রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপ জিতে কাতারে এসেছিল ফ্রান্স। অনেকে যখন ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ নিয়ে কথা বলছে, ফরাসিরা সেই কথাকে ভুল প্রমাণ করে উঠে যায় টানা দ্বিতীয় ফাইনালে। কিন্তু বিশ্বকাপ ইতিহাসের স্মরণীয় ফাইনালে শেষ হাসি হাসতে পারেনি দিদিয়ের দেশমের দল। লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে শিরোপা হারায় তারা।
আগামী ১৯ ডিসেম্বর ফরাসিদের পরাজয়ের এক বছর পূর্ণ হবে। সেই দিন আসার আগেই আরেকবার স্বপ্নভঙ্গ হলো তাদের। এবারও ডিসেম্বরে। যুবাদের বিশ্বকাপের ফাইনালে হৃদয় ভাঙল ফ্রান্সের। আজ ইন্দোনেশিয়ার স্তাদিওন মানাহানে ফরাসিদের টাইব্রেকারে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা জিতল জার্মানি।
ফুটবল পরাশক্তি জার্মানরা এবারই যুবাদের এই বিশ্বকাপের শিরোপা জিতল। ১৯৮৫ সালের পর এটিই তাদের দ্বিতীয় ফাইনাল। ফ্রান্স অবশ্য ২০০১ সালেই এই টুর্নামেন্টে শিরোপার স্বাদ পেয়েছে। কিন্তু ২২ বছরের ক্ষুধা মেটানো হলো না তাদের। শিরোপা অপেক্ষা ঘোচাতে অবশ্য ফরাসি যুবারা কম চেষ্টা করেনি। শেষ মুহূর্তের গোলে তারা ম্যাচ টেনে নিয়ে যায় টাইব্রেকারে। কিন্তু সেখানে হেরে বসে ৪-৩ ব্যবধানে।
অথচ প্রথম শটে জার্মানি ব্যর্থ হলেও গোল পেয়েছিল ফ্রান্স। কিন্তু এরপর দারুণভাবে ফিরে আসে জার্মানি, পরের তিন শটেই সফল তারা। ফ্রান্স মিস করে তৃতীয় ও চতুর্থ শট। জার্মানি পঞ্চম শট থেকে গোল করতে না পারলেও ফ্রান্স সেটি করে সমতায় ফেরে। কিন্তু ষষ্ঠ শটে জার্মানি গোল করলেও পারেনি ফ্রান্স।
তার আগে রোমাঞ্চ উপহার দিয়েছে দুই দল। ২৯ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় জার্মানি। ৫১ মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করে তারা। এর দুই মিনিট পর একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার আশা জাগায় ফরাসিরা। ৬৯ মিনিটে লাল কার্ড দেখে ১০ জনের দল হয়ে পড়া জার্মানদের বিপক্ষে সুযোগ কাজে লাগিয়ে ৮৫ মিনিটে সমতায়ও ফেরে ফ্রান্স। নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই জার্মানির যুবাদের হাসি, জিতল এই আসরের প্রথম শিরোপা।
রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপ জিতে কাতারে এসেছিল ফ্রান্স। অনেকে যখন ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ নিয়ে কথা বলছে, ফরাসিরা সেই কথাকে ভুল প্রমাণ করে উঠে যায় টানা দ্বিতীয় ফাইনালে। কিন্তু বিশ্বকাপ ইতিহাসের স্মরণীয় ফাইনালে শেষ হাসি হাসতে পারেনি দিদিয়ের দেশমের দল। লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে শিরোপা হারায় তারা।
আগামী ১৯ ডিসেম্বর ফরাসিদের পরাজয়ের এক বছর পূর্ণ হবে। সেই দিন আসার আগেই আরেকবার স্বপ্নভঙ্গ হলো তাদের। এবারও ডিসেম্বরে। যুবাদের বিশ্বকাপের ফাইনালে হৃদয় ভাঙল ফ্রান্সের। আজ ইন্দোনেশিয়ার স্তাদিওন মানাহানে ফরাসিদের টাইব্রেকারে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা জিতল জার্মানি।
ফুটবল পরাশক্তি জার্মানরা এবারই যুবাদের এই বিশ্বকাপের শিরোপা জিতল। ১৯৮৫ সালের পর এটিই তাদের দ্বিতীয় ফাইনাল। ফ্রান্স অবশ্য ২০০১ সালেই এই টুর্নামেন্টে শিরোপার স্বাদ পেয়েছে। কিন্তু ২২ বছরের ক্ষুধা মেটানো হলো না তাদের। শিরোপা অপেক্ষা ঘোচাতে অবশ্য ফরাসি যুবারা কম চেষ্টা করেনি। শেষ মুহূর্তের গোলে তারা ম্যাচ টেনে নিয়ে যায় টাইব্রেকারে। কিন্তু সেখানে হেরে বসে ৪-৩ ব্যবধানে।
অথচ প্রথম শটে জার্মানি ব্যর্থ হলেও গোল পেয়েছিল ফ্রান্স। কিন্তু এরপর দারুণভাবে ফিরে আসে জার্মানি, পরের তিন শটেই সফল তারা। ফ্রান্স মিস করে তৃতীয় ও চতুর্থ শট। জার্মানি পঞ্চম শট থেকে গোল করতে না পারলেও ফ্রান্স সেটি করে সমতায় ফেরে। কিন্তু ষষ্ঠ শটে জার্মানি গোল করলেও পারেনি ফ্রান্স।
তার আগে রোমাঞ্চ উপহার দিয়েছে দুই দল। ২৯ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় জার্মানি। ৫১ মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করে তারা। এর দুই মিনিট পর একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার আশা জাগায় ফরাসিরা। ৬৯ মিনিটে লাল কার্ড দেখে ১০ জনের দল হয়ে পড়া জার্মানদের বিপক্ষে সুযোগ কাজে লাগিয়ে ৮৫ মিনিটে সমতায়ও ফেরে ফ্রান্স। নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই জার্মানির যুবাদের হাসি, জিতল এই আসরের প্রথম শিরোপা।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে ভারত। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে পরশু শুবমান গিলের নেতৃত্বে ভারত নামবে সমতায় ফেরাতে। সিরিজের চতুর্থ টেস্ট যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভারত বেশ দুশ্চিন্তায় পড়েছে।
১৩ মিনিট আগেসবার নজর ছিল প্যারিস অলিম্পিকের দ্রুততম মানব নোয়া লাইলসের ওপর। সেখানে ৯.৭৯ সেকেন্ড টাইমিং করা লাইলস ডায়মন্ড লিগের লন্ডন মিটে ট্র্যাকে নামার আগে বলেও ছিলেন, তিনি প্রস্তুতি। কিন্তু লন্ডনের ট্র্যাকে সবাইকে তাক লাগিয়ে সেরা হয়ে গেলেন ওব্লিক সেভিল।
৩৫ মিনিট আগেক্রিকেটের বিশ্বায়নের ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কার্যক্রম নিয়ে প্রায়ই চলে সমালোচনা। যদিও টি-টোয়েন্টির কারণে ইউরোপের অনেক দল ক্রিকেটে আগ্রহী হচ্ছে, তবে তাদের খুব একটা নিয়মিত দেখা যাচ্ছে না। আর রাজস্ব বণ্টনের ক্ষেত্রে আইসিসি মাঝেমধ্যে নির্দিষ্ট কোনো বোর্ডকে বেশি প্রাধান্য দিয়ে থাকে।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে এখনো কোনো ম্যাচ খেলেননি মিচেল ওয়েন। অস্ট্রেলিয়ার জার্সি পরার আগেই নিজেকে চিনিয়েছেন ওয়েন। স্বীকৃত টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ে নজর কেড়েছেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এরই মধ্যে দুটি সেঞ্চুরি করেছেন অজি এই ব্যাটার।
২ ঘণ্টা আগে