প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার ঘোষণা কদিন আগে নিজেই দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। পার্ক দে প্রিন্সেসে শেষ ম্যাচটা গত রাতে খেললেন তিনি। তবে দলের পরাজয়ে বিদায়টা মনে রাখার মতো হলো না। হতাশা প্রকাশ করেছেন কোচ লুইস এনরিকেও।
২০২৩-২৪ মৌসুমের লিগ ওয়ানের শিরোপা পিএসজি আগেই নিশ্চিত করে ফেলেছে। নিজেদের মাঠে গত রাতে তুলুসের বিপক্ষে ম্যাচটা ছিল পিএসজির জন্য শিরোপা জয়ের উৎসব করার। তবে ৩-১ গোলে হেরে আর উৎসব করা হয়নি প্যারিসিয়ানদের। চলতি মৌসুমে লিগ ওয়ানের দুই ম্যাচ ও ফ্রেঞ্চ কাপ ফাইনাল—তিন ম্যাচের প্রত্যেকটাই পিএসজি খেলবে প্রতিপক্ষের মাঠে।
পার্ক দে প্রিন্সেসে গত রাতে প্রথম গোল এসেছে এমবাপ্পের কল্যাণেই। ৮ মিনিটে আরনাউ তেনাসের পাস রিসিভ করে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। তুলুজ সমতায় ফিরেছে খুব তাড়াতাড়ি। ১৩ মিনিটে সমতাসূচক গোল করেন তুলুজ স্ট্রাইকার থিস দালিঙ্গা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। শেষের দিকে এসে বেশি আক্রমণাত্মক খেলে তুলুজ। ৬৮ মিনিটে ইয়ান বোহোর গোলে এগিয়ে যায় তুলুজ। অতিরিক্ত সময়ের ৫ মিনিটে তুলুজের তৃতীয় গোল করেন ফ্র্যাঙ্ক ম্যাগরি। ম্যাচ শেষে সাংবাদিকদের এনরিকে বলেন, ‘যেসব ম্যাচে উদযাপন করার কথা সেগুলো বাজেভাবে শেষ হয়। পেশাদার জগতে আমার অভিজ্ঞতা তাই বলে। তুলুজ বল ও বল ছাড়া দুর্দান্ত খেলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত খেলেছে। বলার রয়েছে অল্প কিছুই। আমি কিছুটা হতাশ।’
এমবাপ্পের প্যারিস পর্ব শেষের রাতে শুভকামনাও জানিয়েছেন এনরিকে। পিএসজি কোচ বলেন, ‘এমবাপ্পের যা প্রাপ্য, ভক্ত-সমর্থকেরা তেমন সম্মান দিয়েছেন। তরুণ হলেও সে ক্লাব কিংবদন্তি। এখনো আমাদের সঙ্গে তার দুটি ম্যাচ আছে। তার ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাই।’
এবারের লিগ ওয়ানে ৩২ ম্যাচে ৭০ পয়েন্ট পেয়েছে পিএসজি। জিতেছে ২০ ম্যাচ, ড্র করেছে ১০ ম্যাচ ও হেরেছে দুই ম্যাচ। ১৫ ও ১৯ মে নিস ও মেসের বিপক্ষে লিগ ওয়ানের শেষ দুই ম্যাচ খেলবে পিএসজি।
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার ঘোষণা কদিন আগে নিজেই দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। পার্ক দে প্রিন্সেসে শেষ ম্যাচটা গত রাতে খেললেন তিনি। তবে দলের পরাজয়ে বিদায়টা মনে রাখার মতো হলো না। হতাশা প্রকাশ করেছেন কোচ লুইস এনরিকেও।
২০২৩-২৪ মৌসুমের লিগ ওয়ানের শিরোপা পিএসজি আগেই নিশ্চিত করে ফেলেছে। নিজেদের মাঠে গত রাতে তুলুসের বিপক্ষে ম্যাচটা ছিল পিএসজির জন্য শিরোপা জয়ের উৎসব করার। তবে ৩-১ গোলে হেরে আর উৎসব করা হয়নি প্যারিসিয়ানদের। চলতি মৌসুমে লিগ ওয়ানের দুই ম্যাচ ও ফ্রেঞ্চ কাপ ফাইনাল—তিন ম্যাচের প্রত্যেকটাই পিএসজি খেলবে প্রতিপক্ষের মাঠে।
পার্ক দে প্রিন্সেসে গত রাতে প্রথম গোল এসেছে এমবাপ্পের কল্যাণেই। ৮ মিনিটে আরনাউ তেনাসের পাস রিসিভ করে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। তুলুজ সমতায় ফিরেছে খুব তাড়াতাড়ি। ১৩ মিনিটে সমতাসূচক গোল করেন তুলুজ স্ট্রাইকার থিস দালিঙ্গা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। শেষের দিকে এসে বেশি আক্রমণাত্মক খেলে তুলুজ। ৬৮ মিনিটে ইয়ান বোহোর গোলে এগিয়ে যায় তুলুজ। অতিরিক্ত সময়ের ৫ মিনিটে তুলুজের তৃতীয় গোল করেন ফ্র্যাঙ্ক ম্যাগরি। ম্যাচ শেষে সাংবাদিকদের এনরিকে বলেন, ‘যেসব ম্যাচে উদযাপন করার কথা সেগুলো বাজেভাবে শেষ হয়। পেশাদার জগতে আমার অভিজ্ঞতা তাই বলে। তুলুজ বল ও বল ছাড়া দুর্দান্ত খেলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত খেলেছে। বলার রয়েছে অল্প কিছুই। আমি কিছুটা হতাশ।’
এমবাপ্পের প্যারিস পর্ব শেষের রাতে শুভকামনাও জানিয়েছেন এনরিকে। পিএসজি কোচ বলেন, ‘এমবাপ্পের যা প্রাপ্য, ভক্ত-সমর্থকেরা তেমন সম্মান দিয়েছেন। তরুণ হলেও সে ক্লাব কিংবদন্তি। এখনো আমাদের সঙ্গে তার দুটি ম্যাচ আছে। তার ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাই।’
এবারের লিগ ওয়ানে ৩২ ম্যাচে ৭০ পয়েন্ট পেয়েছে পিএসজি। জিতেছে ২০ ম্যাচ, ড্র করেছে ১০ ম্যাচ ও হেরেছে দুই ম্যাচ। ১৫ ও ১৯ মে নিস ও মেসের বিপক্ষে লিগ ওয়ানের শেষ দুই ম্যাচ খেলবে পিএসজি।
৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ জেলা। ৩ দিনের ম্যাচে কুমিল্লা জেলাকে ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
৮ ঘণ্টা আগেভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়া-নেইমারদের নতুন কোচ কে? এই প্রশ্নে শেষ হয়ে আসছে অপেক্ষার পালা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে নাম ঘোষণা করতে পারে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
৯ ঘণ্টা আগেপাসপোর্ট হাতে পাওয়ার মাত্র একদিনের ভেতরই ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়ে গেলেন সমিত সোম। তাই বাংলাদেশের জার্সিতে খেলতে আর বাধা নেই তাঁর। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে এএফসি এশিয়া কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়ার
৯ ঘণ্টা আগেকানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশের পাসপোর্টও হাতে পেয়েছেন সোমিত সোম। বাকি রইল শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। সেটি পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তাঁর। এর মধ্যেই সোমিত পেয়েছেন আরেকটি সুখবর। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়
১০ ঘণ্টা আগে