পণ্যের দাম নিয়ন্ত্রণে না থাকায় ক্ষুব্ধ ক্রেতারা
ময়মনসিংহে সয়াবিন তেলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম। প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিংয়ের পরও দাম নিয়ন্ত্রণে না আসায় ক্ষুব্ধ ক্রেতারা। তবে প্রশাসনের কর্মকর্তারা বলছেন, বাজার নিয়ন্ত্রণে তাঁদের অভিযান অব্যাহত থাকবে। বাজার নিয়ন্ত্রণে তাঁরা সবার সহযোগিতা চান।