Ajker Patrika

জামালদের ক্যাম্প শুরু ১৩ আগস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৫: ০০
১৩ আগস্ট শুরু হতে যাওয়া ক্যাম্প দিয়ে ব্যস্ততা শুরু হবে জামাল ভূঁইয়ার। ছবি: বাফুফে
১৩ আগস্ট শুরু হতে যাওয়া ক্যাম্প দিয়ে ব্যস্ততা শুরু হবে জামাল ভূঁইয়ার। ছবি: বাফুফে

এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর বাংলাদেশের ফুটবলাররা অবসর সময় কাটাচ্ছেন। কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন নতুন মৌসুমের জন্য। ঘরোয়া ফুটবল শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে। তবে এর আগে ঝাঁপিয়ে পড়তে হবে জাতীয় দলের ব্যস্ততার জন্য।

সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচের জন্য ১৩ আগস্ট ঢাকায় শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। মূলত জাতীয় দল ও অনূর্ধ্ব-২৩ দলের ব্যস্ততা একই সময়ে। বাফুফে তাই দুটি দলকে পর্যবেক্ষণের জন্য দুটি উপকমিটি গঠন করেছে। অনূর্ধ্ব-২৩ দলের জন্য রাখা হয়েছে বাফুফে সদস্য ইকবাল হোসেন, ছাইদ হাসান কানন ও শাহাদাত হোসেনকে। আর জাতীয় দলের পর্যবেক্ষণে থাকবেন আমিরুল ইসলাম বাবু, ইমতিয়াজ হামিদ সবুজ ও মুকিতুর রহমান। সেখানে বলা হয়, জাতীয় দলের ক্যাম্প ১৩ আগস্ট থেকে।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই উইন্ডোতে অবশ্য র‍্যাঙ্কিংয়ের আরও ওপরে থাকা দলের বিপক্ষে খেলতে চেয়েছিল। বেশ কয়েকটি দেশের কাছ থেকে প্রস্তাবও পায়। কিন্তু প্রতিশ্রুতি রক্ষায় শেষ পর্যন্ত নেপালের বিপক্ষে জাতীয় দলকে খেলানোর সিদ্ধান্ত নেয় বাফুফে।

নেপাল ম্যাচের ক্যাম্পে অবশ্য থাকতে পারছেন না ফাহামিদুল ইসলাম। জুনে ভুটানের বিপক্ষে ম্যাচে অভিষেক হয় এই উইঙ্গারের। খেলেন সিঙ্গাপুরের বিপক্ষেও। কিন্তু সেপ্টেম্বরে তাঁকে দেখা যাবে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে।

ভিয়েতনামে অনুষ্ঠেয় টুর্নামেন্টের লক্ষ্যে গতকাল বসুন্ধরা অনুশীলন মাঠে শুরু হয় অনূর্ধ্ব-২৩ দলের প্রস্তুতি। আপাতত ক্যাম্পে রয়েছেন ১৯ ফুটবলার। এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলে পর্যায়ক্রমে যোগ দেবেন আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ফুটবলাররা। প্রবাসী ফুটবলারদের মধ্যে জায়ান-ফাহামিদুল ছাড়াও যোগ দেওয়ার কথা রয়েছে কিউবা মিচেল, তানিল সালিকের। অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে ৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। ৬ সেপ্টেম্বর ইয়েমেন ও ৯ সেপ্টেম্বর শেষ ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুর। সব কটি ম্যাচ হবে ভিয়েত ত্রি স্টেডিয়ামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত