Ajker Patrika

ইউপি সদস্যের ওপর হামলাচেষ্টার অভিযোগ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২২, ১৪: ৪২
ইউপি সদস্যের ওপর হামলাচেষ্টার অভিযোগ

জামালপুরের মাদারগঞ্জে মোহাম্মদ রনি নামে এক ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে পরাজিত প্রার্থী রঞ্জু ও তাঁর লোকজনের বিরুদ্ধে। মোহাম্মদ রনি উপজেলার আদারভিটা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য।

এ ঘটনায় গত সোমবার সন্ধ্যায় ইউপি সদস্য মোহাম্মদ রনি বাদী হয়ে জাহিদ হাসানকে প্রধান করে এবং পরাজিত প্রার্থী রঞ্জুসহ ৮ জনের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরশেদ আলী।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ভুক্তভোগী ইউপি সদস্য রনি পরিষদের কাজ শেষে বাড়ি ফেরার সময় গজারিয়া মোড়ে আসলে অভিযুক্ত জাহিদ ও পরাজিত প্রার্থী রঞ্জুসহ তাঁদের সঙ্গে থাকা লোকজন তাঁর পথ অবরোধ করে দেশীয় অস্ত্র ও রড দিয়ে তাঁর ওপর হামলার চেষ্টা চালায়।

এ সময় তিনি চিৎকার শুরু করেন। তখন আশপাশের লোকজন এগিয়ে আসলে তিনি প্রাণে বেঁচে যান। এরপর অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেয়।

ভুক্তভোগী ইউপি সদস্য মোহাম্মদ রনি বলেন, ‘আমি ইউনিয়ন পরিষদ থেকে বাড়িতে আসার সময় গজারিয়া মোড়ে পৌঁছালে অভিযুক্তরা অতর্কিতভাবে হামলা চালানোর চেষ্টা করে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোন সময় আমার ওপর হামলা চালানো হতে পারে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পরাজিত প্রার্থী রঞ্জু বলেন, ‘এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এমন কোনো ঘটনা ঘটেনি।

মাদারগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরশেদ আলী বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত