বার্সেলোনার বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে গত সপ্তাহে ওঠে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্রয়োজনের ম্যাচে জ্বলে ওঠেন কিলিয়ান এমবাপ্পে। এক সপ্তাহ যেতে না যেতে পিএসজির আরেক ম্যাচে খেলেননি এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডের না খেলার ম্যাচে প্যারিসিয়ানরা জিতে গেছে হেসেখেলে।
পার্ক দে প্রিন্সেসে গত রাতে লিগ ওয়ানে পিএসজির প্রতিপক্ষ ছিল লিওঁ। এই ম্যাচে এমবাপ্পেকে পিএসজির মূল একাদশে তো ছিলেনই না। এমনকি বদলি ফুটবলার হিসেবেও তাঁকে খেলানো হয়নি। এমবাপ্পের না খেলার রাতে লিওকে ৪-১ গোলে হারিয়েছে পিএসজি। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা পোক্ত করল প্যারিসিয়ানরা। দুই, তিন ও চারে থাকা মোনাকো, ব্রেস্ত ও লিলের পয়েন্ট ৫৫,৫৩ ও ৫২। ২৯টি করে ম্যাচ খেলেছে মোনাকো ও লিলে। ব্রেস্ত খেলেছে ৩০ ম্যাচ।
স্কোরলাইন বলে দিচ্ছে পিএসজি গত রাতে দাপট দেখিয়ে খেলেছে লিওর ওপর। বলও নিজের দখলে বেশি রাখে পিএসজি। ৬৩ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৬ শট করে পিএসজি। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর লিও ৬ শট করলেও বল দখলে রাখে ৩৭ শতাংশ। ৩ মিনিটে নেমাঞ্জা মাতিচের আত্মঘাতী গোলে এগিয়ে যায় পিএসজি। ৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিএসজির ডিফেন্ডার লুকাস বেরালদো। ৩২ ও ৪২ মিনিটে দলটির ফরোয়ার্ড গনসালো রামোস করেন জোড়া গোল। লিওঁর একমাত্র গোল ৩৭ মিনিটে করেন দলটির ফরোয়ার্ড আর্নেস্ট নুয়ামাহ। প্রথমার্ধে ৫ গোল হওয়ার পর দ্বিতীয়ার্ধে আর কোনো গোলই হয়নি। ৩০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার আটে লিওঁ।
বার্সেলোনার বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে গত সপ্তাহে ওঠে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্রয়োজনের ম্যাচে জ্বলে ওঠেন কিলিয়ান এমবাপ্পে। এক সপ্তাহ যেতে না যেতে পিএসজির আরেক ম্যাচে খেলেননি এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডের না খেলার ম্যাচে প্যারিসিয়ানরা জিতে গেছে হেসেখেলে।
পার্ক দে প্রিন্সেসে গত রাতে লিগ ওয়ানে পিএসজির প্রতিপক্ষ ছিল লিওঁ। এই ম্যাচে এমবাপ্পেকে পিএসজির মূল একাদশে তো ছিলেনই না। এমনকি বদলি ফুটবলার হিসেবেও তাঁকে খেলানো হয়নি। এমবাপ্পের না খেলার রাতে লিওকে ৪-১ গোলে হারিয়েছে পিএসজি। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা পোক্ত করল প্যারিসিয়ানরা। দুই, তিন ও চারে থাকা মোনাকো, ব্রেস্ত ও লিলের পয়েন্ট ৫৫,৫৩ ও ৫২। ২৯টি করে ম্যাচ খেলেছে মোনাকো ও লিলে। ব্রেস্ত খেলেছে ৩০ ম্যাচ।
স্কোরলাইন বলে দিচ্ছে পিএসজি গত রাতে দাপট দেখিয়ে খেলেছে লিওর ওপর। বলও নিজের দখলে বেশি রাখে পিএসজি। ৬৩ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৬ শট করে পিএসজি। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর লিও ৬ শট করলেও বল দখলে রাখে ৩৭ শতাংশ। ৩ মিনিটে নেমাঞ্জা মাতিচের আত্মঘাতী গোলে এগিয়ে যায় পিএসজি। ৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিএসজির ডিফেন্ডার লুকাস বেরালদো। ৩২ ও ৪২ মিনিটে দলটির ফরোয়ার্ড গনসালো রামোস করেন জোড়া গোল। লিওঁর একমাত্র গোল ৩৭ মিনিটে করেন দলটির ফরোয়ার্ড আর্নেস্ট নুয়ামাহ। প্রথমার্ধে ৫ গোল হওয়ার পর দ্বিতীয়ার্ধে আর কোনো গোলই হয়নি। ৩০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার আটে লিওঁ।
অনুশীলন শেষে কাল টিম বাসে ওঠার আগে মুশফিকুর রহিম উইকেট একটু দেখে এলেন। সবুজাভ উইকেট দেখে ঢাকা থেকে উড়ে যাওয়া কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে হালকা রসিকতাও বুঝি করলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।
১৬ মিনিট আগেপ্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
১০ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১১ ঘণ্টা আগে