Ajker Patrika

‘বিশ্বের সেরা ফুটবলার ইয়ামাল’

ক্রীড়া ডেস্ক    
এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার ইয়ামাল। ছবি: এএফপি
এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার ইয়ামাল। ছবি: এএফপি

দারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার পাশাপাশি ইয়ামাল করেছেন ২৫ অ্যাসিস্ট। ৪২ গোলে তাঁর অবদান।

১৭ বছর বয়সী ইয়ামাল ড্রিবলিং আর দৃষ্টিনন্দন গোলে বুঁদ করেছেন ফুটবলপ্রেমীদের। চেলসির উইঙ্গার কোলে পালমারও স্প্যানিশ তরুণ তারকার খেলায় মুগ্ধ। তাঁর চোখে ইয়ামালই এখন বিশ্বের সেরা ফুটবলার। এরই মধ্যে তাঁর ক্যাবিনেটে ইউরো, লা লিগা, কোপা দেলরেসহ পাঁচ শিরোপা উঠে গেছে। চ্যাম্পিয়নস লিগে রোমাঞ্চকর লড়াইয়ের পর ইন্টার মিলানের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় বার্সা। দুই লেগেই জাদু দেখিয়েছেন ইয়ামাল।

এরই মধ্যে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ফাবিও কাপেলো, বার্সেলোনা ও স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার ডেভিড ভিয়া ইয়ামালকে দেখছেন আগামী ব্যালন ডি’রের দাবিদার হিসেবে। স্কাই স্পোর্টসে ইংল্যান্ডের তরুণ উইঙ্গার পালমারও বললেন, ‘লামিনে ইয়ামাল? পাগলাটে ব্যাপার, তাই না? আমি সত্যিই মনে করি, (এই মুহূর্তে) বিশ্বের সেরা খেলোয়াড় সে।’

ইয়ামাল যতক্ষণ মাঠে থাকেন ২৩ বছর বয়সী পালমার তাঁর খেলা উপভোগ করেন, ‘মাঠে সে যা কিছু করে, তাকে দেখে কেমন অনুভূতি হয়...আমি তার খেলা দেখতে সত্যিই উপভোগ করি। এটা কেবল তার কৌশল নয়, তার মানসিকতা, তার পরিণতবোধ। তার আত্মবিশ্বাস অবিশ্বাস্য এবং এই বয়সেও ভিন্ন কিছু চেষ্টা করতে ভয় পায় না সে।’ বয়স বিবেচনায় যথেষ্ট পরিণত ইয়ামাল। পালমারও বললেন, ‘আমি জানি না, আমি কখনো চেষ্টা করিনি (হাসি) !’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত