ক্রীড়া ডেস্ক
মাসের শুরুতেই ডাকাতির ঘটনা ঘটেছিল মাতেও গুয়েনডৌজির বাড়িতে। মার্শেইয়ের মিডফিল্ডারের বাড়ি থেকে অবশ্য সেদিন খুব বেশি কিছু চুরি করতে পারেননি ডাকাতেরা। ডাকাতির ঘটনা বুঝতে পেরে তাঁর স্ত্রী সতর্ক ঘণ্টা বাজানোয়।
সেদিন পালিয়ে বাঁচলেও এবার পারলেন না ডাকাতেরা। গতকাল ইউলিয়ান ড্রাক্সলারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৭ জনকে ধরেছেন প্যারিসের সেন্ট ক্লাউড অঞ্চলের পুলিশ। ঘটনা নিশ্চিত করেছে ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট।
ড্রাক্সলারের বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্য দুটি গাড়ি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে পিএসজির মিডফিল্ডারের কাছের কিছু লোক পুলিশকে জানায়। এরপর থেকেই তাঁর বাড়ির আশপাশে নজরদারি বাড়িয়ে দেয় পুলিশ। এতে সফল হয় সেন্ট ক্লাউড অঞ্চলের পুলিশ।
গতকাল মাঝরাতে ড্রাক্সলারের বাড়ির কাছাকাছি থেকে একটি গাড়ি থেকে দুজনকে আটক করে পুলিশ। সঙ্গে গাড়িতে ডাকাতির সরঞ্জাম দস্তানা, মুখোশ ও প্লাস্টিকের দড়ি উদ্ধার করে। দূরে আরেকটি গাড়ি থেকে ডাকাত দলের আরও ৫ সহযোগীকে আটক করে পুলিশ। এই গাড়ি থেকেও একই সরঞ্জাম পাওয়া যায়। আটককৃতদের দ্রুত আদালতের বিচারের আওতায় আনবে বলে জানিয়েছে পুলিশ।
ডাকাতির ঘটনায় ভাগ্য ভালো হলেও পিএসজির হয়ে কপাল খুলছে না ড্রাক্সলারের। অনেক দিন ধরেই পিএসজির একাদশে সুযোগ পান না তিনি। মাঝে গত মৌসুম পর্তুগিজ ক্লাব বেনফিকায় ধারে খেলেছেন ২৯ বছর বয়সী জার্মান মিডফিল্ডার। এ মৌসুমে অবশ্য লিগ চ্যাম্পিয়নদের স্কোয়াডে ফিরেছেন। কিন্তু এবারও সুযোগ পাবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
গত জুলাইয়ে ড্রাক্সলার সতীর্থ গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা স্ত্রীসহ ভয়ংকর ডাকাতির শিকার হন। দুজনকে বেঁধে রেখে প্রায় ছয় কোটি সাত লাখ টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় একদল ডাকাত। শুধু তাঁদের বাসাতেই ডাকাতি হয়নি। গত পাঁচ বছরে বেশ কিছু জনপ্রিয় ফুটবলারের বাড়িতেই ডাকাতি হয়েছে। এর মধ্যে পিএসজির খেলোয়াড়রাই বেশি শিকার হয়েছেন। প্রেসনেল কিম্পেম্বে, আনহেল দি মারিয়া, মাউরো ইকার্দি, দানি আলভেস, থিয়াগো সিলভা, সার্জিও রিকো, এরিক ম্যাক্সিম চুপো-মোটিং, মারকিনিওসদের মতো তারকাদের বাসাও বাদ যায়নি।
বিষয়টা এখন এমন হয়ে দাঁড়িয়েছে, যেন ফরাসি ডাকাতদের প্রিয় শিকার হচ্ছেন ফুটবলাররা। এর প্রমাণ মিলেছে ফ্রান্সের গোয়েন্দা সংস্থা সিরেস্কার প্রতিবেদনে। তাদের এক প্রতিবেদনে জানা গেছে, ২০২১ সালেই ২২ জন ফুটবলারের বাড়িতে ডাকাতি হয়েছে।
মাসের শুরুতেই ডাকাতির ঘটনা ঘটেছিল মাতেও গুয়েনডৌজির বাড়িতে। মার্শেইয়ের মিডফিল্ডারের বাড়ি থেকে অবশ্য সেদিন খুব বেশি কিছু চুরি করতে পারেননি ডাকাতেরা। ডাকাতির ঘটনা বুঝতে পেরে তাঁর স্ত্রী সতর্ক ঘণ্টা বাজানোয়।
সেদিন পালিয়ে বাঁচলেও এবার পারলেন না ডাকাতেরা। গতকাল ইউলিয়ান ড্রাক্সলারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৭ জনকে ধরেছেন প্যারিসের সেন্ট ক্লাউড অঞ্চলের পুলিশ। ঘটনা নিশ্চিত করেছে ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট।
ড্রাক্সলারের বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্য দুটি গাড়ি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে পিএসজির মিডফিল্ডারের কাছের কিছু লোক পুলিশকে জানায়। এরপর থেকেই তাঁর বাড়ির আশপাশে নজরদারি বাড়িয়ে দেয় পুলিশ। এতে সফল হয় সেন্ট ক্লাউড অঞ্চলের পুলিশ।
গতকাল মাঝরাতে ড্রাক্সলারের বাড়ির কাছাকাছি থেকে একটি গাড়ি থেকে দুজনকে আটক করে পুলিশ। সঙ্গে গাড়িতে ডাকাতির সরঞ্জাম দস্তানা, মুখোশ ও প্লাস্টিকের দড়ি উদ্ধার করে। দূরে আরেকটি গাড়ি থেকে ডাকাত দলের আরও ৫ সহযোগীকে আটক করে পুলিশ। এই গাড়ি থেকেও একই সরঞ্জাম পাওয়া যায়। আটককৃতদের দ্রুত আদালতের বিচারের আওতায় আনবে বলে জানিয়েছে পুলিশ।
ডাকাতির ঘটনায় ভাগ্য ভালো হলেও পিএসজির হয়ে কপাল খুলছে না ড্রাক্সলারের। অনেক দিন ধরেই পিএসজির একাদশে সুযোগ পান না তিনি। মাঝে গত মৌসুম পর্তুগিজ ক্লাব বেনফিকায় ধারে খেলেছেন ২৯ বছর বয়সী জার্মান মিডফিল্ডার। এ মৌসুমে অবশ্য লিগ চ্যাম্পিয়নদের স্কোয়াডে ফিরেছেন। কিন্তু এবারও সুযোগ পাবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
গত জুলাইয়ে ড্রাক্সলার সতীর্থ গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা স্ত্রীসহ ভয়ংকর ডাকাতির শিকার হন। দুজনকে বেঁধে রেখে প্রায় ছয় কোটি সাত লাখ টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় একদল ডাকাত। শুধু তাঁদের বাসাতেই ডাকাতি হয়নি। গত পাঁচ বছরে বেশ কিছু জনপ্রিয় ফুটবলারের বাড়িতেই ডাকাতি হয়েছে। এর মধ্যে পিএসজির খেলোয়াড়রাই বেশি শিকার হয়েছেন। প্রেসনেল কিম্পেম্বে, আনহেল দি মারিয়া, মাউরো ইকার্দি, দানি আলভেস, থিয়াগো সিলভা, সার্জিও রিকো, এরিক ম্যাক্সিম চুপো-মোটিং, মারকিনিওসদের মতো তারকাদের বাসাও বাদ যায়নি।
বিষয়টা এখন এমন হয়ে দাঁড়িয়েছে, যেন ফরাসি ডাকাতদের প্রিয় শিকার হচ্ছেন ফুটবলাররা। এর প্রমাণ মিলেছে ফ্রান্সের গোয়েন্দা সংস্থা সিরেস্কার প্রতিবেদনে। তাদের এক প্রতিবেদনে জানা গেছে, ২০২১ সালেই ২২ জন ফুটবলারের বাড়িতে ডাকাতি হয়েছে।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৩৮ মিনিট আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
২ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৩ ঘণ্টা আগে