পুরো বিশ্বই এখন মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে। ইরান- ইসরায়েলের পর যুদ্ধে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রও। গতকাল কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। যার ফলে সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে কাতার এয়ারওয়েজের যান চলাচল। সেই প্রভাব পড়ে বাংলাদেশ ফুটবলেও।
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শেষের পরই শমিত শোম উড়াল দিয়েছেন কানাডায়। আন্তর্জাতিক ফুটবল শেষে এখন তাঁর ব্যস্ততা ক্লাব ফুটবল নিয়ে। বাংলাদেশ সময় গতকাল রাতে তিনি খেলতে নেমেছেন তাঁর কানাডিয়ান ক্লাব ক্যাভালরি এফসির হয়ে।
কাজী সালাউদ্দিন বাফুফের সভাপতির চেয়ারে কাটিয়েছেন ১৬ বছর। তাঁর সময়ে দেশের ফুটবলে আধুনিকতার ছাপ খুব একটা পড়েনি। প্রত্যাশার গল্প শোনালেও প্রাপ্তির খাতার পাল্লা অতটা ভারী নয়। সফলতা-ব্যর্থতার কথা সেভাবে তুলেও ধরা হয়নি।
জাতীয় দলের হেড কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে সমালোচনার শেষ নেই। তবে সমালোচনার পাশ কাটিয়ে তাঁর ওপর আস্থা রেখেছে বাফুফে। কিন্তু এবার ভরা সংবাদ সম্মেলনে কোচের পদত্যাগ চাইলেন জাতীয় দল কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন, যা কিছুটা বিস্ময়েরই মতোই ছিল।