Ajker Patrika

সেরা রক্ত সংগ্রহ কারীদের সম্মাননা

শেরপুর প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২২, ১৩: ৪৩
সেরা রক্ত সংগ্রহ কারীদের সম্মাননা

‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক রক্তসৈনিকের বন্ধন’—এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে রক্তসৈনিক বাংলাদেশের উদ্যোগে ত্রৈমাসিক ময়মনসিংহ বিভাগীয় সেরা রক্ত সংগ্রহকারী সম্মাননা দেওয়া হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় শহরের মাধবপুরে জেলা ডায়াবেটিক হাসপাতাল মিলনায়তনে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রক্তসৈনিক বাংলাদেশের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।

প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম আধার। অতিথি হিসেবে ছিলেন রক্তসৈনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আল আমিন রাজু, মানবাধিকার কর্মী তাহমিনা জলি। অনুষ্ঠানে অতিথিগণ সেরা রক্ত সংগ্রহকারী ও সেরা টিম লিডারদের হাতে সম্মাননা স্মারক ও উদ্দীপনা উপহার তুলে দেন।

আয়োজক সংগঠন সূত্র জানায়, গত বছরের ২১ আগস্ট থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ময়মনসিংহ বিভাগীয় ত্রৈমাসিক রক্ত সংগ্রহ প্রতিযোগিতায় ২৮৭ ব্যাগ রক্ত সংগ্রহ করে প্রথম স্থান অধিকার করেন রক্তসৈনিক শেরপুরের ৭ নম্বর পৌর ওয়ার্ডের সভাপতি সাজ্জাদ হোসেন। ২৮০ ব্যাগ রক্ত সংগ্রহ করে দ্বিতীয় স্থান অধিকার করেন রক্তসৈনিক শ্রীবরদীর সভাপতি সাজিদ হাসান শান্ত ও ২৬৫ ব্যাগ রক্ত সংগ্রহ করে তৃতীয় স্থান অধিকার করেন রক্তসৈনিক ঝিনাইগাতীর সিনিয়র সহসভাপতি জজ মিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত