কার্ড বিলি করাতেই যেন গতকাল ব্যস্ত ছিলেন রেফারি সিজার সোতো। একটু পর পরই পকেট থেকে কার্ড বের করছিলেন। এমনকি বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজকেও কার্ড দেখতে হয়েছে। রেফারির ওপর ক্ষোভ ঝেরেছেন জাভি।
কলিসিয়াম আলফোনসো পেরেজ স্টেডিয়ামে লা লিগায় গতকাল বার্সেলোনার প্রতিপক্ষ ছিল হেতাফে। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। দুই দলই করছিল একের পর এক ফাউল। সব মিলিয়ে ৩১ ফাউল হয়েছে এই ম্যাচে, যার মধ্যে হেতাফে ফাউল করেছে ২০টি ও ১১টি ফাউল করেছে বার্সেলোনা। যেখানে বার্সার আবদেসসামাদ এজাজ্জুলিকে ফাউল করার ব্যাপারে রেফারির সঙ্গে কথা বলেছেন জাভি। বার্সা কোচকে দেখানো হয়েছে লাল কার্ড। সিজারের রেফারিং নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘আমাকে লাল কার্ড দেখানো হয়েছে। কারণ আমি বলছিলাম যে রেফারি হেতাফেকে অনেক ফাউল করায় সাহায্য করছেন। কিন্ত আমাদের সঙ্গে ভিন্ন আচরণ করছিলেন রেফারি।’
খেলা শুরুর ১৫ মিনিটের সময় হেতাফের স্তেফান মিত্রোভিচকে হলুদ কার্ড দিয়ে ম্যাচে কার্ড দেখানো শুরু হয়। এই ম্যাচে ১০টি কার্ড পেয়েছেন ফুটবলাররা। যার মধ্যে বার্সেলোনার রাফিনহা ও হেতাফের হেইম মাতা-দুজনে লাল কার্ড পেয়েছেন। এই দুজনই প্রথমে হলুদ কার্ড দেখেছিলেন। যেখানে রাফিনহা প্রথমে হলুদ কার্ড পেয়েছিলেন হেতাফের মিডফিল্ডার কার্লেস অ্যালেনার থেকে বল দখল করতে গিয়ে। এমন রেফারিং লা লিগার দর্শক কমে যাওয়ার কারণ মনে করছেন জাভি। বার্সা কোচ বলেন, ‘এটা যদি লা লিগার ম্যাচ হয়, তাহলে তো খুবই লজ্জাজনক। বুলতে পেরেছি কেন লোকেরা আমাদের ফুটবল দেখেন না।’
কার্ড বিলি করাতেই যেন গতকাল ব্যস্ত ছিলেন রেফারি সিজার সোতো। একটু পর পরই পকেট থেকে কার্ড বের করছিলেন। এমনকি বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজকেও কার্ড দেখতে হয়েছে। রেফারির ওপর ক্ষোভ ঝেরেছেন জাভি।
কলিসিয়াম আলফোনসো পেরেজ স্টেডিয়ামে লা লিগায় গতকাল বার্সেলোনার প্রতিপক্ষ ছিল হেতাফে। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। দুই দলই করছিল একের পর এক ফাউল। সব মিলিয়ে ৩১ ফাউল হয়েছে এই ম্যাচে, যার মধ্যে হেতাফে ফাউল করেছে ২০টি ও ১১টি ফাউল করেছে বার্সেলোনা। যেখানে বার্সার আবদেসসামাদ এজাজ্জুলিকে ফাউল করার ব্যাপারে রেফারির সঙ্গে কথা বলেছেন জাভি। বার্সা কোচকে দেখানো হয়েছে লাল কার্ড। সিজারের রেফারিং নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘আমাকে লাল কার্ড দেখানো হয়েছে। কারণ আমি বলছিলাম যে রেফারি হেতাফেকে অনেক ফাউল করায় সাহায্য করছেন। কিন্ত আমাদের সঙ্গে ভিন্ন আচরণ করছিলেন রেফারি।’
খেলা শুরুর ১৫ মিনিটের সময় হেতাফের স্তেফান মিত্রোভিচকে হলুদ কার্ড দিয়ে ম্যাচে কার্ড দেখানো শুরু হয়। এই ম্যাচে ১০টি কার্ড পেয়েছেন ফুটবলাররা। যার মধ্যে বার্সেলোনার রাফিনহা ও হেতাফের হেইম মাতা-দুজনে লাল কার্ড পেয়েছেন। এই দুজনই প্রথমে হলুদ কার্ড দেখেছিলেন। যেখানে রাফিনহা প্রথমে হলুদ কার্ড পেয়েছিলেন হেতাফের মিডফিল্ডার কার্লেস অ্যালেনার থেকে বল দখল করতে গিয়ে। এমন রেফারিং লা লিগার দর্শক কমে যাওয়ার কারণ মনে করছেন জাভি। বার্সা কোচ বলেন, ‘এটা যদি লা লিগার ম্যাচ হয়, তাহলে তো খুবই লজ্জাজনক। বুলতে পেরেছি কেন লোকেরা আমাদের ফুটবল দেখেন না।’
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৫ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৮ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৯ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
১০ ঘণ্টা আগে