ক্লান্তি, হতাশা সব কিছুই যেন ভর করছিল গোল্ডেন লায়ন ক্লাবের ওপর। এমনিতেই অনেক লম্বা পথ পাড়ি দিয়ে ক্লান্ত। তার ওপর প্রতিপক্ষ দল লিলে রীতিমতো ছেলেখেলা করেছে। বল কুড়োতে কুড়োতেই সময় গেছে গোল্ডেন লায়নের গোলরক্ষকের।
পিয়েরি মাউরয় স্টেডিয়ামে গতকাল ফ্রেঞ্চ কাপের তৃতীয় পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে লিল ও গোল্ডেন লায়ন। ফ্রান্সে ম্যাচ খেলতে আসা মার্টিনিক দ্বীপভিত্তিক গোল্ডেন লায়ন পাড়ি দিয়েছে ৮৬০০ মাইল পথ, যা ১৩৮৪০ কিলোমিটার। দীর্ঘপথ পাড়ি দিয়ে আসা গোল্ডেন লায়নকে ১২-০ গোলে হারিয়েছে লিল। ম্যাচে হয়েছে জোড়া হ্যাটট্রিক। হ্যাটট্রিক করেছেন জোনাথন ডেভিড ও এডেন জেগরোভা। যেখানে ডেভিডের অবদান রয়েছে ৬ গোলে। কানাডার এই স্ট্রাইকার অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। দুটি করে গোল করেন ইউসুফ ইয়াজিসি ও হ্যাকন আর্নার হ্যারাল্ডসন। টিয়াগো সান্তোস, অ্যামিনে মিসুসা করেছেন একটি করে গোল।
শিষ্যদের পারফরম্যান্সে বেশ উচ্ছ্বসিত লিলে কোচ পাবলো ফনসেকা। একই সঙ্গে প্রতিপক্ষ দলেরও প্রশংসা করেছেন তিনি। ফনসেকা বলেন, ‘আমরা সত্যিই প্রতিপক্ষ দল ও ভক্তদের সম্মান দিয়েছি। এমন গতিশীল ফুটবল খেলাই উচিত ছিল। যেভাবে দল খেলেছে, তাতে আমি খুব সন্তুষ্ট।’
১২ গোলের মধ্যে প্রথমার্ধেই ৭ গোল দেয় লিলে। যেখানে ১১ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন ইউসুফ ইয়াজিসি। এরপর ২৫ ও ৩৬ মিনিটে দুই গোল করেন ডেভিড। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন জেগরোভা। ৩৩ থেকে ৪২ মিনিট—৯ মিনিটের ব্যবধানে ৩ গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৭ মিনিটে গোল করেন টিয়াগো সান্তোস। হ্যাকন আর্নার হ্যারাল্ডসন গোল দুটি করেন ৬৪ ও ৭৮ মিনিটে। যার মধ্যে ৬৪ মিনিটের হ্যারাল্ডসনের গোল এসেছে পেনাল্টি থেকে। হ্যাটট্রিক পূর্ণ করেন ডেভিড। আর অ্যামিনে মিসুসা গোল করেন ৮৯ মিনিটে ।
ক্লান্তি, হতাশা সব কিছুই যেন ভর করছিল গোল্ডেন লায়ন ক্লাবের ওপর। এমনিতেই অনেক লম্বা পথ পাড়ি দিয়ে ক্লান্ত। তার ওপর প্রতিপক্ষ দল লিলে রীতিমতো ছেলেখেলা করেছে। বল কুড়োতে কুড়োতেই সময় গেছে গোল্ডেন লায়নের গোলরক্ষকের।
পিয়েরি মাউরয় স্টেডিয়ামে গতকাল ফ্রেঞ্চ কাপের তৃতীয় পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে লিল ও গোল্ডেন লায়ন। ফ্রান্সে ম্যাচ খেলতে আসা মার্টিনিক দ্বীপভিত্তিক গোল্ডেন লায়ন পাড়ি দিয়েছে ৮৬০০ মাইল পথ, যা ১৩৮৪০ কিলোমিটার। দীর্ঘপথ পাড়ি দিয়ে আসা গোল্ডেন লায়নকে ১২-০ গোলে হারিয়েছে লিল। ম্যাচে হয়েছে জোড়া হ্যাটট্রিক। হ্যাটট্রিক করেছেন জোনাথন ডেভিড ও এডেন জেগরোভা। যেখানে ডেভিডের অবদান রয়েছে ৬ গোলে। কানাডার এই স্ট্রাইকার অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। দুটি করে গোল করেন ইউসুফ ইয়াজিসি ও হ্যাকন আর্নার হ্যারাল্ডসন। টিয়াগো সান্তোস, অ্যামিনে মিসুসা করেছেন একটি করে গোল।
শিষ্যদের পারফরম্যান্সে বেশ উচ্ছ্বসিত লিলে কোচ পাবলো ফনসেকা। একই সঙ্গে প্রতিপক্ষ দলেরও প্রশংসা করেছেন তিনি। ফনসেকা বলেন, ‘আমরা সত্যিই প্রতিপক্ষ দল ও ভক্তদের সম্মান দিয়েছি। এমন গতিশীল ফুটবল খেলাই উচিত ছিল। যেভাবে দল খেলেছে, তাতে আমি খুব সন্তুষ্ট।’
১২ গোলের মধ্যে প্রথমার্ধেই ৭ গোল দেয় লিলে। যেখানে ১১ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন ইউসুফ ইয়াজিসি। এরপর ২৫ ও ৩৬ মিনিটে দুই গোল করেন ডেভিড। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন জেগরোভা। ৩৩ থেকে ৪২ মিনিট—৯ মিনিটের ব্যবধানে ৩ গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৭ মিনিটে গোল করেন টিয়াগো সান্তোস। হ্যাকন আর্নার হ্যারাল্ডসন গোল দুটি করেন ৬৪ ও ৭৮ মিনিটে। যার মধ্যে ৬৪ মিনিটের হ্যারাল্ডসনের গোল এসেছে পেনাল্টি থেকে। হ্যাটট্রিক পূর্ণ করেন ডেভিড। আর অ্যামিনে মিসুসা গোল করেন ৮৯ মিনিটে ।
১৩৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে শরীফুল-সাকিবদের অগ্নিঝরা বোলিংয়ে রীতিমতো পুড়ছে পাকিস্তানের ব্যাটিং অর্ডার। ৫ ওভারে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম দুজনই ২টি করে উইকেট নিয়েছেন।
১৩ মিনিট আগেসিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১৩৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ দল। শুরুতে দ্রুত উইকেট হারালেও জাকের আলী অনিকের ফিফটি ও শেখ মেহেদীর কার্যকর এক ইনিংসের সৌজন্যে লড়াইয়ের স্কোর গড়ে তারা। শেষ বলে আউট হওয়ার আগে ৪৮ বলে ৫৫ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছেন জাকের। ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয় বাংল
১ ঘণ্টা আগেহোটেলের লবিতে ঢুকতেই চোখে পড়ল বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে কোথাও বেরিয়ে পড়ছেন নারী দলের কোচ পিটার বাটলার। সাংবাদিকদের দেখে মাঝখানে অবশ্য দাঁড়িয়েছিলেন। কিন্তু কুশল বিনিময়ের পর আর কোনো দেরি করেননি।
১ ঘণ্টা আগেবেঁচে থাকলে আগামী ১ আগস্ট ৫৬ বছরে পা রাখতেন গ্রাম থর্প। দীর্ঘসময় বিষণ্নতায় ভোগার পর গত বছর মুক্তি পেতে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। তবে তাঁকে এখনো ভোলেনি ইংল্যান্ড ও তাঁর দল সারে। চলতি ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টে প্রয়াত এই ব্যাটারকে তাঁর ৫৬তম জন্মদিনে স্মরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে