পেশাদার ফুটবলের বাইরে যে এনগোলো কান্তে আছেন তা নয়। সৌদি ক্লাব আল ইত্তিহাদে খেলছেন তিনি। তবে ফ্রান্সের জার্সিতে সবশেষ তিনি খেলেছেন ২০২২ সালের জুনে। ২০২৪ ইউরো দিয়ে দুই বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন কান্তে।
ফ্রান্স ২৫ সদস্যের ইউরো দল ফ্রান্স ঘোষণা করেছে গত রাতে। চোটে পড়ায় একসময় অনিয়মিত হয়ে পড়েন কান্তে। ইউরোপের চেলসি ছেড়ে পাড়ি জমান সুদূর সৌদি আরবে। ইউরো দলে কান্তের ফেরা নিয়ে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম ফ্রেঞ্চ টিভিতে বলেন, ‘সে পূর্ণ মৌসুম খেলেছে। যদিও সে ইউরোপে ছিল না। কারণ সে বর্তমানে সৌদি আরবে আছে। সে পূর্ণ ফিটনেসে ফিরেছে। তার যে অভিজ্ঞতা, তাতে আমি সন্তুষ্ট যে এনগোলো কান্তেকে নিয়ে ফ্রান্স আরও শক্তিশালী হবে।’ কান্তের সঙ্গে মাঝমাঠের আক্রমণে থাকছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা এদুয়ার্দো কামাভিঙ্গা ও অরেলিয়েঁ চুয়ামেনি। আরও থাকছেন পিএসজির ১৮ বছর বয়সী ওয়ারেন জায়ের-এমেরি। যদিও তার স্কুল পরীক্ষা এখনো বাকি রয়েছে। দলে সুযোগ পেয়ে এমেরি বলেন, ‘তালিকায় থাকতে পেরে ভালো লাগছে। ফ্রান্সের জার্সিতে এটা অন্যতম সেরা এক প্রতিযোগিতামূলক ফুটবল। দেশকে প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে গৌরবের। ফুটবলে মনোযোগী হতে আমাকে সেপ্টেম্বরে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়েছে।’
ফ্রান্সের ইউরো দলে আছেন তিন গোলরক্ষক। এসি মিলানের মাইক মাইগনানের সঙ্গে থাকছেন আলফোনসে আরিওলা ও ব্রাইস সাম্বা। আরিওলা ও সাম্বা খেলেন ওয়েস্ট হাম ও লাসের জার্সিতে। আক্রমণভাগের সাত ফুটবলারের চার জনই পিএসজির। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা, রান্দাল কোলো মুয়ানি—তাঁরা পিএসজির জার্সিতে প্রতিনিধিত্ব করছেন। রক্ষণভাগে থাকছেন ফার্লান্দ মেন্দি, বেঞ্জামিন প্যাভার্ডের মতো তারকারা।
এবারের ইউরোতে ‘ডি’ গ্রুপে ফ্রান্স খেলবে অস্ট্রিয়া, নেদারল্যান্ডস ও পোল্যান্ডের বিপক্ষে। ১৭ জুন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করবে ফরাসিরা। ২১ ও ২৫ জুন ডাচ ও পোলিশদের মুখোমুখি হবে ফ্রান্স।
ফ্রান্সের ২০২৪ ইউরো দল
গোলরক্ষক: আলফনসে আরিওলা (ওয়েস্ট হাম), মাইক মাইগনান (এসি মিলান), ব্রাইস সামবা (লাঁস)
রক্ষণভাগ: জোনাথন ক্লস (মার্শেই), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), উইলিয়াম সালিবা (আর্সেনাল), জুলস কুন্দে (বার্সেলোনা), থিও হার্নান্দেজ (এসি মিলান), ফারলান্দ মেন্দি (রিয়াল মাদ্রিদ), বেঞ্জামিন প্যাভার্ড (বায়ার্ন মিউনিখ), দায়োত উপামেকানো (বায়ার্ন মিউনিখ)
মাঝমাঠ: এনগোলো কান্তে (আল ইত্তিহাদ), এদোয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), আদ্রিয়েন র্যাবিয়ট (জুভেন্টাস), আঁতোয়ান গ্রিজমান (আতলেতিকো মাদ্রিদ), অরেলিয়েঁ চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), ওয়ারেন জায়ের–এমিরি (পিএসজি), ইউসুফ ফোফানা (মোনাকো)
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে (পিএসজি), ব্রাডলি বারকোলা (পিএসজি), উসমান দেম্বেলে (পিএসজি), কিংসলে কোমান (বায়ার্ন মিউনিখ), মার্কাস থুরাম, রান্দাল কোলো মুয়ানি (পিএসজি), অলিভিয়ের জিরু (এসি মিলান)
পেশাদার ফুটবলের বাইরে যে এনগোলো কান্তে আছেন তা নয়। সৌদি ক্লাব আল ইত্তিহাদে খেলছেন তিনি। তবে ফ্রান্সের জার্সিতে সবশেষ তিনি খেলেছেন ২০২২ সালের জুনে। ২০২৪ ইউরো দিয়ে দুই বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন কান্তে।
ফ্রান্স ২৫ সদস্যের ইউরো দল ফ্রান্স ঘোষণা করেছে গত রাতে। চোটে পড়ায় একসময় অনিয়মিত হয়ে পড়েন কান্তে। ইউরোপের চেলসি ছেড়ে পাড়ি জমান সুদূর সৌদি আরবে। ইউরো দলে কান্তের ফেরা নিয়ে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম ফ্রেঞ্চ টিভিতে বলেন, ‘সে পূর্ণ মৌসুম খেলেছে। যদিও সে ইউরোপে ছিল না। কারণ সে বর্তমানে সৌদি আরবে আছে। সে পূর্ণ ফিটনেসে ফিরেছে। তার যে অভিজ্ঞতা, তাতে আমি সন্তুষ্ট যে এনগোলো কান্তেকে নিয়ে ফ্রান্স আরও শক্তিশালী হবে।’ কান্তের সঙ্গে মাঝমাঠের আক্রমণে থাকছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা এদুয়ার্দো কামাভিঙ্গা ও অরেলিয়েঁ চুয়ামেনি। আরও থাকছেন পিএসজির ১৮ বছর বয়সী ওয়ারেন জায়ের-এমেরি। যদিও তার স্কুল পরীক্ষা এখনো বাকি রয়েছে। দলে সুযোগ পেয়ে এমেরি বলেন, ‘তালিকায় থাকতে পেরে ভালো লাগছে। ফ্রান্সের জার্সিতে এটা অন্যতম সেরা এক প্রতিযোগিতামূলক ফুটবল। দেশকে প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে গৌরবের। ফুটবলে মনোযোগী হতে আমাকে সেপ্টেম্বরে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়েছে।’
ফ্রান্সের ইউরো দলে আছেন তিন গোলরক্ষক। এসি মিলানের মাইক মাইগনানের সঙ্গে থাকছেন আলফোনসে আরিওলা ও ব্রাইস সাম্বা। আরিওলা ও সাম্বা খেলেন ওয়েস্ট হাম ও লাসের জার্সিতে। আক্রমণভাগের সাত ফুটবলারের চার জনই পিএসজির। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা, রান্দাল কোলো মুয়ানি—তাঁরা পিএসজির জার্সিতে প্রতিনিধিত্ব করছেন। রক্ষণভাগে থাকছেন ফার্লান্দ মেন্দি, বেঞ্জামিন প্যাভার্ডের মতো তারকারা।
এবারের ইউরোতে ‘ডি’ গ্রুপে ফ্রান্স খেলবে অস্ট্রিয়া, নেদারল্যান্ডস ও পোল্যান্ডের বিপক্ষে। ১৭ জুন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করবে ফরাসিরা। ২১ ও ২৫ জুন ডাচ ও পোলিশদের মুখোমুখি হবে ফ্রান্স।
ফ্রান্সের ২০২৪ ইউরো দল
গোলরক্ষক: আলফনসে আরিওলা (ওয়েস্ট হাম), মাইক মাইগনান (এসি মিলান), ব্রাইস সামবা (লাঁস)
রক্ষণভাগ: জোনাথন ক্লস (মার্শেই), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), উইলিয়াম সালিবা (আর্সেনাল), জুলস কুন্দে (বার্সেলোনা), থিও হার্নান্দেজ (এসি মিলান), ফারলান্দ মেন্দি (রিয়াল মাদ্রিদ), বেঞ্জামিন প্যাভার্ড (বায়ার্ন মিউনিখ), দায়োত উপামেকানো (বায়ার্ন মিউনিখ)
মাঝমাঠ: এনগোলো কান্তে (আল ইত্তিহাদ), এদোয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), আদ্রিয়েন র্যাবিয়ট (জুভেন্টাস), আঁতোয়ান গ্রিজমান (আতলেতিকো মাদ্রিদ), অরেলিয়েঁ চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), ওয়ারেন জায়ের–এমিরি (পিএসজি), ইউসুফ ফোফানা (মোনাকো)
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে (পিএসজি), ব্রাডলি বারকোলা (পিএসজি), উসমান দেম্বেলে (পিএসজি), কিংসলে কোমান (বায়ার্ন মিউনিখ), মার্কাস থুরাম, রান্দাল কোলো মুয়ানি (পিএসজি), অলিভিয়ের জিরু (এসি মিলান)
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে