ক্রীড়া ডেস্ক
দারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার পাশাপাশি ইয়ামাল করেছেন ২৫ অ্যাসিস্ট। ৪২ গোলে তাঁর অবদান।
১৭ বছর বয়সী ইয়ামাল ড্রিবলিং আর দৃষ্টিনন্দন গোলে বুঁদ করেছেন ফুটবলপ্রেমীদের। চেলসির উইঙ্গার কোলে পালমারও স্প্যানিশ তরুণ তারকার খেলায় মুগ্ধ। তাঁর চোখে ইয়ামালই এখন বিশ্বের সেরা ফুটবলার। এরই মধ্যে তাঁর ক্যাবিনেটে ইউরো, লা লিগা, কোপা দেলরেসহ পাঁচ শিরোপা উঠে গেছে। চ্যাম্পিয়নস লিগে রোমাঞ্চকর লড়াইয়ের পর ইন্টার মিলানের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় বার্সা। দুই লেগেই জাদু দেখিয়েছেন ইয়ামাল।
এরই মধ্যে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ফাবিও কাপেলো, বার্সেলোনা ও স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার ডেভিড ভিয়া ইয়ামালকে দেখছেন আগামী ব্যালন ডি’রের দাবিদার হিসেবে। স্কাই স্পোর্টসে ইংল্যান্ডের তরুণ উইঙ্গার পালমারও বললেন, ‘লামিনে ইয়ামাল? পাগলাটে ব্যাপার, তাই না? আমি সত্যিই মনে করি, (এই মুহূর্তে) বিশ্বের সেরা খেলোয়াড় সে।’
ইয়ামাল যতক্ষণ মাঠে থাকেন ২৩ বছর বয়সী পালমার তাঁর খেলা উপভোগ করেন, ‘মাঠে সে যা কিছু করে, তাকে দেখে কেমন অনুভূতি হয়...আমি তার খেলা দেখতে সত্যিই উপভোগ করি। এটা কেবল তার কৌশল নয়, তার মানসিকতা, তার পরিণতবোধ। তার আত্মবিশ্বাস অবিশ্বাস্য এবং এই বয়সেও ভিন্ন কিছু চেষ্টা করতে ভয় পায় না সে।’ বয়স বিবেচনায় যথেষ্ট পরিণত ইয়ামাল। পালমারও বললেন, ‘আমি জানি না, আমি কখনো চেষ্টা করিনি (হাসি) !’
দারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার পাশাপাশি ইয়ামাল করেছেন ২৫ অ্যাসিস্ট। ৪২ গোলে তাঁর অবদান।
১৭ বছর বয়সী ইয়ামাল ড্রিবলিং আর দৃষ্টিনন্দন গোলে বুঁদ করেছেন ফুটবলপ্রেমীদের। চেলসির উইঙ্গার কোলে পালমারও স্প্যানিশ তরুণ তারকার খেলায় মুগ্ধ। তাঁর চোখে ইয়ামালই এখন বিশ্বের সেরা ফুটবলার। এরই মধ্যে তাঁর ক্যাবিনেটে ইউরো, লা লিগা, কোপা দেলরেসহ পাঁচ শিরোপা উঠে গেছে। চ্যাম্পিয়নস লিগে রোমাঞ্চকর লড়াইয়ের পর ইন্টার মিলানের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় বার্সা। দুই লেগেই জাদু দেখিয়েছেন ইয়ামাল।
এরই মধ্যে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ফাবিও কাপেলো, বার্সেলোনা ও স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার ডেভিড ভিয়া ইয়ামালকে দেখছেন আগামী ব্যালন ডি’রের দাবিদার হিসেবে। স্কাই স্পোর্টসে ইংল্যান্ডের তরুণ উইঙ্গার পালমারও বললেন, ‘লামিনে ইয়ামাল? পাগলাটে ব্যাপার, তাই না? আমি সত্যিই মনে করি, (এই মুহূর্তে) বিশ্বের সেরা খেলোয়াড় সে।’
ইয়ামাল যতক্ষণ মাঠে থাকেন ২৩ বছর বয়সী পালমার তাঁর খেলা উপভোগ করেন, ‘মাঠে সে যা কিছু করে, তাকে দেখে কেমন অনুভূতি হয়...আমি তার খেলা দেখতে সত্যিই উপভোগ করি। এটা কেবল তার কৌশল নয়, তার মানসিকতা, তার পরিণতবোধ। তার আত্মবিশ্বাস অবিশ্বাস্য এবং এই বয়সেও ভিন্ন কিছু চেষ্টা করতে ভয় পায় না সে।’ বয়স বিবেচনায় যথেষ্ট পরিণত ইয়ামাল। পালমারও বললেন, ‘আমি জানি না, আমি কখনো চেষ্টা করিনি (হাসি) !’
জয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। মে মাসে শ্রীলঙ্কা সফরে যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩–২ ব্যবধানে। এবার এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির পর্ব হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় তুলে..
১০ ঘণ্টা আগেকিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
১১ ঘণ্টা আগেঅগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
১২ ঘণ্টা আগেম্যাচের শুরু থেকে অপেক্ষা বাংলাদেশ গোল কখন দেবে। কারণ আগের তিন ম্যাচেই প্রথমার্ধে গোলের দেখা পেয়ে যায় পিটার বাটলারের দল। তাও শুরুর দিকে। গোলের দেখা মিলেছে আজও। সেজন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। সেই এক গোলে এগিয়ে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
১৩ ঘণ্টা আগে