১৪ গোল করে রেকর্ড বই তছনছ করলেন এমবাপ্পেরা
জিব্রাল্টার ফুটবলাররা হয়তো গত রাতে বলছিলেন, ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’। ফ্রান্স যে চাপে রেখেছিল, তাতে জিব্রাল্টারকে বেশ অসহায় লাগছিল। একটু পরপরই জিব্রাল্টারের জালে বল জড়াচ্ছিলেন ফ্রান্সের ফুটবলাররা। গোলবন্যায় ভাসিয়ে রেকর্ড বই তছনছ করে দিয়েছে ফ্রান্স।