পাঁচ দিন আগে ৪৬ তম জন্মদিন পালন করেছেন থিয়েরি অঁরি। গতকাল জন্মদিনের মাসে আরেক খুশির সংবাদও পেয়েছেন তিনি। ফ্রান্স অনূর্ধ্ব–২১ দলের কোচের দায়িত্ব পেয়েছেন ফরাসি কিংবদন্তি।
সর্বশেষ বিশ্বকাপে বেলজিয়াম দলের সহকারী কোচের ভূমিকায় ছিলেন অঁরি। এর আগে রাশিয়া বিশ্বকাপেও একই ভূমিকায় কেভিন ডি ব্রুইনা–এডেন হ্যাজার্ডদের সঙ্গে ছিলেন। কাতার বিশ্বকাপ শেষে জাতীয় দলের হয়ে তো নয়ই কোনো ক্লাবের ডাগআউটে দাঁড়াননি তিনি। খালি থাকায় তাঁর কাঁধে যুব দলের দায়িত্ব দিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। এতে করে যেন ঘরের ছেলে ঘরেই ফিরলেন। ২০২৫ সাল পর্যন্ত তরুণদের সঙ্গে কাজ করবেন ১৯৯৮ বিশ্বকাপ জয়ী উইঙ্গার।
গত জুন মাসে হওয়া ইউরোপিয়ান অনূর্ধ্ব–২১ চ্যাম্পিয়নশিপে ফ্রান্স কোয়ার্টার ফাইনালে বিদায় নিলে সেলভেইন রিপোলকে বরখাস্ত করে এফএফএফ। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন অঁরি। আগামী বছর ঘরের মাটিতে অলিম্পিক গেমসে দলকে চ্যাম্পিয়ন করাই মূল লক্ষ্য থাকবে আর্সেনালের কিংবদন্তির। গানারদের হয়ে সর্বোচ্চ ২২৮ গোলের মালিক সহকারী হিসেবে পাচ্ছেন সাবেক অঁজের কোচ জেরাল্ড বাটিকলকে।
আগামী ৭ সেপ্টেম্বর ডেনমার্কের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে যুব দলের হয়ে অভিষেক হবে অঁরির। বেলজিয়ামের সহকারী কোচের বাইরে লিগ ওয়ানের দল মোনাকো এবং মেজর লিগ সকারের দল মন্ট্রিয়লের দায়িত্বও পালন করেছেন ফ্রান্সের হয়ে ১২৩ ম্যাচ খেলা এই উইঙ্গার।
পাঁচ দিন আগে ৪৬ তম জন্মদিন পালন করেছেন থিয়েরি অঁরি। গতকাল জন্মদিনের মাসে আরেক খুশির সংবাদও পেয়েছেন তিনি। ফ্রান্স অনূর্ধ্ব–২১ দলের কোচের দায়িত্ব পেয়েছেন ফরাসি কিংবদন্তি।
সর্বশেষ বিশ্বকাপে বেলজিয়াম দলের সহকারী কোচের ভূমিকায় ছিলেন অঁরি। এর আগে রাশিয়া বিশ্বকাপেও একই ভূমিকায় কেভিন ডি ব্রুইনা–এডেন হ্যাজার্ডদের সঙ্গে ছিলেন। কাতার বিশ্বকাপ শেষে জাতীয় দলের হয়ে তো নয়ই কোনো ক্লাবের ডাগআউটে দাঁড়াননি তিনি। খালি থাকায় তাঁর কাঁধে যুব দলের দায়িত্ব দিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। এতে করে যেন ঘরের ছেলে ঘরেই ফিরলেন। ২০২৫ সাল পর্যন্ত তরুণদের সঙ্গে কাজ করবেন ১৯৯৮ বিশ্বকাপ জয়ী উইঙ্গার।
গত জুন মাসে হওয়া ইউরোপিয়ান অনূর্ধ্ব–২১ চ্যাম্পিয়নশিপে ফ্রান্স কোয়ার্টার ফাইনালে বিদায় নিলে সেলভেইন রিপোলকে বরখাস্ত করে এফএফএফ। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন অঁরি। আগামী বছর ঘরের মাটিতে অলিম্পিক গেমসে দলকে চ্যাম্পিয়ন করাই মূল লক্ষ্য থাকবে আর্সেনালের কিংবদন্তির। গানারদের হয়ে সর্বোচ্চ ২২৮ গোলের মালিক সহকারী হিসেবে পাচ্ছেন সাবেক অঁজের কোচ জেরাল্ড বাটিকলকে।
আগামী ৭ সেপ্টেম্বর ডেনমার্কের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে যুব দলের হয়ে অভিষেক হবে অঁরির। বেলজিয়ামের সহকারী কোচের বাইরে লিগ ওয়ানের দল মোনাকো এবং মেজর লিগ সকারের দল মন্ট্রিয়লের দায়িত্বও পালন করেছেন ফ্রান্সের হয়ে ১২৩ ম্যাচ খেলা এই উইঙ্গার।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৫ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৮ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৯ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
১০ ঘণ্টা আগে