Ajker Patrika

শেরপুরে বড় বোনকে আটকে রেখে তরুণীকে ধর্ষণ

শেরপুর প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২২, ১৪: ৩৩
শেরপুরে বড় বোনকে আটকে রেখে তরুণীকে ধর্ষণ

শেরপুরে স্বামী থেকে বিচ্ছিন্ন এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। গত সোমবার বিকেল পাঁচটার দিকে সদর উপজেলায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত মো. হাফিজুর রহমান মন্টু (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর অভিযুক্ত মো. আলম মিয়া (২৭) ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার মন্টুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে জেলা সদর হাসপাতালে ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্বামী থেকে বিচ্ছিন্ন ওই তরুণী গাজীপুরে থাকেন। তিনি তিন দিন আগে শেরপুর শহরে তাঁর বড়বোন ও বোনজামাইয়ের ভাড়া বাড়িতে বেড়াতে আসেন। গত সোমবার বিকেল পাঁচটার দিকে তিনি তাঁর বড়বোনের সঙ্গে সদর উপজেলায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে মো. হাফিজুর রহমান মন্টু ও মো. আলম মিয়া তাঁদের দুই বোনকে জোরপূর্বক পার্শ্ববর্তী একটি লেবু বাগানের মধ্যে নিয়ে যায়। সেখানে কৌশলে বড়বোনকে আটকে রেখে তরুণীকে ধর্ষণ করে মন্টু ও আলম। পরে ধর্ষণের শিকার তরুণীকে সঙ্গে নিয়ে তার বড়বোন ওইদিন রাতেই মন্টু ও আলমের বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদের নেতৃত্বে সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সারোয়ার হোসেন, উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার, এসআই রুবেল মিয়া, এসআই সুমন মিয়া, এসআই সুরেশ রাজবংশী সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার ভোররাতে লছমনপুর থেকে হাফিজুর রহমান মন্টুকে গ্রেপ্তার করেন।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বড়বোন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। সেই সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত