Ajker Patrika

পুরোনোদের হাতেই নৌকা

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৫ মে ২০২২, ১৩: ৫২
পুরোনোদের হাতেই নৌকা

টাঙ্গাইলের মির্জাপুর, সখীপুর, মধুপুর ও গোপালপুর উপজেলার বিভিন্ন ইউপি নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

গত শুক্রবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই শেষে মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ করে।

আগামী ১৫ জুন এ সব ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুসারে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে। বাছাইয়ের তারিখ ১৯ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে। ২৭ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতিনিধিদের পাঠানো খবর:

মির্জাপুর: মির্জাপুরের ছয় ইউপিতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা হলেন উপজেলার বহুরিয়া ইউপিতে সাবেক চেয়ারম্যান মো. আবু সাঈদ ছাদু, লতিফপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান মো. জাকির হোসেন, ভাওড়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, ফতেপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ মিয়া, আজগানা ইউপিতে আব্দুল কাদের সিকদার ও তরফপুর ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম মোল্লা।

সখীপুর: নানা জল্পনা-কল্পনা ছিল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে। সবকিছুর অবসান ঘটিয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন আনছার আলী আসিফ ও অ্যাডভোকেট আনোয়ার হোসেন। আসিফ দাড়িয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এবং অ্যাডভোকেট আনোয়ার হোসেন গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম বলেন, দুই ইউপিতে তৃণমূল আওয়ামী লীগের মতামতের প্রতিফলন ঘটেছে।

মধুপুর: মধুপুরের ৮টি ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কুড়ালিয়া ইউপিতে উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, আউশনারাতে বর্তমান চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা, মহিষমারা ইউপিতে বর্তমান চেয়ারম্যান কাজী আব্দুল মোতালেব, অরণখোলায় বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম, বেরীবাইদ ইউপিতে বর্তমান চেয়ারম্যান মো. জুলহাস উদ্দিন, কুড়াগাছায় বর্তমান চেয়ারম্যান মো. ফজলুল হক সরকার, শোলাকুড়িতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী ও ফুলবাগচালায় বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম বেনু।

এবারে মনোনয়ন পাওয়া এই প্রার্থীরাই গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন।

গোপালপুর: গোপালপুরের ঝাওয়াইল ইউপিতে মনোনয়ন পেয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়শা আক্তার শিখা এবং হেমনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়ন পেয়েছেন হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান তালুকদার হিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত