ক্রীড়া ডেস্ক
জিতলেই শিরোপা জয়ের উদ্যাপন করার সুযোগ, এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা বুঝে নিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে কাতালানরা। পায়নি কোনো গোলও। শিরোপার অপেক্ষা কি তাহলে বাড়ছে? সমর্থকদের মনে যখন মলিন ছায়া—তখনই ইয়ামালের চোখ ধাঁধানো গোল। বিরতির পর ইয়ামাল করলেন এক গোল, ফেরমিন লোপেজকে দিয়ে করালেন আরেকটি গোল। আরসিডিই স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা।
গতকাল রাতে কাতালান ডার্বিতে ম্যাচের শেষ ১০ মিনিট একজন কম নিয়ে খেলেছে এস্পানিওল। এক মৌসুম পর লা লিগা শিরোপা পুনরুদ্ধার করল বার্সেলোনা। তবে রেকর্ড ৩৬ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। নগর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে খেলা, টুকটাক হাতাহাতি হবে না, সেটাও বিশ্বাস করা কঠিন। ২০২৩ সালে এ মাঠেই শিরোপা উদ্যাপনের সময় মাঠে ঢুকে পড়েছিল ক্ষুব্ধ এস্পানিওল সমর্থকেরা। এবার শিরোপা জিতলে শিষ্যদের উদ্যাপনে বাড়াবাড়ি না করার কথা ম্যাচের আগে বলেছিলেন কোচ হান্সি ফ্লিক। কিছুটা উদ্যাপন অবশ্য ঠিকই করেছেন রাফিনিয়া, লোপেজরা। এস্পানিওলের খেলোয়াড়দের সঙ্গে কিছুটা হাতাহাতিও হয় তাদের। তবে সেই পরিস্থিতি দ্রুতই সামলে নেওয়া হয়।
কোপা দেল রের পর লা লিগা, বার্সেলোনার দায়িত্বে প্রথম মৌসুমেই ঘরোয়া ‘ডাবল’ জয়ের স্বাদ পেলেন জার্মান কোচ ফ্লিক। এ ছাড়া গত জানুয়ারিতে ফাইনালে রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপও ঘরে তোলে তার দল। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেয় তারা। ৩৬ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৮৫। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। মৌসুমে এল ক্লাসিকোতে রিয়ালকে ৪ বারই উড়িয়ে দিয়েছে বার্সা। আর এস্পানিওলের বিপক্ষে লা লিগায় টানা ২৮ ম্যাচে অপরাজিত রইল বার্সেলোনা।
এস্পানিওলের বিপক্ষে শুরুর একাদশে তিনটি পরিবর্তন আনেন ফ্লিক। চোট কাটিয়ে লা লিগায় তিন ম্যাচ পর ফেরেন রবের্ত লেভানদোভস্কি। চতুর্থ মিনিটে গোল খেতে বসেছিল বার্সেলোনা। দারুণ এক সুযোগ হারান এস্পানিওলের উর্কো গনজালেস। সতীর্থের পাস বক্সে পেয়ে নিচু শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি।
সপ্তম মিনিটে হঠাৎ খেলা বন্ধ করে দেন রেফারি। এস্পানিওল গোলরক্ষক ও পরে স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। মূলত ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বাইরে জট পাকিয়ে থাকা লোকজনের ওপর দিয়ে একটি গাড়ি চালিয়ে দেওয়া হয় এবং এতে আহত হন ১৩ জন। স্টেডিয়ামের স্পিকারে যখন ঘোষণা দেওয়া হয় ‘সতর্কতা, আমরা জানাচ্ছি যে স্টেডিয়ামের বাইরে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ন্ত্রণে রয়েছে এবং কেউ গুরুতর আহত হয়নি।’ তখন খেলা বন্ধ করে দেন রেফারি। একটু পরই আবার খেলা শুরু করেন তিনি।
ত্রয়োদশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় বার্সেলোনা। বক্সের সামনে আলগা বল পেয়ে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে লেভানদোভস্কির ডান পায়ের জোরালো শট দূরের পোস্টে সামান্য বাইরে দিয়ে যায়। আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও প্রথমার্ধের বাকি সময়ে আর পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল।
৫৩ মিনিটে দুর্দান্ত গোলে বার্সেলোনাকে এগিয়ে নেন ইয়ামাল। ডান দিকে বক্সের বাইরে দানি ওলমোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে এগিয়ে যান স্প্যানিশ ফরোয়ার্ড। সামনে তখন প্রতিপক্ষের দুই-তিন জন খেলোয়াড়। আড়াআড়ি এগিয়ে জায়গা বানিয়ে ২০ গজ দূর থেকে বাঁ পায়ে জোরালো শট নেন ১৭ বছর বয়সী উইঙ্গার, দূরের পোস্টে ওপরের কোনা দিয়ে বল আশ্রয় নেয় জালে।
৮০ মিনিটে আরেকটি ধাক্কা খায় এস্পানিওল। বল দখলে নেওয়ার চেষ্টার সময় হাত দিয়ে ইয়ামালের পেটে জোরে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন স্বাগতিক ডিফেন্ডার লিয়ান্দ্রো কাবরেরা। ভিএআরে মনিটরে দেখে সিদ্ধান্তটি নেন রেফারি। ৮৬ মিনিটে বক্সে আলগা বল পান ইয়ামাল। এবার তার শটে জোর ছিল না তেমন, অনায়াসে ঠেকান গোলরক্ষক। সাত মিনিট যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ইয়ামালের পাস ধরে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি শিরোপা নিশ্চিত করে ফেলেন লেভানদোভস্কির বদলি নামা লোপেজ।
দুর্দান্ত সব পারফরম্যান্সে ফুটবল বিশ্বে আলোড়ন ফেলে দেওয়া ইয়ামাল এই মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার পাশাপাশি করলেন ২৫টি অ্যাসিস্ট।
জিতলেই শিরোপা জয়ের উদ্যাপন করার সুযোগ, এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা বুঝে নিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে কাতালানরা। পায়নি কোনো গোলও। শিরোপার অপেক্ষা কি তাহলে বাড়ছে? সমর্থকদের মনে যখন মলিন ছায়া—তখনই ইয়ামালের চোখ ধাঁধানো গোল। বিরতির পর ইয়ামাল করলেন এক গোল, ফেরমিন লোপেজকে দিয়ে করালেন আরেকটি গোল। আরসিডিই স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা।
গতকাল রাতে কাতালান ডার্বিতে ম্যাচের শেষ ১০ মিনিট একজন কম নিয়ে খেলেছে এস্পানিওল। এক মৌসুম পর লা লিগা শিরোপা পুনরুদ্ধার করল বার্সেলোনা। তবে রেকর্ড ৩৬ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। নগর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে খেলা, টুকটাক হাতাহাতি হবে না, সেটাও বিশ্বাস করা কঠিন। ২০২৩ সালে এ মাঠেই শিরোপা উদ্যাপনের সময় মাঠে ঢুকে পড়েছিল ক্ষুব্ধ এস্পানিওল সমর্থকেরা। এবার শিরোপা জিতলে শিষ্যদের উদ্যাপনে বাড়াবাড়ি না করার কথা ম্যাচের আগে বলেছিলেন কোচ হান্সি ফ্লিক। কিছুটা উদ্যাপন অবশ্য ঠিকই করেছেন রাফিনিয়া, লোপেজরা। এস্পানিওলের খেলোয়াড়দের সঙ্গে কিছুটা হাতাহাতিও হয় তাদের। তবে সেই পরিস্থিতি দ্রুতই সামলে নেওয়া হয়।
কোপা দেল রের পর লা লিগা, বার্সেলোনার দায়িত্বে প্রথম মৌসুমেই ঘরোয়া ‘ডাবল’ জয়ের স্বাদ পেলেন জার্মান কোচ ফ্লিক। এ ছাড়া গত জানুয়ারিতে ফাইনালে রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপও ঘরে তোলে তার দল। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেয় তারা। ৩৬ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৮৫। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। মৌসুমে এল ক্লাসিকোতে রিয়ালকে ৪ বারই উড়িয়ে দিয়েছে বার্সা। আর এস্পানিওলের বিপক্ষে লা লিগায় টানা ২৮ ম্যাচে অপরাজিত রইল বার্সেলোনা।
এস্পানিওলের বিপক্ষে শুরুর একাদশে তিনটি পরিবর্তন আনেন ফ্লিক। চোট কাটিয়ে লা লিগায় তিন ম্যাচ পর ফেরেন রবের্ত লেভানদোভস্কি। চতুর্থ মিনিটে গোল খেতে বসেছিল বার্সেলোনা। দারুণ এক সুযোগ হারান এস্পানিওলের উর্কো গনজালেস। সতীর্থের পাস বক্সে পেয়ে নিচু শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি।
সপ্তম মিনিটে হঠাৎ খেলা বন্ধ করে দেন রেফারি। এস্পানিওল গোলরক্ষক ও পরে স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। মূলত ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বাইরে জট পাকিয়ে থাকা লোকজনের ওপর দিয়ে একটি গাড়ি চালিয়ে দেওয়া হয় এবং এতে আহত হন ১৩ জন। স্টেডিয়ামের স্পিকারে যখন ঘোষণা দেওয়া হয় ‘সতর্কতা, আমরা জানাচ্ছি যে স্টেডিয়ামের বাইরে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ন্ত্রণে রয়েছে এবং কেউ গুরুতর আহত হয়নি।’ তখন খেলা বন্ধ করে দেন রেফারি। একটু পরই আবার খেলা শুরু করেন তিনি।
ত্রয়োদশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় বার্সেলোনা। বক্সের সামনে আলগা বল পেয়ে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে লেভানদোভস্কির ডান পায়ের জোরালো শট দূরের পোস্টে সামান্য বাইরে দিয়ে যায়। আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও প্রথমার্ধের বাকি সময়ে আর পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল।
৫৩ মিনিটে দুর্দান্ত গোলে বার্সেলোনাকে এগিয়ে নেন ইয়ামাল। ডান দিকে বক্সের বাইরে দানি ওলমোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে এগিয়ে যান স্প্যানিশ ফরোয়ার্ড। সামনে তখন প্রতিপক্ষের দুই-তিন জন খেলোয়াড়। আড়াআড়ি এগিয়ে জায়গা বানিয়ে ২০ গজ দূর থেকে বাঁ পায়ে জোরালো শট নেন ১৭ বছর বয়সী উইঙ্গার, দূরের পোস্টে ওপরের কোনা দিয়ে বল আশ্রয় নেয় জালে।
৮০ মিনিটে আরেকটি ধাক্কা খায় এস্পানিওল। বল দখলে নেওয়ার চেষ্টার সময় হাত দিয়ে ইয়ামালের পেটে জোরে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন স্বাগতিক ডিফেন্ডার লিয়ান্দ্রো কাবরেরা। ভিএআরে মনিটরে দেখে সিদ্ধান্তটি নেন রেফারি। ৮৬ মিনিটে বক্সে আলগা বল পান ইয়ামাল। এবার তার শটে জোর ছিল না তেমন, অনায়াসে ঠেকান গোলরক্ষক। সাত মিনিট যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ইয়ামালের পাস ধরে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি শিরোপা নিশ্চিত করে ফেলেন লেভানদোভস্কির বদলি নামা লোপেজ।
দুর্দান্ত সব পারফরম্যান্সে ফুটবল বিশ্বে আলোড়ন ফেলে দেওয়া ইয়ামাল এই মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার পাশাপাশি করলেন ২৫টি অ্যাসিস্ট।
জয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। মে মাসে শ্রীলঙ্কা সফরে যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩–২ ব্যবধানে। এবার এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির পর্ব হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় তুলে..
১০ ঘণ্টা আগেকিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
১১ ঘণ্টা আগেঅগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
১২ ঘণ্টা আগেম্যাচের শুরু থেকে অপেক্ষা বাংলাদেশ গোল কখন দেবে। কারণ আগের তিন ম্যাচেই প্রথমার্ধে গোলের দেখা পেয়ে যায় পিটার বাটলারের দল। তাও শুরুর দিকে। গোলের দেখা মিলেছে আজও। সেজন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। সেই এক গোলে এগিয়ে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
১৩ ঘণ্টা আগে