বাড়ল আটা, পেঁয়াজের দাম
ময়মনসিংহের বাজারে খোলা সয়াবিন মিললেও পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল। বেড়েছে আটা, পেঁয়াজ, রসুন, ডিম, মাছের দাম। তবে কমেছে গরু, খাসির মাংস ও মুরগির দাম। কিন্তু শাকসবজির দাম স্থিতিশীল। গতকাল সোমবার নগরীর প্রধান মেছুয়া বাজার ও শম্ভুগঞ্জ বাজার ঘুরে এসব তথ্য তথ্য পাওয়া যায়।