বার্সেলোনার বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে গত সপ্তাহে ওঠে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্রয়োজনের ম্যাচে জ্বলে ওঠেন কিলিয়ান এমবাপ্পে। এক সপ্তাহ যেতে না যেতে পিএসজির আরেক ম্যাচে খেলেননি এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডের না খেলার ম্যাচে প্যারিসিয়ানরা জিতে গেছে হেসেখেলে।
পার্ক দে প্রিন্সেসে গত রাতে লিগ ওয়ানে পিএসজির প্রতিপক্ষ ছিল লিওঁ। এই ম্যাচে এমবাপ্পেকে পিএসজির মূল একাদশে তো ছিলেনই না। এমনকি বদলি ফুটবলার হিসেবেও তাঁকে খেলানো হয়নি। এমবাপ্পের না খেলার রাতে লিওকে ৪-১ গোলে হারিয়েছে পিএসজি। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা পোক্ত করল প্যারিসিয়ানরা। দুই, তিন ও চারে থাকা মোনাকো, ব্রেস্ত ও লিলের পয়েন্ট ৫৫,৫৩ ও ৫২। ২৯টি করে ম্যাচ খেলেছে মোনাকো ও লিলে। ব্রেস্ত খেলেছে ৩০ ম্যাচ।
স্কোরলাইন বলে দিচ্ছে পিএসজি গত রাতে দাপট দেখিয়ে খেলেছে লিওর ওপর। বলও নিজের দখলে বেশি রাখে পিএসজি। ৬৩ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৬ শট করে পিএসজি। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর লিও ৬ শট করলেও বল দখলে রাখে ৩৭ শতাংশ। ৩ মিনিটে নেমাঞ্জা মাতিচের আত্মঘাতী গোলে এগিয়ে যায় পিএসজি। ৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিএসজির ডিফেন্ডার লুকাস বেরালদো। ৩২ ও ৪২ মিনিটে দলটির ফরোয়ার্ড গনসালো রামোস করেন জোড়া গোল। লিওঁর একমাত্র গোল ৩৭ মিনিটে করেন দলটির ফরোয়ার্ড আর্নেস্ট নুয়ামাহ। প্রথমার্ধে ৫ গোল হওয়ার পর দ্বিতীয়ার্ধে আর কোনো গোলই হয়নি। ৩০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার আটে লিওঁ।
বার্সেলোনার বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে গত সপ্তাহে ওঠে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্রয়োজনের ম্যাচে জ্বলে ওঠেন কিলিয়ান এমবাপ্পে। এক সপ্তাহ যেতে না যেতে পিএসজির আরেক ম্যাচে খেলেননি এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডের না খেলার ম্যাচে প্যারিসিয়ানরা জিতে গেছে হেসেখেলে।
পার্ক দে প্রিন্সেসে গত রাতে লিগ ওয়ানে পিএসজির প্রতিপক্ষ ছিল লিওঁ। এই ম্যাচে এমবাপ্পেকে পিএসজির মূল একাদশে তো ছিলেনই না। এমনকি বদলি ফুটবলার হিসেবেও তাঁকে খেলানো হয়নি। এমবাপ্পের না খেলার রাতে লিওকে ৪-১ গোলে হারিয়েছে পিএসজি। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা পোক্ত করল প্যারিসিয়ানরা। দুই, তিন ও চারে থাকা মোনাকো, ব্রেস্ত ও লিলের পয়েন্ট ৫৫,৫৩ ও ৫২। ২৯টি করে ম্যাচ খেলেছে মোনাকো ও লিলে। ব্রেস্ত খেলেছে ৩০ ম্যাচ।
স্কোরলাইন বলে দিচ্ছে পিএসজি গত রাতে দাপট দেখিয়ে খেলেছে লিওর ওপর। বলও নিজের দখলে বেশি রাখে পিএসজি। ৬৩ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৬ শট করে পিএসজি। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর লিও ৬ শট করলেও বল দখলে রাখে ৩৭ শতাংশ। ৩ মিনিটে নেমাঞ্জা মাতিচের আত্মঘাতী গোলে এগিয়ে যায় পিএসজি। ৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিএসজির ডিফেন্ডার লুকাস বেরালদো। ৩২ ও ৪২ মিনিটে দলটির ফরোয়ার্ড গনসালো রামোস করেন জোড়া গোল। লিওঁর একমাত্র গোল ৩৭ মিনিটে করেন দলটির ফরোয়ার্ড আর্নেস্ট নুয়ামাহ। প্রথমার্ধে ৫ গোল হওয়ার পর দ্বিতীয়ার্ধে আর কোনো গোলই হয়নি। ৩০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার আটে লিওঁ।
১৩৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে শরীফুল-সাকিবদের অগ্নিঝরা বোলিংয়ে রীতিমতো পুড়ছে পাকিস্তানের ব্যাটিং অর্ডার। ৫ ওভারে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম দুজনই ২টি করে উইকেট নিয়েছেন।
১৩ মিনিট আগেসিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১৩৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ দল। শুরুতে দ্রুত উইকেট হারালেও জাকের আলী অনিকের ফিফটি ও শেখ মেহেদীর কার্যকর এক ইনিংসের সৌজন্যে লড়াইয়ের স্কোর গড়ে তারা। শেষ বলে আউট হওয়ার আগে ৪৮ বলে ৫৫ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছেন জাকের। ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয় বাংল
১ ঘণ্টা আগেহোটেলের লবিতে ঢুকতেই চোখে পড়ল বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে কোথাও বেরিয়ে পড়ছেন নারী দলের কোচ পিটার বাটলার। সাংবাদিকদের দেখে মাঝখানে অবশ্য দাঁড়িয়েছিলেন। কিন্তু কুশল বিনিময়ের পর আর কোনো দেরি করেননি।
১ ঘণ্টা আগেবেঁচে থাকলে আগামী ১ আগস্ট ৫৬ বছরে পা রাখতেন গ্রাম থর্প। দীর্ঘসময় বিষণ্নতায় ভোগার পর গত বছর মুক্তি পেতে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। তবে তাঁকে এখনো ভোলেনি ইংল্যান্ড ও তাঁর দল সারে। চলতি ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টে প্রয়াত এই ব্যাটারকে তাঁর ৫৬তম জন্মদিনে স্মরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে