বার্সার ‘পুরোনো ঐতিহ্য’ ফিরিয়ে আনতে চান জাভি
খেলোয়াড় হিসেবে বার্সেলোনার হয়ে অসংখ্য শিরোপা জিতেছেন জাভি হার্নান্দেজ। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, সুপার কাপ-সম্ভাব্য সব শিরোপাই রয়েছে জাভির ক্যাভিনেটে। কোচ হিসেবেও বার্সাকে এরই মধ্যে জিতিয়েছেন শিরোপা। চ্যাম্পিয়নস লিগেও সেই ফর্ম টেনে আনতে চান জাভি।