Ajker Patrika

শ্রমিক সংকটে খেতেই পেকে নষ্ট হচ্ছে ধান

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২২, ১৩: ০৮
শ্রমিক সংকটে খেতেই  পেকে নষ্ট হচ্ছে ধান

ময়মনসিংহে এবার বোরো ধানের বাম্পার ফলন হলেও ধান কাটার শ্রমিক সংকট এবং টানা বৃষ্টির কারণে ফসল ঘরে তুলতে না পারছেন না কৃষকেরা। অনেকের ধান পেকে খেতেই নষ্ট হচ্ছে। শ্রমিক পেলেও দিতে হচ্ছে চড়া মূল্য। মাথার ঘাম পায়ে ফেলে ফলানো ফসলে খরচই উঠছে না কৃষকদের।

বোরো ধান কাটার মৌসুম পুরোদমে শুরু হলেও শ্রমিক সংকটের কারণে কৃষকেরা ধান কাটতে পারছেন না। এর মধ্যে রয়েছে বৃষ্টির বাগড়া। অনেকের খেতের ধান পেকে খেতেই নষ্ট হচ্ছে। শ্রমিক পেলেও ১০ শতাংশ জমির ধান কাটতে গুনতে হচ্ছে ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা। এরপর রয়েছে মাড়াই খরচ। এত কিছুর পরেও প্রতি মণ ধান বিক্রি করতে হচ্ছে ৫০০-৬০০ টাকায়। যার ফলে কৃষকদের উৎপাদন খরচই উঠছে না। বাধ্য হয়ে অনেকে নিজের খেত নিজেই কাটছেন।

তারাকান্দা উপজেলার বালিয়া গ্রামের কৃষক আব্দুর রশিদ বলেন, গত বছর ভালো দাম পেয়ে এ বছর পাঁচ একর জমিতে বোরো চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। ঈদের আগে ঝড়-বৃষ্টিতে আটাশ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন শ্রমিক সংকটের কারণে নিজের ধান নিজেই কাটছেন। প্রায় দিনই বৃষ্টি থাকায় সমস্যায় পড়তে হচ্ছে। ১০ শতাংশ জমির ধান কাটতে শ্রমিক ১ হাজার টাকার মতো চান। তাহলে কীভাবে পোষাবে?

আরেক কৃষক হুমায়ূন কবীর বলেন, ‘ধানের বাজার খুব খারাপ অবস্থা। এক মণ ধান বিক্রি করে দুই কেজি সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। এ বছর কৃষকদের খুব নাজেহাল অবস্থা। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এ ক্ষেত্রে সরকারের নজরদারি প্রয়োজন। ধানের দাম বৃদ্ধি না করলে কোনোভাবেই কৃষককে রক্ষা করা যাবে না।’

বালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আমিনুল ইসলাম বলেন, ‘গত বছর ধানের দাম বেশি পেয়ে এ বছর চাষ বেশি করেছি। এখন আমাদের এমন অবস্থা একটা শ্রমিকের মজুরি দিতে হচ্ছে ১ হাজার টাকা। এর মধ্যে একটু বৃষ্টিতে ধান ভিজলে কোনো ব্যাপারী কিনতে চায় না। সর্বোচ্চ ভালো ধানের দাম ৬০০-৭০০ টাকা। সরকার যেভাবে ধান কিনছে সেভাবে আমাদের দেওয়া সম্ভব না।’

ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মতিউজ্জামান বলেন, জেলায় এ বছর ২ লাখ ৬২ হাজার ৮২৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ইতিমধ্যে ৪০ শতাংশ ধান কাটা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে সব ধান কাটা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত