হয়। একপর্যায়ে অভি জ্যোতিকাকে ছুরিকাঘাত করেন নিজের আত্মহত্যার চেষ্টা করেন।’

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, এ ঘটনায় রাতে জ্যোতির বাবা বাদী হয়ে অভিকে আসামি করে মামলা করেছেন। অভি এখন পুলিশি হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত