আগস্ট থেকে স্পেন ফুটবল দলে চলছে টালমাটাল অবস্থা। বহুল আলোচিত ‘চুমুকাণ্ডের’ পর স্পেন ফুটবল ফেডারেশনে এসেছে অনেক বদল। তবু স্পেন দলে খেলতে চান না বিশ্বকাপজয়ী নারী ফুটবলাররা।
গত ২০ আগস্ট সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় মুখোমুখি হয়েছিল স্পেন-ইংল্যান্ড। ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ২০২৩ নারী ফুটবল চ্যাম্পিয়ন হয় স্পেন। ফাইনালে শেষ বাঁশি বাজার পরই আনন্দে আতিশয্যে জেনিফার হারমোসোর ঠোঁটে চুমু দিয়ে বসেন লুইস রুবিয়ালেস। ঘটনার এক সপ্তাহ পরই স্পেনের ৮১ নারী ফুটবলার বয়কটের ঘোষণা দেন। এরপরই তৎকালীন কোচ হোর্হে ভিলদা বরখাস্ত হয়েছেন। এরপরও এই সিদ্ধান্তে অনড় থাকে তারা। গত শুক্রবার স্পেনের ২১ বিশ্বজয়ী ফুটবলারসহ ৩৯ নারী ফুটবলার যৌথ বিবৃতিতে জানিয়েছেন, তারা এখনো নিরাপদ মনে করছেন না। ফেডারেশনে আর কোনো পরিবর্তন না করা হলে খেলবেনই না।
এই টালমাটাল অবস্থার মধ্যেই স্পেন নারী দলের নতুন কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন মোন্তসে তোমি। গতকাল তিনি নেশনস লিগের ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন। এই ১৫ জনই স্পেনের বিশ্বজয়ী নারী ফুটবল দলের সদস্য। দলে আছেন দুইবারের ব্যালন ডি অরী অ্যালেক্সিয়া পুতেলা। বাদ পড়েছেন হারমোসো। তবে দলে ডাক পেলেও ফুটবলাররা তাদের বয়কটের সিদ্ধান্তে অনড় থেকেছেন। ফুটপ্রোর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের এমন এক অবস্থায় ফেলা হয়েছে, যেখানে আমরা থাকতে চাইনি। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) আমরা এরই মধ্যে সবকিছু জানিয়ে দিয়েছি। আরএফএফ আমাদের কাছে যেসব আইনি প্রক্রিয়ার কথা বলেছে, আমরা তা খতিয়ে দেখছি। আশা করি, তারা আমাদের ভবিষ্যতের কথা ভেবেই সিদ্ধান্ত নেবে।’
চুমুকাণ্ডের পর প্রথমে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধানের পদ থেকে রুবিয়ালেস পদত্যাগ করতে চাননি। কেননা তাঁর কাছে এটাকে গুরুতর মনে হয়নি। এরপরই তাঁর (রুবিয়ালেস) ওপর বেশ ঝড় বয়ে গেছে। ফিফা তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে। তাঁর মা অনশন ডেকেছিলেন। রুবিয়ালেসের বিরুদ্ধে মামলা করেন হারমোসো। এরপর রুবিয়ালেস পদত্যাগই করেছেন।
আগস্ট থেকে স্পেন ফুটবল দলে চলছে টালমাটাল অবস্থা। বহুল আলোচিত ‘চুমুকাণ্ডের’ পর স্পেন ফুটবল ফেডারেশনে এসেছে অনেক বদল। তবু স্পেন দলে খেলতে চান না বিশ্বকাপজয়ী নারী ফুটবলাররা।
গত ২০ আগস্ট সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় মুখোমুখি হয়েছিল স্পেন-ইংল্যান্ড। ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ২০২৩ নারী ফুটবল চ্যাম্পিয়ন হয় স্পেন। ফাইনালে শেষ বাঁশি বাজার পরই আনন্দে আতিশয্যে জেনিফার হারমোসোর ঠোঁটে চুমু দিয়ে বসেন লুইস রুবিয়ালেস। ঘটনার এক সপ্তাহ পরই স্পেনের ৮১ নারী ফুটবলার বয়কটের ঘোষণা দেন। এরপরই তৎকালীন কোচ হোর্হে ভিলদা বরখাস্ত হয়েছেন। এরপরও এই সিদ্ধান্তে অনড় থাকে তারা। গত শুক্রবার স্পেনের ২১ বিশ্বজয়ী ফুটবলারসহ ৩৯ নারী ফুটবলার যৌথ বিবৃতিতে জানিয়েছেন, তারা এখনো নিরাপদ মনে করছেন না। ফেডারেশনে আর কোনো পরিবর্তন না করা হলে খেলবেনই না।
এই টালমাটাল অবস্থার মধ্যেই স্পেন নারী দলের নতুন কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন মোন্তসে তোমি। গতকাল তিনি নেশনস লিগের ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন। এই ১৫ জনই স্পেনের বিশ্বজয়ী নারী ফুটবল দলের সদস্য। দলে আছেন দুইবারের ব্যালন ডি অরী অ্যালেক্সিয়া পুতেলা। বাদ পড়েছেন হারমোসো। তবে দলে ডাক পেলেও ফুটবলাররা তাদের বয়কটের সিদ্ধান্তে অনড় থেকেছেন। ফুটপ্রোর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের এমন এক অবস্থায় ফেলা হয়েছে, যেখানে আমরা থাকতে চাইনি। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) আমরা এরই মধ্যে সবকিছু জানিয়ে দিয়েছি। আরএফএফ আমাদের কাছে যেসব আইনি প্রক্রিয়ার কথা বলেছে, আমরা তা খতিয়ে দেখছি। আশা করি, তারা আমাদের ভবিষ্যতের কথা ভেবেই সিদ্ধান্ত নেবে।’
চুমুকাণ্ডের পর প্রথমে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধানের পদ থেকে রুবিয়ালেস পদত্যাগ করতে চাননি। কেননা তাঁর কাছে এটাকে গুরুতর মনে হয়নি। এরপরই তাঁর (রুবিয়ালেস) ওপর বেশ ঝড় বয়ে গেছে। ফিফা তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে। তাঁর মা অনশন ডেকেছিলেন। রুবিয়ালেসের বিরুদ্ধে মামলা করেন হারমোসো। এরপর রুবিয়ালেস পদত্যাগই করেছেন।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৫ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৮ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৯ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
১০ ঘণ্টা আগে