Ajker Patrika

আবার বিয়ের আশ্বাসে সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহ ও ফুলপুর প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২২, ১৪: ১০
Thumbnail image

ফুলপুরে বিয়ের আশ্বাসে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন ওই নারী। পরে গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এক সংবাদ সম্মেলনে সাবেক স্বামীকে গ্রেপ্তারের দাবি জানান ওই নারী।

পৌর শহরের হালুয়াঘাট রোডের সিকদার মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ষণের অভিযোগ আনা ওই নারী বলেন, ২০১৪ সালে পারিবারিকভাবে অভিযুক্তের সঙ্গে তাঁর বিয়ে হয়। সে ঘরে আমার এক ছেলে সন্তান হয়। তবে এর আগে তাঁর বিষে করার বিষয়টি গোপন করে। আগের বিয়ের বিষয়টি জানাজানির পর পারিবারিক কলহ দেখা দেয়। পরে এর জের ধরে ২০১৮ সালে বিয়ে বিচ্ছেদ হয়।

ওই নারীর বলেন, ২০১৯ সালে একজনের সঙ্গে আমার দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে সাবেক স্বামী আমাকে পুনরায় বিয়ে করার কথা বলে দ্বিতীয় স্বামীকে তালাক দেওয়ার জন্য বাধ্য করে। পরে ২০২১ সালে দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। এরপর আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে সে একাধিকবার ধর্ষণ করেন। তাঁকে বিয়ের জন্য চাপ দিলে টালবাহানা করে আমাকে তাঁর বাড়ি থেকে বের করে দেয়। পরদিন আবারও তার বাড়িতে গিয়ে বিয়ে ও ভরণপোষণের দাবি করি। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করে। এ ঘটনার পর সম্প্রতি ফুলপুর থানায় ধর্ষণ মামলা করি।

ওই নারীর অভিযোগ, এরপর থেকে মামলা মামলা তুলে নেওয়ার জন্য সাবেক স্বামী বিভিন্নভাবে আমাকে হুমকি দিতে থাকেন। মামলার ১১ দিনেও আসামি গ্রেপ্তার না হওয়ায় শঙ্কায় আছি।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ মামুন বলেন, ‘মামলার পর থেকে আসামি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত