রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপ জিতে কাতারে এসেছিল ফ্রান্স। অনেকে যখন ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ নিয়ে কথা বলছে, ফরাসিরা সেই কথাকে ভুল প্রমাণ করে উঠে যায় টানা দ্বিতীয় ফাইনালে। কিন্তু বিশ্বকাপ ইতিহাসের স্মরণীয় ফাইনালে শেষ হাসি হাসতে পারেনি দিদিয়ের দেশমের দল। লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে শিরোপা হারায় তারা।
আগামী ১৯ ডিসেম্বর ফরাসিদের পরাজয়ের এক বছর পূর্ণ হবে। সেই দিন আসার আগেই আরেকবার স্বপ্নভঙ্গ হলো তাদের। এবারও ডিসেম্বরে। যুবাদের বিশ্বকাপের ফাইনালে হৃদয় ভাঙল ফ্রান্সের। আজ ইন্দোনেশিয়ার স্তাদিওন মানাহানে ফরাসিদের টাইব্রেকারে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা জিতল জার্মানি।
ফুটবল পরাশক্তি জার্মানরা এবারই যুবাদের এই বিশ্বকাপের শিরোপা জিতল। ১৯৮৫ সালের পর এটিই তাদের দ্বিতীয় ফাইনাল। ফ্রান্স অবশ্য ২০০১ সালেই এই টুর্নামেন্টে শিরোপার স্বাদ পেয়েছে। কিন্তু ২২ বছরের ক্ষুধা মেটানো হলো না তাদের। শিরোপা অপেক্ষা ঘোচাতে অবশ্য ফরাসি যুবারা কম চেষ্টা করেনি। শেষ মুহূর্তের গোলে তারা ম্যাচ টেনে নিয়ে যায় টাইব্রেকারে। কিন্তু সেখানে হেরে বসে ৪-৩ ব্যবধানে।
অথচ প্রথম শটে জার্মানি ব্যর্থ হলেও গোল পেয়েছিল ফ্রান্স। কিন্তু এরপর দারুণভাবে ফিরে আসে জার্মানি, পরের তিন শটেই সফল তারা। ফ্রান্স মিস করে তৃতীয় ও চতুর্থ শট। জার্মানি পঞ্চম শট থেকে গোল করতে না পারলেও ফ্রান্স সেটি করে সমতায় ফেরে। কিন্তু ষষ্ঠ শটে জার্মানি গোল করলেও পারেনি ফ্রান্স।
তার আগে রোমাঞ্চ উপহার দিয়েছে দুই দল। ২৯ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় জার্মানি। ৫১ মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করে তারা। এর দুই মিনিট পর একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার আশা জাগায় ফরাসিরা। ৬৯ মিনিটে লাল কার্ড দেখে ১০ জনের দল হয়ে পড়া জার্মানদের বিপক্ষে সুযোগ কাজে লাগিয়ে ৮৫ মিনিটে সমতায়ও ফেরে ফ্রান্স। নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই জার্মানির যুবাদের হাসি, জিতল এই আসরের প্রথম শিরোপা।
রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপ জিতে কাতারে এসেছিল ফ্রান্স। অনেকে যখন ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ নিয়ে কথা বলছে, ফরাসিরা সেই কথাকে ভুল প্রমাণ করে উঠে যায় টানা দ্বিতীয় ফাইনালে। কিন্তু বিশ্বকাপ ইতিহাসের স্মরণীয় ফাইনালে শেষ হাসি হাসতে পারেনি দিদিয়ের দেশমের দল। লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে শিরোপা হারায় তারা।
আগামী ১৯ ডিসেম্বর ফরাসিদের পরাজয়ের এক বছর পূর্ণ হবে। সেই দিন আসার আগেই আরেকবার স্বপ্নভঙ্গ হলো তাদের। এবারও ডিসেম্বরে। যুবাদের বিশ্বকাপের ফাইনালে হৃদয় ভাঙল ফ্রান্সের। আজ ইন্দোনেশিয়ার স্তাদিওন মানাহানে ফরাসিদের টাইব্রেকারে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা জিতল জার্মানি।
ফুটবল পরাশক্তি জার্মানরা এবারই যুবাদের এই বিশ্বকাপের শিরোপা জিতল। ১৯৮৫ সালের পর এটিই তাদের দ্বিতীয় ফাইনাল। ফ্রান্স অবশ্য ২০০১ সালেই এই টুর্নামেন্টে শিরোপার স্বাদ পেয়েছে। কিন্তু ২২ বছরের ক্ষুধা মেটানো হলো না তাদের। শিরোপা অপেক্ষা ঘোচাতে অবশ্য ফরাসি যুবারা কম চেষ্টা করেনি। শেষ মুহূর্তের গোলে তারা ম্যাচ টেনে নিয়ে যায় টাইব্রেকারে। কিন্তু সেখানে হেরে বসে ৪-৩ ব্যবধানে।
অথচ প্রথম শটে জার্মানি ব্যর্থ হলেও গোল পেয়েছিল ফ্রান্স। কিন্তু এরপর দারুণভাবে ফিরে আসে জার্মানি, পরের তিন শটেই সফল তারা। ফ্রান্স মিস করে তৃতীয় ও চতুর্থ শট। জার্মানি পঞ্চম শট থেকে গোল করতে না পারলেও ফ্রান্স সেটি করে সমতায় ফেরে। কিন্তু ষষ্ঠ শটে জার্মানি গোল করলেও পারেনি ফ্রান্স।
তার আগে রোমাঞ্চ উপহার দিয়েছে দুই দল। ২৯ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় জার্মানি। ৫১ মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করে তারা। এর দুই মিনিট পর একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার আশা জাগায় ফরাসিরা। ৬৯ মিনিটে লাল কার্ড দেখে ১০ জনের দল হয়ে পড়া জার্মানদের বিপক্ষে সুযোগ কাজে লাগিয়ে ৮৫ মিনিটে সমতায়ও ফেরে ফ্রান্স। নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই জার্মানির যুবাদের হাসি, জিতল এই আসরের প্রথম শিরোপা।
দারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
২ মিনিট আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৪৪ মিনিট আগেখেলা হবে ৯০ মিনিট। অতিরিক্ত সময়টুকু আমলে নিলে প্রায় ১০০ মিনিটই বলা যায়। তবে বাফুফে প্রস্তুতি নিচ্ছে আটঘাট বেঁধে। শুধু একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে এমন আয়োজনের পরিকল্পনা শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিল।
১ ঘণ্টা আগেজিতলেই শিরোপা জয়ের উদ্যাপন করার সুযোগ, এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা বুঝে নিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে কাতালানরা। পায়নি কোনো গোলও। শিরোপার অপেক্ষা কি তাহলে বাড়ছে? সমর্থকদের মনে যখন মলিন ছায়া—তখনই ইয়ামালের চোখ ধাঁধানো গোল।
১ ঘণ্টা আগে