Ajker Patrika

বেঞ্চে বসে এমবাপ্পে, বড় জয়ে শিরোপার আরও কাছে পিএসজি 

বেঞ্চে বসে এমবাপ্পে, বড় জয়ে শিরোপার আরও কাছে পিএসজি 

বার্সেলোনার বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে গত সপ্তাহে ওঠে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্রয়োজনের ম্যাচে জ্বলে ওঠেন কিলিয়ান এমবাপ্পে। এক সপ্তাহ যেতে না যেতে পিএসজির আরেক ম্যাচে খেলেননি এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডের না খেলার ম্যাচে প্যারিসিয়ানরা জিতে গেছে হেসেখেলে। 

পার্ক দে প্রিন্সেসে গত রাতে লিগ ওয়ানে পিএসজির প্রতিপক্ষ ছিল লিওঁ। এই ম্যাচে এমবাপ্পেকে পিএসজির মূল একাদশে তো ছিলেনই না। এমনকি বদলি ফুটবলার হিসেবেও তাঁকে খেলানো হয়নি। এমবাপ্পের না খেলার রাতে লিওকে ৪-১ গোলে হারিয়েছে পিএসজি। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা পোক্ত করল প্যারিসিয়ানরা। দুই, তিন ও চারে থাকা মোনাকো, ব্রেস্ত ও লিলের পয়েন্ট ৫৫,৫৩ ও ৫২। ২৯টি করে ম্যাচ খেলেছে মোনাকো ও লিলে। ব্রেস্ত খেলেছে ৩০ ম্যাচ। 

স্কোরলাইন বলে দিচ্ছে পিএসজি গত রাতে দাপট দেখিয়ে খেলেছে লিওর ওপর। বলও নিজের দখলে বেশি রাখে পিএসজি। ৬৩ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৬ শট করে পিএসজি। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর লিও ৬ শট করলেও বল দখলে রাখে ৩৭ শতাংশ। ৩ মিনিটে নেমাঞ্জা মাতিচের আত্মঘাতী গোলে এগিয়ে যায় পিএসজি। ৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিএসজির ডিফেন্ডার লুকাস বেরালদো। ৩২ ও ৪২ মিনিটে দলটির ফরোয়ার্ড গনসালো রামোস করেন জোড়া গোল। লিওঁর একমাত্র গোল ৩৭ মিনিটে করেন দলটির ফরোয়ার্ড আর্নেস্ট নুয়ামাহ। প্রথমার্ধে ৫ গোল হওয়ার পর দ্বিতীয়ার্ধে আর কোনো গোলই হয়নি। ৩০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার আটে লিওঁ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত