প্রতি মৌসুমেই কিলিয়ান এমবাপ্পের দলবদল নিয়ে শোনা যায় নানা গুঞ্জন। সম্ভাব্য গন্তব্য হিসেবে রিয়াল মাদ্রিদের নামই বারবার উচ্চারিত হয়। এবারও সেটার ব্যতিক্রম নয়। তবে কার্লো আনচেলত্তি সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।
এমবাপ্পের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার কথা প্রকাশ্যে আসে এ বছরের জুনে। পিএসজির সঙ্গে চুক্তি বাড়ানোর ব্যাপারে আগ্রহী নন-ক্লাবকে দেওয়া এক চিঠিতে তা জানিয়েছিলেন এমবাপ্পে। মৌসুম শেষে এমবাপ্পেকে ছেড়ে দেওয়ার চিন্তাও করছিল পিএসজি। ফরাসি সংবাদমাধ্যম লেকিপের প্রতিবেদনে তা জানা যায়। অন্যদিকে পিএসজির এশিয়া সফরের দলেও তাঁকে রাখা হয়নি। এরপর অবশ্য তাঁকে বরণ করে নেয় ফরাসি ক্লাবটি। নতুন মৌসুমে এরই মধ্যে এক ম্যাচ খেলে ফেলেছেন তিনি।
অন্যদিকে অনেক তারকা ফুটবলারদের দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ১০৩ মিলিয়ন ইউরোতে (বাংলাদেশি মুদ্রায় ১২২০ কোটি ৩৫ লাখ টাকা) বরুসিয়া ডর্টমুন্ড থেকে জুড বেলিংহামকে নিয়ে এসেছে রিয়াল। এছাড়া হোসেলু, ফ্রান গার্সিয়া, ব্রাহিম দিয়াজ, আর্দা গুলারের মতো তারকাদেরও নিয়েছে। এরপরও নতুন কাউকে এই মৌসুমে নেওয়া সম্ভব কি না, সেই কথা জিজ্ঞেস করা হয়েছিল রিয়াল কোচ কার্লো আনচেলত্তিকে। রিয়াল কোচ আনচেলত্তি বলেন, ‘সেই সম্ভাবনা নেই। ১০০ ভাগ নিশ্চিত।’
পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি আছে এখনও দুই বছর। এই চুক্তিটা একটু ভিন্ন রকম। ২০২৪ পর্যন্ত চুক্তি তো এমনিতেই রয়েছে। তিনি সেটা বাড়িয়ে নিতে পারবেন ২০২৫ পর্যন্ত। ২০১৮ থেকে পিএসজিতে খেলছেন এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬১ ম্যাচে করেছেন ২১৩ গোল ও ৯৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ফ্রান্সের এই ফরোয়ার্ড পিএসজির হয়ে জিতেছেন ১২টি শিরোপা।
প্রতি মৌসুমেই কিলিয়ান এমবাপ্পের দলবদল নিয়ে শোনা যায় নানা গুঞ্জন। সম্ভাব্য গন্তব্য হিসেবে রিয়াল মাদ্রিদের নামই বারবার উচ্চারিত হয়। এবারও সেটার ব্যতিক্রম নয়। তবে কার্লো আনচেলত্তি সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।
এমবাপ্পের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার কথা প্রকাশ্যে আসে এ বছরের জুনে। পিএসজির সঙ্গে চুক্তি বাড়ানোর ব্যাপারে আগ্রহী নন-ক্লাবকে দেওয়া এক চিঠিতে তা জানিয়েছিলেন এমবাপ্পে। মৌসুম শেষে এমবাপ্পেকে ছেড়ে দেওয়ার চিন্তাও করছিল পিএসজি। ফরাসি সংবাদমাধ্যম লেকিপের প্রতিবেদনে তা জানা যায়। অন্যদিকে পিএসজির এশিয়া সফরের দলেও তাঁকে রাখা হয়নি। এরপর অবশ্য তাঁকে বরণ করে নেয় ফরাসি ক্লাবটি। নতুন মৌসুমে এরই মধ্যে এক ম্যাচ খেলে ফেলেছেন তিনি।
অন্যদিকে অনেক তারকা ফুটবলারদের দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ১০৩ মিলিয়ন ইউরোতে (বাংলাদেশি মুদ্রায় ১২২০ কোটি ৩৫ লাখ টাকা) বরুসিয়া ডর্টমুন্ড থেকে জুড বেলিংহামকে নিয়ে এসেছে রিয়াল। এছাড়া হোসেলু, ফ্রান গার্সিয়া, ব্রাহিম দিয়াজ, আর্দা গুলারের মতো তারকাদেরও নিয়েছে। এরপরও নতুন কাউকে এই মৌসুমে নেওয়া সম্ভব কি না, সেই কথা জিজ্ঞেস করা হয়েছিল রিয়াল কোচ কার্লো আনচেলত্তিকে। রিয়াল কোচ আনচেলত্তি বলেন, ‘সেই সম্ভাবনা নেই। ১০০ ভাগ নিশ্চিত।’
পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি আছে এখনও দুই বছর। এই চুক্তিটা একটু ভিন্ন রকম। ২০২৪ পর্যন্ত চুক্তি তো এমনিতেই রয়েছে। তিনি সেটা বাড়িয়ে নিতে পারবেন ২০২৫ পর্যন্ত। ২০১৮ থেকে পিএসজিতে খেলছেন এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬১ ম্যাচে করেছেন ২১৩ গোল ও ৯৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ফ্রান্সের এই ফরোয়ার্ড পিএসজির হয়ে জিতেছেন ১২টি শিরোপা।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৫ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৮ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৯ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
১০ ঘণ্টা আগে