চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন কিলিয়ান এমবাপ্পে। তার দুর্দান্ত পারফরম্যান্সে প্যারিস সেইন্ট জার্মেইও (পিএসজি) খেলছে দুর্দান্ত। গতকালও পিএসজি বড় ব্যবধানে জয় পেয়েছে। তবে এই ম্যাচে এমবাপ্পের সামনে বাধা হয়ে এসেছে এমবাপ্পের চোট।
পার্ক দে প্রিন্সেসে গত রাতে লিগ ওয়ানে পিএসজির প্রতিপক্ষ ছিল মার্শেই। এই ম্যাচে প্যারিসিয়ানদের শুরুর একাদশেই ছিলেন এমবাপ্পে। তবে চোটে পড়ায় খেলতে পেরেছেন ৩৩ মিনিট। ৩৩ মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন তিনি। এরপর তাঁর বদলি হিসেবে নামানো হয় গনসালো রামোসকে। ৪৭ ও ৮৯ মিনিটে জোড়া গোল করেছেন রামোস। এর আগে ৮ ও ৩৭ মিনিটে গোল করেন আশরাফ হাকিমি ও রানদাল কোলো মুয়ানি। মার্শেইকে ৪-০ গোলে হারিয়েছে পিএসজি।
মার্শেইকে হারিয়ে ১১ পয়েন্ট পেয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় তিন নম্বরে দল এখন পিএসজি। শীর্ষে থাকা দুই দল ব্রেস্ত ও নিসের পয়েন্ট ১৩ ও ১২ পয়েন্ট। তবু এমবাপ্পের চোট কিছুটা হলেও যেন ভক্ত-সমর্থকদের দুশ্চিন্তা বাড়িয়েছে। কেননা এ মৌসুমে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৮ গোল করেছেন। তবে পিএসজি কোচ লুইস এনরিকে তা নিয়ে তেমন একটা চিন্তিত নন। ম্যাচ শেষে এনরিকে বলেন, ‘আমি জানি না কি হয়েছে। তবে আমার মনে হচ্ছে হালকা চোট। এটা অত গুরুতর কিছু না ও আশা করি, খুব শিগগিরই সে ফিরবে। তবে কোনো খেলোয়াড় শতভাগ ফিট না হলে তাকে নিয়ে ঝুঁকি নেওয়া উচিত না।’
গ্যাব্রিয়েল মন্টপেইড স্টেডিয়ামে ৩০ সেপ্টেম্বর লিগ ওয়ানে ক্লেরমঁ ফুতের বিপক্ষে খেলবে পিএসজি। এরপর ৪ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের ম্যাচে খেলবে প্যারিসিয়ানরা। পিএসজি এই ম্যাচও খেলবে নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে। একই সপ্তাহে দুটো অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে পিএসজিকে।
চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন কিলিয়ান এমবাপ্পে। তার দুর্দান্ত পারফরম্যান্সে প্যারিস সেইন্ট জার্মেইও (পিএসজি) খেলছে দুর্দান্ত। গতকালও পিএসজি বড় ব্যবধানে জয় পেয়েছে। তবে এই ম্যাচে এমবাপ্পের সামনে বাধা হয়ে এসেছে এমবাপ্পের চোট।
পার্ক দে প্রিন্সেসে গত রাতে লিগ ওয়ানে পিএসজির প্রতিপক্ষ ছিল মার্শেই। এই ম্যাচে প্যারিসিয়ানদের শুরুর একাদশেই ছিলেন এমবাপ্পে। তবে চোটে পড়ায় খেলতে পেরেছেন ৩৩ মিনিট। ৩৩ মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন তিনি। এরপর তাঁর বদলি হিসেবে নামানো হয় গনসালো রামোসকে। ৪৭ ও ৮৯ মিনিটে জোড়া গোল করেছেন রামোস। এর আগে ৮ ও ৩৭ মিনিটে গোল করেন আশরাফ হাকিমি ও রানদাল কোলো মুয়ানি। মার্শেইকে ৪-০ গোলে হারিয়েছে পিএসজি।
মার্শেইকে হারিয়ে ১১ পয়েন্ট পেয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় তিন নম্বরে দল এখন পিএসজি। শীর্ষে থাকা দুই দল ব্রেস্ত ও নিসের পয়েন্ট ১৩ ও ১২ পয়েন্ট। তবু এমবাপ্পের চোট কিছুটা হলেও যেন ভক্ত-সমর্থকদের দুশ্চিন্তা বাড়িয়েছে। কেননা এ মৌসুমে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৮ গোল করেছেন। তবে পিএসজি কোচ লুইস এনরিকে তা নিয়ে তেমন একটা চিন্তিত নন। ম্যাচ শেষে এনরিকে বলেন, ‘আমি জানি না কি হয়েছে। তবে আমার মনে হচ্ছে হালকা চোট। এটা অত গুরুতর কিছু না ও আশা করি, খুব শিগগিরই সে ফিরবে। তবে কোনো খেলোয়াড় শতভাগ ফিট না হলে তাকে নিয়ে ঝুঁকি নেওয়া উচিত না।’
গ্যাব্রিয়েল মন্টপেইড স্টেডিয়ামে ৩০ সেপ্টেম্বর লিগ ওয়ানে ক্লেরমঁ ফুতের বিপক্ষে খেলবে পিএসজি। এরপর ৪ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের ম্যাচে খেলবে প্যারিসিয়ানরা। পিএসজি এই ম্যাচও খেলবে নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে। একই সপ্তাহে দুটো অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে পিএসজিকে।
দারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৬ মিনিট আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
১ ঘণ্টা আগেখেলা হবে ৯০ মিনিট। অতিরিক্ত সময়টুকু আমলে নিলে প্রায় ১০০ মিনিটই বলা যায়। তবে বাফুফে প্রস্তুতি নিচ্ছে আটঘাট বেঁধে। শুধু একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে এমন আয়োজনের পরিকল্পনা শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিল।
১ ঘণ্টা আগেজিতলেই শিরোপা জয়ের উদ্যাপন করার সুযোগ, এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা বুঝে নিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে কাতালানরা। পায়নি কোনো গোলও। শিরোপার অপেক্ষা কি তাহলে বাড়ছে? সমর্থকদের মনে যখন মলিন ছায়া—তখনই ইয়ামালের চোখ ধাঁধানো গোল।
১ ঘণ্টা আগে